উত্তম পোশাক মানেই ভালো মানুষ নয়।
শুভ দুপুর 🌅
আজ ০৮ ই ডিসেম্বর,
রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
![]() |
---|
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
মানুষ নিজেদের লজ্জা নিবারণের জন্য ঢেকে রাখা এবং ধুলাবালি, বৃষ্টি, পোকামাকড়, সূর্যালোক ইত্যাদি থেকে রক্ষা করার জন্য আমাদের কাপড়ের প্রয়োজন। পোশাক খাদ্য ও বাসস্থানের মতোই বেঁচে থাকার জন্য মানুষের মৌলিক চাহিদার অংশ। পোশাক মানুষের দেহের সাথে সংলগ্ন থাকে এবং পরিচ্ছন্নতাকে সংরক্ষণ করে। অপরিচ্ছন্ন পোশাক দৈহিক পরিচ্ছন্নতাকে বাধাগ্রস্ত করে। তাই দেহের পরিচ্ছন্নতার জন্য পোশাক পরিধান প্রয়োজন। কিন্তু এই পোশাক মানুষ চিনতে শেখায়। আমরা মাঝেমধ্যেই ভুল করি। ভালো পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে শিক্ষা, নৈতিকতা, ও মনুষত্বের প্রয়োজন।
বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় অশিক্ষিত ও খারাপ মস্তিষ্কের মানুষগুলো জাকজমক শোভাপূর্ণ পোশাক পরিধান করে। এই পোশাকের জন্যই তারা সমাজের মানুষের কাছে আলাদা মূল্যায়ন পেয়ে থাকে। মন থেকে এই ধরনের মানুষকে কেউ ভালবাসে না। সম্মান করে তাদের পরিধান করা পোশাক গুলোকে। তাই আমরা বলতে পারি ভালো পোশাকের মূল্যায়ন আছে। আমরা সৌন্দর্যের পূজারী, সুন্দর জিনিসগুলোকে সব সময় ভালবাসি এবং আগলে ধরে রাখতে চেষ্টা করি। তাই গুছানো এবং পরিপার্টি মানুষদেরকে সবাই পছন্দ করে।
ভালো পোশাক, ভালো মানুষ চিনতে শেখায়। এই কথা কতটুকু যুক্তিযুক্ত তা আপনারাই ভালো বলতে পারবেন। ভালো পোশাক পড়লেই কি ভালো মানুষ হওয়া যায়? তবে আমি মনে করি ভালো পোশাক পড়লে ভালো মানুষ হওয়া যায়, যদি তার মনুষত্ব ও ভালো আচরণ এবং নৈতিকতা বজায় থাকে। কিন্তু দুঃখের বিষয় আমরা ভালো পোশাক পরিহিত মানুষকে বেশি সম্মান করি। আমরা বিভিন্ন অনুষ্ঠানে সবাই চেষ্টা করি একটু পরিপাটি হয়ে আসার জন্য। সেখানে সৌন্দরের একটা ব্যাপার থাকে। প্রধান কারণ হলো নোংরা ও পুরানো কাপড় পরিহিত মানুষদের কেউ মূল্যায়ন করে না। সামান্য কাপড়ের জন্য মানুষকেও ছোট করে দেখা হয়।
তাই পোশাক দেখে মানুষকে যাচাই-বাছাই করা উচিত নয়। মানুষের আচরণ এবং ব্যবহার দিয়ে মানুষকে মূল্যায়ন করা উচিত। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা অর্থের অভাবে ভালো কাপড় পরিধান করতে পারে না। তাই বলে কি তারা ভালো মানুষ নয়? সৃষ্টিকর্তার সৃষ্টি ভালো খারাপ, কালো সাদা সবকিছুই রয়েছে। আমাদেরকে শুধু বিবেক দিয়ে যাচাই বাঁচায় করতে হবে। লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোতে এক রঙের ড্রেস পরিধান করতে হয়। যাতে করে ধনী গরিবের ভেদাভেদ না হয়। তাই উত্তম পোশাক মানেই ভালো মানুষ নয়। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন, ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | উত্তম পোশাক মানেই ভালো মানুষ নয়। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
X-Promotion
অনেক সুন্দর কিছু কথা লিখেছেন ভাইয়া।আসলে চকচক করলে যেমন সোনা হয় না ঠিক সেরকম সুন্দর পোষাক পরলেই সেই মানুষের মন সুন্দর হয় না।পোষাক দেখে সাময়িক ভাবে হয়তো মানুষের মন কারা যায় কিন্তুু ভালো মানুষ হওয়া যায় না।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে আমার পোস্ট ভিজিট করে যুক্তিযুক্ত মন্তব্য করার জন্য।
আপনার সাথে আমি একমত। ভালো পোশাক পরলে কখনোই ভালো মানুষ হওয়া যায় না। সবাই পোশাককে সম্মান করে কিন্তু সেই মানুষকে কেউ সম্মান করে না।আসলে এখনো এই সমাজে অনেক মানুষ রয়েছে যারা পোশাক দেখেই মানুষকে চিনে ফেলে।আসলে পোশাক দেখেই মানুষকে যাচাই-বাছাই করা যায় না।যাইহোক আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
জি ভাই আমরা সব সময় মানুষকে নয় পোশাক কে মূল্যায়ন করি। সে কারণে আমরা মাঝেমধ্যে ধোকার শিকার হই। প্রশংসা মূলক কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
পৃথিবীতে খারাপ মানুষেরা সবসময় ভালো পোষাক পড়ে হা হা। কথাটা খারাপ শোনা গেলেও বাস্তব। আমি এমন অনেক মানুষ দেখেছি যাদের ভালো পোষাকের আড়ালে কুৎসিত একটা মানুষ লুকিয়ে আছে। আর বতর্মান সময়ের মানুষ তো পোষাক দেখেই মানুষের ধর্ম কর্ম অর্থ বিচার করে।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।