নিজ ভালো তো জগৎ ভালো।
শুভ রাত্রি
আজ ৭ ই এপ্রিল,
রোজ সোমবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
নিজে ভালো থাকলে পৃথিবীর সকল কিছুই কল্যাণকর হয়। প্রকৃতি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয়। নিজে ভালো হলে দুনিয়া ভালো। দুনিয়ার চাকচিক্য এবং মিথ্যা মোহতে পরে আমাদের আসল উদ্দেশ্য ভুলে গিয়েছি। অন্যের ক্ষতি করতে গিয়ে কখনো কখনো নিজেকে বিপদে পড়তে হয়। আমরা সব সময় অন্যের দোষ দিয়ে সমালোচনা করি। নিজেকে সৎ এবং ভালো মানুষ রূপে পরিচয় দিয়ে থাকি। মানুষ বর্তমানে অন্যের ক্ষতি সাধন করতে বেশি চেষ্টা করে। তাই বিশ্ব জগতে সবকিছু কল্যাণকর ও মঙ্গলময় হয় না। বিপদে পড়লে আপনি ভালো মানুষের সঙ্গ ঠিকই পেয়ে যাবেন। তাই নিজে ভালো থাকলে বিশ্বজগৎ আপনাকে ভালো রাখবে।
বর্তমান সমাজে মানুষের দিকে ভরসা উঠে গিয়েছে। ভালো বন্ধু পাওয়া অনেক কষ্টের ব্যাপার। কাউকে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করা নিজের বুকে ছুরি মারার মতো। ভালো মানুষেরা সমাজে সবচাইতে বেশি ক্ষতি মাঝে পড়ে। কিন্তু অবশেষে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাউকে না কাউকে পাশে পেয়ে যায়। প্রকৃত ভালো মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত অশেষ রহমতের মধ্যে থাকে। তাই গর্তে পড়ে গিয়ে উঠার মতো ডালপালা পেয়ে যায়। সমাজের ভালো হয়ে চলতে গেলে আপনাকে প্রতিটি পদক্ষেপে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। তবে ভালো মানুষের পরীক্ষা প্রশ্ন কঠিন থাকলেও উত্তর অনেক সহজ হয়।
প্রতিটি কর্মক্ষেত্রে ভালো মানুষের পেছনে একদল অসাধু মানুষের কার্যক্রম লক্ষ্য করা যায়। কিভাবে আপনাকে সকলের কাছে ছোট করবে তা নিয়ে চিন্তা ভাবনার শেষ নেই। অবশেষে অপরের জন্য গর্ত খনন করার পর নিজেকে সে গর্তে পড়তে হয়। মানুষ সবসময় স্বার্থবাদী, নিজের স্বার্থের জন্য ভালো মানুষের পেছনে আঠার মত লেগে থাকে। যখন স্বার্থ ফুরিয়ে আসে তখন পেছন দিক দিয়ে ছুরি মারার চিন্তা ভাবনা করে। তবে ছুরির আঘাতের কষ্ট সে ভালো মনের মানুষটি উপলব্ধি করতে পারে না। কেননা সৃষ্টিকর্তা সে ভালো মানুষের কষ্ট চায় না। এই বিশ্বাস স্থাপন করলে সকল অসাধু মানুষগুলো ভালো মানুষের পরিণত হতো। তবে এটা মেনে নিতে হবে কষ্টের মাঝেও সুখ আছে। চেষ্টা করতে হবে নিজেকে ভালো হতে হবে এবং সমাজের মানুষগুলোকে ভালো কাজে উৎসাহ করতে হবে। তাহলে একজন করে ভালো মানুষ বৃদ্ধি পেলে সৃষ্টি জগৎতের সকল মানুষ ভালো হয়ে যাবে। তাই নিজে ভালো তো জগৎ ভালো।
চারিদিকে অন্ধকার ও কালো ধোয়া দম হয়ে যায়। বিশুদ্ধ বিশ্বাস নেওয়া কষ্টকর। পরিবেশগত নানা সমস্যার কারণে সুস্থভাবে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে। মানসিক টেনশন ও দুশ্চিন্তা প্রতিটি পরিবারে। অসীম চাহিদা ও অতিরিক্ত লাভের কারণে প্রতিটি পদে পদে বিপদ। বর্তমান সময়ে নিজের বিপদে কাউকে পাশে পাওয়া যায় না। একটি ভালো মানুষ ইচ্ছে করলে একটি পরিবার ও সমাজকে ভালো করতে পারে। তবে ভালো করার ইচ্ছা আমাদের মাঝে নেই। তাই আমরা নিজে ভালো হতে পারেছি কিনা সন্দেহজনক অবস্থায় রয়েছি। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | নিজ ভালো তো জগৎ ভালো। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
</div
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
X-Promotion