বোবা মানুষের কোনো শত্রু নেই।
শুভ রাত্রি 🌃
আজ ০৪ ই ফেব্রুয়ারী,
রোজ মঙ্গলবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
![]() |
---|
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
বোবার কোনো শত্রু নেই, এটি একটি বাংলা প্রবাদ বাক্য। কিন্তু এটাই বাস্তব কথা। যে মানুষ কথা বলতে পারে না, সে মানুষ কথা শুনতেও পারে না। তাই তারা সর্বদা মানুষের কাছে পছন্দনীয়। কাছের মানুষগুলো সবচাইতে বেশি ভালবাসার পাত্র হয়ে দাঁড়ায়। অবশেষে তারাই সুযোগ বুঝে ক্ষতি করার চেষ্টা করে। ভালো কথা সমাজের মাঝে প্রভাব বিস্তার করতে পারে না। মুখের ভাষা একজন মানুষকে শত্রুতে পরিণত করে। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি মানুষকে সব সময় আকৃষ্ট করে। ভালো মানুষ গুলো সমাজের অসাদু মানুষের কারণে ভালো থাকতে পারে না। সমালোচনা ও হিংসা মানুষের মনে ছড়িয়ে পড়েছে।
বাজারের ও চায়ের দোকান থেকে শুরু করে সকল জায়গায় বিভিন্ন কথার প্রসঙ্গে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। অল্প কথা নিয়ে মারামারি সৃষ্টি হয়ে যায় দুপক্ষের মাঝে। তৃতীয় পক্ষ হিসেবে সমস্যার সমাধান করতে গেলে শত্রুতা সৃষ্টি হয় আরও বেশি। তাই এক্ষেত্রে কোন কথা না বলা মানুষেরাই উত্তম। ভালো মানুষের জায়গা সব সময় ভালো হয় না। তাই বোবা মানুষ সকলের কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়। কোন কিছু না পারবে বলতে, না পারবে শুনতে। অন্যায়ের প্রতিবাদী মানুষগুলো সব সময় বিপথগামী হয়। তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে বিপদ হাতে রক্ষা পায়।
সমাজে শিক্ষিত মানুষের মূল্য নেই, একজন মানুষ ভুল করছে এ বিষয়টি ধরিয়ে দিলে আপনি তার কাছে সব চাইতে বড় অপরাধী। অন্যায়ের প্রশ্রয় দেওয়া মানুষগুলো সকলেই ভালোবাসা বেশি পায়। অসাদু মানুষগুলো সব সময় মানুষদেরকে অপদস্থ ও ছোট করে রাখে। পশুপাখি কথা বলতে পারে না, তাই মানুষ পশুপাখি খুব যত্নে লালন পালন করে। ঠিকমতো খাবার না পাওয়ার কারণে কখনো মালিকের উপর অন্যায় এবং ক্ষোভ প্রকাশ করে না। কেননা তারা তাদের ভাষায় কথা বলে, মানুষের ভাষায় তারা সব সময় বোবা। তাই তাদের শত্রু নেই।
মানুষ মানুষের সবচাইতে বড় শত্রু, নিজের স্বার্থ ও চাহিদার জন্য যেকোনো পদক্ষেপ নিতে পারে। কথার দ্বারা মনের ভিতর ক্ষোভ সৃষ্টি হয়। সে ক্ষোভ থেকে বড় ধরনের দুর্ঘটনা তৈরি হয়। সেই ক্ষেত্রে বোবা মানুষ সবচেয়ে বেশি সুখী মানুষ। অহেতুক কথা মানুষের মনে খারাপ ধারণার সৃষ্টি করে। বিভিন্ন যানবাহনে চলাচল করলে বাসের হেল্পার ও যাত্রীর মাঝে অসভ্য ভাষায় গালিগালি এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়। অপর দিকে কথা না বলা বোবা মানুষ সর্বশ্রেষ্ঠ। তারা নিষ্পাপ শিশুর মতো। চোখের সামনে অন্যায় দেখে কখনো প্রতিবাদ করে না। নেই তাদের প্রতিবাদ করার মত ভাষা। মানুষ তাদেরকেই বেশি ভালোবাসে।
বর্তমানে সত্য কথা বলতে গেলে মুখে চাপ দিয়ে ধরে রাখতে চাই। ব্যবহার করতে চায় পুতুলের মতো। যে মানুষ অন্যায় সইতে পারে। তারা সমাজে এখন ভালো মানুষের মধ্যে জায়গা নিয়েছে। তাই অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করা মানুষগুলোর শত্রু নেই। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | বোবা মানুষের কোনো শত্রু নেই। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
