একটি মর্মান্তিক ঘটনা।
শুভ সকাল 🌄
আজ ১০ ই মে,
শনিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত শুক্রবার আমাদের এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। এই ধরনের ঘটনার সঙ্গে আমরা প্রায় এক বছর আগেও সম্মুখীন হয়েছিলাম। কিছু উগ্রপন্থী সন্ত্রাসীরা ক্ষমতার লোভে পড়ে এলাকার মানুষদেরকে নির্যাতন করে। আমাদের এলাকার শান্তিপূর্ণ কখনোই ছিল না। তাই ছোট থেকে বাবার সঙ্গে ঢাকায় থাকতাম। বাবা কখনো আমাকে গ্রামে আসতে দিত না। ঘটনা কিছু সিনেমার মতো হলেও সত্য। আমাদের এলাকার খুবই খারাপ পরিবেশ। ছোট ছোট বাচ্চারা সামান্য ঝগড়া নিয়ে হাতে অস্ত্র তুলে নেয়। তবে এখন কিছুটা শিক্ষার আলো ঘরে পৌঁছানোর জন্য কিছুটা শান্ত পরিবেশ হয়। গত বছর একটি খুনের ঘটনা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রায় একটি বছর এলাকার পরিবেশ খুবই মর্মান্তিক ছিল। ধরতে গেলে সরকার পতনের পর এলাকার পরিবেশ আরো নষ্ট হয়ে যায়। সবাই সবাইকে এখন নেতা দাবী করে।
সেজন্য সাধারণ মানুষের চলাচল খুবই সমস্যা হয়ে পড়ে। গতকাল শুক্রবার দোকানের সামান্য ঝগড়া নিয়ে আবারো একটি মানুষের খুন হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরই লোকটি মারা যায়। যেহেতু বাড়ি পাশাপাশি ছিল তাই এই সমস্ত চাপ এবং আইনের জটিলতা আমাদের পুরো বাড়ির উপর দিয়ে যায়। তবে আমাদের বাড়িটি ছিল যথেষ্ট ভদ্র। কখনো কেউ কোনো মারামারি ঝগড়া বিভাতে লিপ্ত হয়নি। তারপরও মানুষের ভালো কেউ চায়না। সব সময় পেছনে শত্রু লেগে থাকে। একজন মানুষ ভালো এবং স্বাভাবিক হয়ে চলবে এসব মানুষের সহ্য হয় না। তাই চেষ্টা করে সব সময় বিপদে ফেলার জন্য। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত কিছু তদারকি করে জানতে পারে আমাদের বাড়ির কেউ এই কাজের সঙ্গে জড়িত নয়। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা জটলতা থেকে উদ্ধার পাই।
তবে যারা এই খুনের সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে। গত বছরে যে ব্যক্তিটি খুন করেছিল এবারের খুনের সঙ্গে তারাই জড়িত। যে ব্যক্তিটি মারা গিয়েছে তিনি অত্যন্ত ভদ্র এবং সরল মানুষ। স্ত্রী এবং ছেলেদেরকে রেখে তিনি পরপারে চলে যায়। অনেক খারাপ লাগছে এই মর্মান্তিক ঘটনা দেখে। ছোট ছোট বাচ্চাদেরকে রেখে এইভাবে অকাল মৃত্যুতে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তিনি পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি ছিল এবং এখন দেখাশোনা করার জন্য আর কেউ নেই। বাচ্চাদের অনেক স্বপ্ন ছিল লেখাপড়া করে ডাক্তার হবে। বাচ্চাদের অজরে কান্না এখনও আমার চোখে লেগে আছে। সামান্য কথা কাটাকাটি এবং ঝগড়া নিয়ে একটি মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। এই ঘটনা মেনে নেওয়া খুবই কষ্টকর। একজন মানুষ আর একজন মানুষকে কিভাবে হত্যা করতে পারে এই কথা ভাবলে শরীরে কাটা দিয়ে ওঠে।
সৃষ্টিকর্তা কাছে সর্বদা প্রার্থনা করি সে পরিবারকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। পাশাপাশি যে ব্যক্তিটি মারা গিয়েছে তার আত্মার মাগফেরাত কামনা করি। দুনিয়ার ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্য কতই না আমরা বাহাদুরি করি। দুই চোখ বন্ধ হলেই দুনিয়ার ক্ষমতা শেষ। যে ব্যক্তি পর পর দুইটি হত্যা করল আমাদের এলাকার হতে তাদের জন্য অভিশাপ কামনা করছে। এবং আইনের কাছে কঠিন শাস্তির দাবি জানাচ্ছে। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনী টাকার জন্য সবকিছু করতে পারে। এ কথাটা এজন্যই বললাম যে ব্যক্তিরা গত বছর একটি হত্যা করেছে, তারা যদি জেল থেকে ছাড়া না পেতো তাহলে হয়তো গত কালকে আবারও হত্যা করতে পারতো না। আমাদের দেশে অন্যায়ের শাস্তি পায় এমন মানুষ খুবই কম। টাকার কাছে বিক্রি হয়ে যায় এমন মানুষের সংখ্যা অনেক বেশি। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেtragic । |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | একটি মর্মান্তিক ঘটনা। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/nazmulhasanbd01/status/1920477886802252071?t=2HHo4y9MlJw6cOBJulr6YA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1921086323542143281?t=xxdj-Uwzk7-ufESQMY8uNg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1921087372759851230?t=UbTSM6zrHX_9aUYg6fyaKQ&s=19
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ঠিক বলেছেন ভাইয়া টাকার কাছে সব কিছু মূল্য হীন। যার টাকা আছে সে যতই অন্যায় করুক না কেন মাপ পেয়ে যায়। আর এমন ঘটনা কারো জীবনে না ঘটুক। ধন্যবাদ আপনাকে।
আপনার এলাকার এমন পরিস্থিতি এটা জেনে খুবই খারাপ লাগলো।তবে এই জিনিস গুলো এলাকাতে থাকলে এলাকা খুবই ভয়ঙ্কর হয়ে থাকবে।তবে কিছুদিন আগে যে ঘটনাটি ঘটেছে এটা আপনার বাসার লোকের সাথে কোন কিছু ছিল না এটাই অনেক।যাই হোক এই এলাকার জন্য সব সময় দোয়া থাকবে যেন সৃষ্টিকর্তা সবাইকে হেদায়েত দান করেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।