প্রকৃত বন্ধু কখনো ছেড়ে যায় না।
শুভ সকাল 🌇
আজ ১১ ই মার্চ,
রোজ মঙ্গলবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
উপরে ছবিতে দেখতে পাচ্ছেন আমার পাশে একজন মানুষ। সে আমার প্রকৃত বন্ধু। বন্ধু হলো চাণক্যের মতে, খারাপ পরিস্থিতিতে যিনি আপনার পাশে থাকেন, আপনাকে সমর্থন করেন, তারাই আপনার প্রকৃত বন্ধু। চাণক্যের মতে, যে বন্ধুরা অসুস্থতায়ও আপনাকে ছেড়ে যায় না, বরং আপনাকে সাহায্য করে, সে বন্ধুরাই সত্যিকারের বন্ধু। শুধু বন্ধু বললেও ভুল হবে, বন্ধু চাইতে বড় কিছু। কিছু কিছু বন্ধুত্ব রক্তের সম্পর্কের কাছে হার মেনে যায়। সেরকমই একজন বন্ধু পেয়েছি আমি। হয়তো বর্তমান সমাজে এরকম বন্ধুত্ব দেখা যায় না। তারপরও আমি বলবো কিছু কিছু বন্ধু এখনো আছে নিজের জীবন দিতেও প্রস্তুত। উপরে আমার সঙ্গে যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে আমার ষষ্ঠ শ্রেণী থেকে পরিচয়। ভর্তি পরীক্ষায় তার সাথে আমার প্রথম দেখা। পরিচয় হয়ে জানতে পারি আমার বাসা তার বাসার পাশেই। হেঁটে গেলে দুই-তিন মিনিটের রাস্তা। হাই স্কুলে লেখাপড়ার মধ্য দিয়ে শুরু হয় আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। একে অপরকে ভালো ভাবে চিনতে পারি এবং বুঝতে পারি। স্কুলের প্রতিটি কার্যক্রমে আমি এবং আমার বন্ধু বিপ্লব একসঙ্গে থাকি। সে সম্পর্ক আমাদের আজকে নিয়ে প্রায় ১২ বছরের ঊর্ধ্বে। এই বারোটি বছরে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। খেলাধুলা, হাসিঠাট্টা, বিনোদন হতে শুরু করে কোন কিছুই আমরা বাদ দেইনি।
মায়ের পেটের ভাই না হয়েও আমরা আপন ভাইয়ের মতো চলাফেরা করি। সমাজে লোকজন আমাদের দুজনকে দেখে আপন ভাইয়ের মতই মনে করে। যেখানে ঘুরতে যাই আমরা দুজনে এক সঙ্গে যাই। এ প্রকৃত বন্ধুর কারণেই আমি বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পেয়েছি। আমার পরিবারের প্রতিটি কার্যক্রমে এবং বিপদে আপদে সব সময় বিপ্লব পাশে থাকে। আমিও চেষ্টা করি তার বিপদে এবং পরিবারগত বিভিন্ন সমস্যা দেখে নিজেকে উপস্থিত রাখার জন্য। তবে আমার দিক থেকে মনে হয় আমি তার পাশে সব সময় থাকতে পারিনি। যাইহোক সবাই দোয়া করবেন আমাদের এই বন্ধুত্ব যেন অটুট থাকে। কিছুদিন আগে গিয়েছিলাম বিশ্ব ইজতেমায়, সেখানে আমার বন্ধুকে সাথে নিয়ে গিয়েছিলাম। বন্ধু পাশে থাকাতে নিজের সময়টা খুব ভালো কেটেছে। কেননা নিজের কথাগুলো শেয়ার করার মত একজন ভালো বন্ধু পাশে থাকলে প্রতিটি দিনই খুব সুন্দর কাটে।
বন্ধুত্বের মাঝে আন্তরিকতা ও ভালোবাসায় আছে বলেই আমাদের বন্ধুত্ব টিকে আছে। তাছাড়া আমরা প্রতিনিয়ত নিজেদের ভালো-মন্দ খোঁজখবর নিয়ে থাকি। বর্তমান সময়ে ছোটবেলার বন্ধুত্ব বড় হয়ে আর থাকেনা। কেননা বড় হয়ে বিবাহ বন্ধুতে আবদ্ধ হলে বন্ধুদের সম্পর্ক কিছুটা কমে যায়। কিন্তু আমাদেরকে ক্ষেত্রে আমার বিয়ে হওয়ার পর বন্ধুত্বের বন্ধন আরোও বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টি আমাকে অনেক ভাবায়। আমি অফিস থেকে এসে অবসর সময়টুকু আমার বন্ধুর সঙ্গে কাটাই। সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বন্ধুত্ব যেন আজীবন টিকে থাকে। তাই আমি মনে করি আমাদের বন্ধুত্ব প্রকৃত বন্ধুত্ব। তাই আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারিনা।যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | প্রকৃত বন্ধু কখনো ছেড়ে যায় না। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
