General Writing: আবারো বন্যা ফেনীতে, বৃষ্টির মধ্যে পুরো শহর।
ABB জুন ২০২৫
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
গতকালকেও মোটরসাইকেল নিয়ে আশেপাশের অঞ্চলগুলো ঘুরে ছিলাম। আমি এবং সোনিয়া দুইজনে বিকালটা ঘুরে দেখেছিলাম। আজ সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করেই দেখি উঠানের মধ্যে পানি। দেখে অবাক হয়ে গেলাম। গতকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। যা দেখে আমি ভয় পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বের হয়ে গেলাম বাড়ির আশেপাশ দেখার জন্য। ঘরের পিছনে পুকুরটা দেখি ভরে গেছে। পানির নিচে পুকুর। পুকুরের পাড় থেকে দুই হাত উপরে এখন পানি। এই অবস্থার উপরে চিন্তা করলাম আশেপাশের অঞ্চলগুলোর কথা।
এরপর হেঁটে বের হয়েছিলাম এলাকার বাড়ি ঘর দেখার জন্য। দেখে আশেপাশের বাড়িগুলোর রাস্তাগুলো সব পানির নিচে। সকাল থেকে শুরু করে প্রতিনিয়তই পানির উচ্চতা উপরের দিকে উঠতেছে। যা দেখে খুবই ভয় পাচ্ছিলাম। এরপর সোনিয়া কে বললাম চলো মোটরসাইকেল নিয়ে একটু দেখে আসি। বিশেষ করে সোনিয়াদের বাড়ির ঐদিকে দেখে আসার জন্য বললাম। এরপর আমরা বের হলাম মোটরসাইকেল নিয়ে।
কিন্তু বাড়ি থেকে বের হতেই বাড়ির উঠোনে প্রচুর পানি কষ্ট করে মোটরসাইকেল বের করে নিলাম। চিন্তা করলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় আর সমস্যা হবে না। কিছুটা দূর গিয়ে দেখি পুরো রাস্তা ডুবে গেছে। সেখান দিয়ে কষ্ট করে সামনের দিকে গেলাম। এরপর সোনিয়াদের বাড়ি যাওয়ার জন্য অন্য আরেকটি রোডে ঢুকার সঙ্গে সঙ্গে দেখলাম রোড ডুবে গেছে। আমরা মোটরসাইকেল ফেরত নিয়ে আসলাম। এরপর মেইন রাস্তা দিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মেন রাস্তার বিপরীত পাশে সব রাস্তায় দেখলাম ডুবে গেছে পানিতে।
সোনিয়াদের বাড়ির সামনে দেখলাম সেখানেও অনেক পানি। রাস্তার একপাশে মোটরসাইকেল রেখে আমরা গেলাম তাদের বাসায়। এর মধ্যে তাদের বাড়ির সামনে প্রচুর পানি। সোনিয়াদের ঘর তাদের বাড়ির পিছনে। তাদের ঘরে যাওয়ার জন্য যখন গেলাম দেখলাম তাদের ঘরের চারপাশে অনেক বেশি পানি। তাদের ঘরের দরজার কাছাকাছি পানি চলে এসেছে। আমরা কিছুক্ষণ বসলাম দেখতেছি প্রতিনিয়ত পানি উপরের দিকে আসতেছে।
এভাবেই চারপাশে পানির উচ্চতা বাড়তেছে। যা দেখেই প্রচুর খারাপ লাগতেছে নিজের কাছে। সোনিয়াদের বাড়ির এক পাশে দেখলাম, দুইটা পরিবার তাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। তাদের ঘর ঘরের বিছানা পানির মধ্যে। যা দেখে প্রচুর কষ্ট পেয়েছিলাম। এরপর আমরা চলে আস্তে আস্তে প্রচুর টেনশন করছিলাম আমরা কি যেতে পারবো। পরে অনেক কষ্ট করে মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসলাম। এখন আর বের করতে পারবো কিনা জানিনা। সবাই আমাদের ফেনী জেলার জন্য দোয়া করবেন যেন এই সমস্যা থেকে তাড়াতাড়ি মুক্ত হওয়া যায়।
প্রচুর বৃষ্টি হওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে। আর যদি চার পাঁচ দিন বৃষ্টি হয় তাহলে সব আবার আগের মত হয়ে যাবে। পানি ও প্রচুর টেনশন হচ্ছে। সবাই দোয়া করবেন। আজকের মত এখানেই সমাপ্ত করলাম।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

ফেনীতে আবারো বন্যা দেখা দিয়েছে এটা জেনে খুবই খারাপ লাগছে ভাই। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা ভেবেও খারাপ লাগছে। সৃষ্টিকর্তা যেন সবাইকে রক্ষা করেন এই প্রার্থনাই করি।
দোয়া করবেন যেন সব কিছু ঠিক হয়ে যায়।
https://x.com/NARocky4/status/1942578061167239672?t=OgCfT7HB58-Ht2EhL6WH-A&s=19
https://x.com/NARocky4/status/1942578844202066206?t=r1HvRR9gd52Oje9gQUtFTA&s=19
https://x.com/NARocky4/status/1942579392678650122?t=q4Q6mazQH521EvYjfw3E0g&s=19