বিকেল বেলা ঘুড়ি উড়ানো দেখার অনুভূতি।
শুভ রাত্রি 🌃
আজ ২৭ ই মার্চ,
রোজ বৃহস্পতিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আমি বরাবরের মতো বাসায় থাকলে চেষ্টা করে বিকেল বেলা একটু হাঁটাহাঁটি করার জন্য। যেহেতু রমজান মাস তাই অফিস থেকে বাসায় এসে বসে থাকতে অনেক বোরিং লাগে। আমি চেষ্টা করি মাঝেমধ্যে প্রকৃতির মাঝে কিছু সময় নিজেকে দেওয়ার জন্য। বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি ছোট বাচ্চারা এবং যুবক ছেলেরা বিকেল বেলা ঘড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যেহেতু ফাল্গুন-চৈত্র মাস, তাই আকাশে হালকা বাতাস লক্ষ্য করা যাচ্ছে। রোজা রেখে ছেলেদের কোন কাজ নেই। তাই সারাদিন খেলাধুলায় ব্যস্ত এবং তাই সময় কাটানোর জন্য ঘুড়ি উড়ানোর জন্য বিকেলে সময়টুকু তারা বেঁচে নেয়। আমি মূলত দাঁড়িয়ে থেকে তাদের ঘুড়ি উড়ানো দেখছিলাম। সবার বিভিন্ন রঙের ঘুড়ি আকাশে জ্বলজ্বল করছিল। রোদ থাকার কারণে আকাশের ঘুড়ি গুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না। তারপরও বেশ কিছু ফটোগ্রাফি করেছি এবং সে অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, ঢাকা বাংলাদেশ।
ছোট ছেলেদের হাতে নাটাই দেখে ভীষণ ভালো লেগেছিল আমার। শৈশবের কথা মনে পড়ে যায়, ছোট বেলায় ঘুড়ি ও নাটাই নিয়ে সারাদিন মাঠে-ঘাটে পড়ে থাকতাম। এক ঘুড়ির সঙ্গে অন্য ঘুড়ির কাটাকাটি খেলা করতাম। যার ঘুড়ি আকাশে থাকতো সেই বিজয়ী হতো। তার জন্য প্রচন্ড শক্ত সুতা ব্যবহার করতাম। সেই শৈশবের স্মৃতিগুলো এখনো মনে পড়ে যায় মাঝেমধ্যে। তবে মাঠ ফাঁকা থাকায় সবাই অনেক আনন্দ উল্লাস করে উড়ানো নিয়ে ব্যস্ত ছিল। আমি সেই ফাঁকে তাদের বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। প্রায় সকলের হাতে একটি করে ঘুড়ি ছিল।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, ঢাকা বাংলাদেশ।
বিশাল বড় মাঠে প্রায় প্রতিদিন ঘুড়ি উড়াতে দেখতে পাই, কিন্তু সময় করে বসে থাকা হয় না। মাঝেমধ্যে ঘুরে উড়ানোর চাইতে দেখার মজা অনেক বেশি। কিছুক্ষণ পর কাটাকাটি শুরু হয়ে যায়। আকাশে ঘুড়ি কাটাকাটি দেখার মজাই আলাদা। কিন্তু বাচ্চারা আমাদের মত সুতায় এক ধরনের বিশেষ পদ্ধতিতে মাঞ্জা দিতে পারতো না। এগুলো তারা ব্যবহার করে না। তাই তাদের ঘুড়ি গুলো খুব সহজেই কেটে ফেলা যায়। আকাশে অনেক উপরে ঘুড়ি থাকায় দেখতে কষ্ট হয়েছিল।।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, ঢাকা বাংলাদেশ।
বাতাসের তীব্রতা বেশি থাকায় ঘুড়ি গুলো খুব সহজেই আকাশে চলে যাচ্ছিল। ৫-৭ জনের ঘড়ি উড়ানোর পর কাটাকাটি করে অবশেষে দুইটি ঘুড়ি আকাশে থাকে। আমি চেষ্টা করেছি ক্যামেরা জুম করে কিছু ফটোগ্রাফি করার জন্য। তবে পড়ন্ত বিকেলে ঘুড়ি উড়ানো দেখার অনুভূতি বলে বোঝানোর মত নয়। রোজা থাকায় আমার মতো অনেকেই সময় কাটানোর জন্য ঘুড়ি উড়াতে দেখা এবং এনজয় করতে এসেছিল। এখনো মন চায় হাতে নাটাই নিয়ে বেরিয়ে পড়তে। ব্যস্ততা ও সময় সুযোগের কারণে হয়ে ওঠে না। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | বিকেল বেলা ঘুড়ি উড়ানো দেখার অনুভূতি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1904768093777519065?t=45q7uwrhKnYzBn8_M_hVVA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1905072691180413006?t=SQRXSSi-Ui2C1r5wZLeMhg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1905075903417426106?t=fj8vXKnpQiHG0Plr2Zql8w&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1905085058429649238?t=70dy9yqnUZqQ58u5QL3Oqg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1905090307307548899?t=0ETQOt10t17LAOD9gyYG7g&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1905091809757602208?t=i9SdVL2z9lZBPiL9GvxOHQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1905099277095063998?t=o_Xy5OtqYeU5Jt2igI2XUg&s=19
X-Promotion