ভালো বন্ধু হলে সে আসলে ভাইয়ের থেকেও বেশি আপন হয়ে যায়। আর আমরা যখন ভালো বন্ধু পাই তখন জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে আরো অনেকটা সুবিধা হয়ে যায়। কারণ ভালো বন্ধু মানে সৎ পরামর্শ দান। আর যদি বন্ধু হওয়ার অভিনয় করে কেউ পাশে থাকে তবে তা মসৃণ জীবনের পথে অনেকটা বাধা হয়ে যায়।
জি ভাই ভালো বন্ধু সর্বদা সৎ পরামর্শ দান করেন। তাই প্রকৃত বন্ধু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ধন্যবাদ ভাই আপনাকে চমৎকার মতামত শেয়ার করার জন্য।
আপনি ঠিক বলছেন ভাইয়া।বর্তমান ছোট বেলার বন্ধু গুলো বড় হতে হতে সবগুলো বন্ধুত্ব হারিয়ে যায়।আসলে আমি মনে করি প্রতিটা মানুষের জীবনে এরকম প্রকৃত বন্ধু থাকা জরুরি।যাই হোক আপনাদের বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক এই কামনাই করি। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
দোয়া করবেন আমাদের জন্য, আমাদের এই বন্ধুত্ব যেন আজীবন অটুট থাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
একজন সত্যিকারের বন্ধু সব সময় পাশে থাকে এবং একে অপরকে সাহায্য করে। তবে অনেক বন্ধুত্ব আছে সময়ের সাথে কমে যায়, আমি মনে করি সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। আপনি ও আপনার বন্ধু বিপ্লব ছোটবেলা থেকে একসঙ্গে আছেন, সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়েছেন এটা একটা ভালো কাজ। আর সময় বদলালেও আপনাদের ভালোবাসা কমেনি, বরং আরও বেড়েছে। এমন বন্ধুত্ব সত্যিই দুর্লভ। আল্লাহ আপনাদের বন্ধন চিরদিন অটুট রাখুন।ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।
জি আপু এমন বন্ধু বর্তমান সমাজে পাওয়া যায় না। সবাই নিজ স্বার্থের আশায় সুখের সময় পাশে থাকে। আমার পোস্ট ভিজিট করে প্রশংসা মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
এমন মানুষ জীবনে খুঁজে পাওয়া ভার। তবে এই মানুষ খুঁজে পাওয়া গেলে তার কদর করা উচিত।
বর্তমান যুগে প্রকৃত বন্ধু পাওয়াটা খুব কঠিন। কিন্তু আপনার ভাগ্য খুব ভালো। কারণ আপনি বিপ্লব ভাইয়ের মতো এমন একজন বন্ধু খুঁজে পেয়েছেন। আসলে প্রতিটি মানুষের-ই অন্ততপক্ষে একজন হলেও প্রকৃত বন্ধু থাকা প্রয়োজন। আপনাদের বন্ধুত্ব সারাজীবন অটুট থাকুক সেই কামনা করছি। আপনাদের জন্য শুভকামনা রইলো।
ভাই দোয়া করবেন আমাদের জন্য। সব সময় যেন সুসম্পর্ক বজায় রাখতে পারি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনি।
অবশ্যই আপনাদের জন্য দোয়া রইলো ভাই। আপনাদের সম্পর্ক সারাজীবন এমনই থাকুক।