সময়ের ব্যবধানে মানুষ একা হয়ে যায়।
![]() |
---|
শুভ রাত্রি..🌃
আজ ৩০ ই অক্টোবর,
বুধবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
সময় মানুষকে বদলে দেয়, একজন মানুষ তার আনন্দঘন জীবনকে খুব সহজেই ভুলে যায়। ভুলে যায় তার অতীতের সম্পর্ক গুলো। বিপদে পড়লে কাছের মানুষদের কে চেনা যায়। সুখ দুঃখ হাসি কান্না ও বেদনা নিয়ে মানুষের জীবন। কেউ যদি মনে করেন আমি সব সময় সুখে থাকবো, কখনো দুঃখ আসবে না। এই ভুল ধারণা তাকে আরও বিপদের দিকে ঠেলে দিবে। সময়ের ব্যবধানে মানুষ একা হয়ে যায়। তখন তার পাশে কেউ আসতে চায় না। কিন্তু কিছু সময়ের পার্থক্য বন্ধু শত্রুর মতো আচরণ করে। মানসিক চাপ ও পারিবারিক সমস্যার কারণে অনেক মানুষ আত্মহত্যার মতো মহাপাপ কাজ করতে দ্বিধা করে না। কিছুদিন আগেও তার শুভাকাঙ্ক্ষীর অভাব ছিল না। কিন্তু এখন একজন মানুষ একাকীত্ব ও নিঃস্ব হয়ে যাচ্ছে দিনের পর দিন। তার পাশে দাঁড়ানোর কেউ নেই।
ভুলে গেলে চলবে না আপনাকে সব সময় খারাপ সময়ে জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু বাস্তবতা খুবই কঠিন। আপনি সব সময় সুস্থ থেকে যাবেন। কখনো অসুস্থ হবেন না এই কথা মিথ্য আশ্বাস ছাড়া কিছুই নয়। সৃষ্টিকর্তা সবকিছু সমান ভাবে একজন মানুষের জীবনে প্রতিস্থাপন করে দিয়েছে। আপনি যদি সব সময় সুখে থাকেন, তাহলে দুঃখ নামক জিনিস আপনি কখনো বুঝতে পারবেন না। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের বেশ কিছু পরিস্থিতি মোকাবেলা করতে হয়। এই গুলো প্রতিটি মানুষের কার্যকলাপের সঙ্গে গভীর ভাবে জড়িত। আপনি সুযোগে সৎ ব্যবহার করে একজন মানুষকে ঠোকিয়েছেন। মনে রাখবেন একদিন আপনাকেও কোন না কোন পরিস্থিতিতে ঠোকে যেতে হবে।
আপনি খেয়াল করে দেখবেন, কিছু সময়ের ব্যবধানে নিজেকে খুব একা লাগবে। এই একাকীত্ব আপনাকে অনেকবার উপলব্ধি করতে হবে। তখন আপনি পাশে কাউকে পাবেন না। বর্তমানে উপকার করেও কোন লাভ হয় না। স্বার্থপর মানুষ এগুলো খুব সহজেই বুঝতে পারে সাধারণ মানুষের দুর্বল জায়গা গুলো। বিপদের সময় যে আপনার পাশে থাকবে সেই হলো আপনার আসল বন্ধু। তখন আপনি বুঝতে পারবেন জীবনের মূল্য সম্পর্কে। বিপদ কখনো আগাম বার্তা দিয়ে আসে না। যদি আসতো তাহলে সবাই ভালো মানুষে পরিণত হতো। কিন্তু আমরা সকলেই নগদে বিশ্বাসী। বাকি জিনিসের প্রতি অনীহা আমাদের অনেক আগে থেকেই। মানুষ সুবিধার নিয়ে চলে যায়। কখনো ফিরে আসতে চায় না। মানুষ সময়ের ব্যবধানে সবকিছু ভুলে যায়।
আপনি যখন নিজের দুঃখগুলো শেয়ার করার জন্য কাউকে খুঁজবেন, কাউকে পাই না তখন নিজেকে খুব একা মনে হবে। একজন পুরুষ মানুষের ব্যক্তি জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তখন পাশে যদি একজন মানুষ সাপোর্ট দেওয়ার মতো থাকে তখন নিজের প্রতি আত্মবিশ্বাস চলে আসে। ভালো কিছু করে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা জাগে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবাই নিজের স্বার্থের জন্য অতীতের স্মৃতিগুলো ভুলে যায় এবং অর্থের জন্য সম্পর্ক নষ্ট করে। কিছুদিন আগেও যারা আপনাকে নিয়ে গর্ব করতো এখন তারাই আপনাকে অপরিচিত লোক মনে করে। তাই সময়ের ব্যবধানে মানুষ একা হয়ে যায়। যাইহোকে এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | সময়ের ব্যবধানে মানুষ একা হয়ে যায়। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1851337171770491227?t=3DREVdtve5SvawkfgOcztw&s=19
বাস্তবতা আসলেই অনেক কঠিন। কখনো আমাদেরকে দুঃখের সাগরে ভেসে থাকা লাগে আবার কখনো সুখের। মানুষের জীবনে ভালো সময় যেমন আসে তেমনি খারাপ সময় আসবে। এজন্য খারাপ সময়ের জন্য ও প্রস্তুত থাকা লাগে। এক সময় আমরা একা হয়ে যাব। থাকবে না কেউ তখন আমাদের সাথে। আর এটাই চিরন্তন সত্য। সময়ের ব্যবধানে সবাই একা।
সময়ের ব্যবধানে আমাদেরকে একা হয়ে যেতে হয়। এবং আসল মানুষদের মুখোশ খুব সহজে চেনা যায়। আমার পোস্ট সম্পূর্ণ পড়ে গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
একটা ব্যাপার কী জানেন ভাই আমাদের পাশে যারা আছে তারা সবসময় থাকবে না। একটা সময় তারা চলে যাবেই। এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ঐটুকুই। প্রাথমিকভাবে আমাদের খারাপ লাগে। কিন্তু একসময় গিয়ে ঠিকই আমরা তাদের ছাড়া থাকতে শিখে যায়। আমি নিজেও এই অনূভুতি জানি। সুন্দর লিখেছেন।।
আপনার কথাগুলো পড়ে খুবই ভালো লাগলো। জীবনে এইরকম পরিস্থিতিতে মাঝেমধ্যে পড়তে হয়। তখন নিজেকে একা চলতে শিখতে হয়। ধন্যবাদ ভাই যুক্তিযুক্ত মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর এবং বাস্তবিক কিছু কথা আপনি আপনার এই পোস্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ আসলে সময় যেতে যেতে আমাদের অনেক কিছুই পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের কারণে আমরা অনেক কিছুই আর সহ্য করতে পারি না৷ এই পরিবর্তন আমরা কোনভাবে মেনে নিতে পারি না৷ আসলে একেবারে বাস্তবিক কিছু কথা আপনি আপনার এই পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে প্রশংসা মূলক মন্তব্য করার জন্য।