আসলে ভাইয়া বোবা মানুষের কোন শত্রু নেই। তারা সত্য মিথ্যা অন্যায় অত্যাচার যাই হোক না কেন তাদের প্রতিবাদ করার কোন ভাষা নেই। আর বোবা মানুষের দ্বারা কোন মানুষের মনে আঘাত পাওয়ারও কোন সম্ভাবনা নেই। একজন সুস্থ মানুষের কথাতে অনেক সময় মানুষের মনে অনেক আঘাত লাগে।
X-Promotion
বোবার শত্রু নেই কথাটা সত্য। তবে এর খারাপ ফলাফল ও আছে ভাই। যেমনটা বললেন যে অল্প কিছুতেই বাজারে বা চায়ের দোকানে অল্পতেই কথা কাটাকাটি - ঝগড়া বিবাদ লেগে যায়। তবে চুপ করে সব কিছু সহ্য করতে থাকলে মানুষ আবার মাথায় চড়ে উঠে- এটাও তো ঠিক। অহেতুক কথা মানুষের মনে খারাপ ধারণা সৃষ্টি করে ঠিকই, তবে সমাজে উচিত কথা বলার সৎ সাহস ও সকলের থাকা উচিত বলে আমি মনে করি।
ধন্যবাদ আপু আপনাকে কিছু কথা যুক্ত করে গুছিয়ে মন্তব্য করার জন্য। আশাকরি সব সময় পাশে থাকবেন।
বোবার শত্রু নাই এটা প্রচলিত কথা।কথা কম বললে অনেক সমস্যা থেকে বাঁচা যায়।তবে অন্যায় কিছু হলে বোবা হয়ে থাকা ঠিক নয়। অন্যায় দেখলে আমাদের সকলের রুখে দাঁড়াতে হবে।এছাড়া পরিবারের নানা সমস্যায় বোবা হয়ে থাকলে অনেক সমস্যা থেকে বাঁচা যায় ।
জি আপু অন্যায় দেখলে আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে। চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বোবা মানুষের শত্রু নেই। কথাটা আসলেই সত্য ভাইয়া। যেকোনো কিছুতে প্রতিবাদ করেনা, কোন কথাই বলে না তাদের কোন শত্রু থাকেনা। ঠিক বলেছেন, কেউ কোন ভুল করলে ধরিয়ে দিলে তার সব থেকে বড় শত্রু হওয়া লাগে। সমাজের থেকে সবচেয়ে বেশি ভালোবাসা অসাধু মানুষেরাই পায়। দারুন একটি টপিক নিয়ে লিখেছেন ভাইয়া। লেখাটি পড়ে খুব ভালো লাগলো।
আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক কমেন্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
অনেক সময় সত্য কথা বললেই মানুষ শত্রু তৈরি করে ফেলে, আর চুপ থাকা মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ থাকে। কিন্তু তবুও অন্যায়ের প্রতিবাদ করা জরুরি, নাহলে অসাদু মানুষের সংখ্যা ক্রমেই বাড়তে থাকবে।
অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে। তবে কথা কম বলা মানুষের শত্রু নেই। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।
আসলে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ নিয়ে অনেক বেশি চিন্তা করে। আমি কিন্তু এই কথাটা একদম বিশ্বাস করি, বোবা মানুষের কোনো শত্রু হয় না। ভালো খারাপ মানুষের জীবনে যত কিছুই হয়, তা নিজেদের কথার জন্যই হয়ে থাকে। অনেক সুন্দর করে আপনি আজকের এই পোস্টটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো।
আপনার আজকের পোস্ট বাস্তবধর্মী কিছু বিষয় আপনি তুলে ধরেছেন। আপনার লেখাগুলো পড়ে সত্যিই খুব ভালো লেগেছে,কারণ এতে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে বর্তমানে কথার মাধ্যমে সব থেকে বেশি ঝামেলা হয়। আপনি যদি কোথাও কোন অন্যায় রেখে ঠিক কথা বলেন তাহলে সেখানে শুরু হয় ঝামেলা। আমাদের মাঝে এমন মূল্যবান লেখা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতেও আপনার লেখা পড়ার সুযোগ পাবো।