General Writing: “সময়ের সাথে সাথে আপনি যা শিখবেন, তা আপনি কখনোই ভুলবেন না।”
ABB 22 মে ২০২৫
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
সময় এমন একটা জিনিস যেটা আমাদেরকে প্রতিনিয়তই অনেক কিছু শিখে থাকে। সময়ের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারি। সময় সব সময় নিজের গতিতেই ছুটে থাকে। সময়কে কখনোই কেউ থামিয়ে রাখতে পারে না। সময় এবং স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না। আমরা নিজের জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক কিছু সম্মুখীন হয়ে থাকে। কখনো ভালো কিছুর সম্মুখীন হই, আবার কখনো খারাপ কিছুর সম্মুখীন হয় । তবে আমরা নিজের জীবনে ভালো সময়ের থেকেও খারাপ সময়ে অনেক কিছু শিখতে পারে।
খারাপ সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আর আমরা সেই সময়টাতে যত কিছু শিখবো তা কখনোই ভুলতে পারবো না। প্রতিটা মানুষের জীবনে সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময়। সময় সব সময় আমাদের থেকে আগে পরীক্ষা নেয়, পরে আমাদেরকে সবকিছু শিখিয়ে দিয়ে যায়। সময়ের কাছ থেকে আমরা যা একবার শিখতে পারি, সেটা আমাদের জীবনে বারবার অনেক বেশি পরিমাণে কাজে লাগে। আমরা সব সময় সামনের দিকে খুব ভালোভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ভালোভাবে এগিয়ে যেতে কেউই পারেনা।
অনেক বাধা-বিপত্তি পার করা লাগে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে। আমরা আমাদের জীবনে অনেক কিছুই অর্জন করার লক্ষ্যে ছুটতে থাকে। আমাদের জীবনে কখনো ভালো সময় আসে আবার কখনো কখনো অনেক খারাপ সময় আসে। আর ভালো খারাপ যে রকমই সময় আসুক না কেন, সব সময় আমাদেরকে সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট থাকতে হবে। আমরা যদি সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট থাকি তাহলে ভালো সময় আরো ভালো হবে, আর খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে।
সময় সব সময় নিজের মতো করেই এগিয়ে চলে। কিন্তু সব মানুষ এই সময়ের মূল্য দিতে পারে না। আমাদের প্রতিটা মানুষের জীবনের প্রতিটা সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই জীবনে দুই মিনিটের নিশ্চয়তা নেই আমাদের। আর এজন্য সময়কে গুরুত্ব দিতে হবে খুবই ভালো ভাবে। মনে করুন একজন লোক অনেক স্বপ্ন নিয়ে কিছু একটা করার জন্য লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন সে নিজের লক্ষ্যের কাছে পৌঁছানোর জন্য সব সময় চেষ্টা করছে। কিন্তু লোকটা নিজের এগিয়ে যাওয়ার পথে বারবার ব্যর্থ হচ্ছে।
কিন্তু সে ব্যর্থতার দিকে খেয়াল না করে সব সময় ভালোভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। একবার ব্যর্থ হলেও বারবার চেষ্টা করছে। তার এই চেষ্টার মাধ্যমে সে পারবে সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যেতে। আমি মনে করি এরকমটা আমাদের সবারই চিন্তা করা দরকার। এরকম চিন্তাধারা সবার থাকলে অনেক বেশি ভালো হবে। তাহলে আমরা মাঝ পথে থেমে না গিয়ে সুন্দর ভাবেই এগোতে পারবো নিজের লক্ষ্যের দিকে। আর এই জন্য আমাদেরকে সবসময় এভাবেই থাকতে হবে। আজ এই পর্যন্তই লেখার চেষ্টা করলাম। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/NARocky4/status/1925360255225205128?t=LT4Xqp9nT083_4Glc2A3MQ&s=19
সত্যিই অনুপ্রেরণাদায়ক কথা! সময়ের সাথে শেখা জ্ঞান কখনই হারায় না, বরং তা আমাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।আমার জীবনে এই কথাটি শতভাগ সত্য। ছোটবেলায় শেখা অনেক কিছুই আজও কাজে লাগে। শেখা কখনই বৃথা যায় না—এটা সত্যিই মূল্যবান একটি বার্তা।
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পেয়ে।
https://x.com/NARocky4/status/1925554214828388539?t=MbpcB-k3oCRgWDyE8YZsLw&s=19
https://x.com/NARocky4/status/1925587366875676836?t=3hF_6XPZ9XIs2acY8CJ4FQ&s=19
https://x.com/NARocky4/status/1925588184182006129?t=ZMySMj6N6Me6MdvsjhP7GQ&s=19
https://x.com/NARocky4/status/1925593087247884505?t=Z23BWcAD2d0a7GZP46xElg&s=19