জীবন বড় অদ্ভুত।
![]() |
---|
শুভ রাত্রি..🌃
আজ ১৪ ই অক্টোবর,
সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
জীবন বড় অদ্ভুত এবং এক যুদ্ধের নাম। সেই যুদ্ধ শুরু হয় জন্মের পর থেকেই। মায়ের গর্ভে দশ মাস সময় তিলে তিলে বড় হওয়া সৃষ্টিকর্তার অশেষ রহমত। আমরা ক্ষনিকের জন্য দুনিয়াতে এসেছি। আবার হঠাৎ করেই চলে যাব। নেই কোনো নির্ধারিত সময় সুচি। জীবন বড় অদ্ভুত, তাই বেঁচে থাকা অল্প সময়ের মধ্যে ঘটে যায় অদ্ভুত ঘটনা। সুখ-দুঃখ হাসি-কান্না নিয়েই আমাদের জীবন গুলে অতিবাহিত করতে হয়। শৈশকাল থেকেই নানা ধরনের দুষ্টুমি এবং খেলাধুলায় জীবন চলে যায়। সেই সোনালী দিনগুলো কখনো ভোলার মত নয়। পিছনে স্কুল ব্যাগ দিয়ে যাত্রা শুরু হয় লেখাপড়ার। ধীরে ধীরে বয়স বাড়তে শুরু করে। নিজেদের ভালো খারাপ খুব সহজেই বুঝতে পারি। তারপরেও আমরা সব সময় ঠকে যাই। হারতে হারতে আবারো জিতে যাই।
অনেক কঠিন সময় আমাদেরকে পাড়ি দিতে হয়। বাবা মায়ের আদরের সন্তান গুলো হঠাৎ করেই পড়ে যায় চাপের মুখে। বাবার বয়স বৃদ্ধি পায়, মা হয় অসুস্থ। বিপদে পড়ে হাল ধরতে শুরু করে মানুষ নামক অদ্ভুত যন্ত্র। মানুষ নামক যন্ত্রের কোন ক্লান্তি নেই। সময় খুব দ্রুত চলে যায়, মানসিক চাপের কারণে টাকা ইনকাম দাঁড়ায় মানুষের প্রধান লক্ষ্য। টাকা মানুষকে ভালো খারাপ সবকিছু বুঝিয়ে দেয়। নিজের আপন ভাই হয়ে দাঁড়ায় শত্রুর সমতুল। কিন্তু যার সাথে নেই রক্তের সম্পর্ক সে হয়ে অবশেষে আপন ভাইয়ের মত। এই সব কিছু নিয়ে বাস্তব জীবনের সাথে প্রতিটি মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হয়। কখনো সুখ এসে ঘরের দরজায় কড়া নাড়ে, আমার কখনো দুঃখ এসে জীবনের মূল্য শুন্য করে দেয়। তারপরও মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হয় পরিবার পরিজনদের জন্য।
আবেগ ও প্রেম ভালোবাসা গভীর সম্পর্ক নষ্ট করে দেয়। মানুষের জীবনে কি ঘটে যায় বোঝা বড় মুশকিল। তারপরও জীবন তার গতিতে চলতে থাকে। কিছু সময় বাবা-মাকে হারিয়ে একাকীত্ব জীবন কাটাতে হয়। শুরু হয় সংসার জীবন, প্রতিটি মেয়ে এবং ছেলের দায়িত্ব বহু গুণে বেড়ে যায়। সময়ের ব্যবধানে বাবা মাকে হারিয়ে নিজেকে বাবা মায়ের দায়িত্ব পালন করতে হয়। মাথায় চলে আসে ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বচ্ছন্দ্যবোধ জীবন যাপনের চিন্তা। সবকিছু গুছাতে অনেক দেরি হয়ে যায়। সকল চাহিদা পরিপূর্ণ করার আগেই জীবন একদিন হঠাৎ থেমে যায়। চাহিদা ও চাওয়া পাওয়া সব কিছুই চিরতরে বন্ধ হয়ে যায়। এই হলো আমাদের অদ্ভুত জীবন।
আমাদের দুই হাতে গড়া সবকিছুই থেকে যায় এবং ভোগ করার মতো মানুষের অভাব হয় না। কিন্তু থেকে যেতে পারি না আমরা। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। মাঝে মধ্যে নিজের জীবনকে নিয়ে কিছু সময় অনুধাবন করলে অনেক কিছুই বুঝতে পারি। সৃষ্টিকর্তা আমাদেরকে পরীক্ষা চক্রে রেখেছেন। এখানে পরীক্ষা দিয়ে পাস করতে পারলে পরকালে সুখ শান্তি ও স্বর্গ পাওয়া যাবে। যাইহোক আজকে আমি মানুষের বেঁচে থাকার অদ্ভুত ঘটনা গুলো তুলে ধরেছি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | জীবন বড় অদ্ভুত। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1845876017178738811?t=64LgHsaZSX8Vn4WNj6LYBQ&s=19