General Writing: "তোমার সীমাবদ্ধতা নয়, তোমার সম্ভাবনাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে"
ABB 10 এপ্রিল ২০২৫ ✅
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আমাদের সম্ভাবনা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে। আমাদের সীমাবদ্ধতা কখনোই এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করে না। আমরা যদি সীমাবদ্ধতার মধ্যেই থেকে যাই, তাহলে কখনোই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর এইজন্য আমাদের সম্ভাবনার মাধ্যমে আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি যেকোনো কিছুতেই সম্ভাবনা টাকে সবথেকে বেশি গুরুত্ব অর্থাৎ প্রাধান্য দেই, তাহলে সেই কাজটা অনেক বেশি ভালো ভাবে অবশ্যই হবে। সম্ভাবনা আমাদেরকে ভালো কিছু অর্জনে সাহায্য করে।
তবে এরকম কিছু কিছু মানুষ রয়েছে, যারা কিনা নিজের সম্ভাবনাটাকে খুবই দূরে রাখে নিজের থেকে। তারা সব সময় সীমাবদ্ধতার মধ্যে থাকার জন্য চেষ্টা করে। আসলে একটা মানুষের সীমাবদ্ধতা নয়, বরং সেই মানুষটার সম্ভাবনা পারবে তাকে এগিয়ে নিয়ে যেতে। আসলে সম্ভাবনা শব্দটা একটু ভিন্ন রকমের। যে শব্দটার মানে সব মানুষ বুঝতে পারে না। আর যারা বুঝতে পারে, তাদেরকে তাদের এই সম্ভাবনাই এগিয়ে নিয়ে যায় অনেক দূর। তাই নিজের মধ্যে সম্ভাবনা রাখতে হবে, যেন সেই সম্ভাবনা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে।
মনে করেন, একটা মানুষ চেষ্টা করছে কোনো একটা কাজ করার জন্য। এখন যদি সেই কাজে তার সীমাবদ্ধতা থাকে, তাহলে সে ওই কাজটা কখনোই ভালোভাবে করতে পারবে না। আর সেই কাজে সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু তার যদি ওই কাজে সম্ভাবনাটা থাকে তাহলে তার সেই সম্ভাবনা তাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে, আমার দ্বারা এটা অবশ্যই সম্ভব হবে। আর নিজের মধ্যে এইটুকু আত্মবিশ্বাস তো অবশ্যই থাকা দরকার প্রতিটা মানুষের। এটুকু আত্মবিশ্বাস না থাকলে কেউই পারবে না এগিয়ে যেতে।
তোমার সীমাবদ্ধতা কখনোই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ এটাই চিরন্তন একটা সত্য কথা। সীমাবদ্ধতা মানুষকে সেই সীমার মধ্যেই রেখে দেয়। কিন্তু আর সামনে এগিয়ে যেতে দেয় না। আর এটার মাধ্যমে তারাও আর এগিয়ে যেতে পারে না। কিন্তু তোমার সম্ভাবনা অবশ্যই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, তুমি যদি এভাবেই এগিয়ে যাও, তাহলে কেউই তোমাকে পেছনে ফেলে রাখতে পারবে না। বরং তুমি সবার থেকে আলাদা হয়ে যাবে। আর অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে তোমার আত্মবিশ্বাসের জন্য।
নিজের আত্মবিশ্বাসের মাধ্যমে কাজ করতে কয়জন মানুষ পারে?? হ্যাঁ এরকম মানুষ খুব কম রয়েছে। হাতে গোনা হয়তো কয়েকটা হবে। আপনার মধ্যেও কি নিজের প্রতি আত্মবিশ্বাস রয়েছে?? যদিও থাকে তবে কেমন আত্মবিশ্বাস হয়েছে?? এরকম প্রশ্নগুলো অন্যদেরকে নয় বরং আমাদের নিজেদেরকেই করা উচিত। তবে আমরা বুঝতে পারবো সব কিছু। আত্মবিশ্বাস হচ্ছে সম্ভাবনার আরেকটা রুপ। আত্মবিশ্বাসের মাধ্যমে এগিয়ে যাও তাহলে দেখবে তোমাকে কেউই থামাতে পারবেনা। তোমার জীবনে সফলতা নিশ্চিত। হয়তো কয়েকবার ব্যর্থ হবে, কিন্তু সফলতা একদিন অবশ্যই অর্জন করবে। আর সেই সফলতার মূল্য হবে অনেক বেশি।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/NARocky4/status/1910386015254065206?t=Uc6_Js-LURlIoVludnHSqw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/NARocky4/status/1910195858064257339?t=uCO8aibSlzwvw1jYYoiA1A&s=19
https://x.com/NARocky4/status/1910196638783819861?t=4ZLxpEsd07tzvYY4FWL_-A&s=19
https://x.com/NARocky4/status/1910385681248952353?t=3I0ChxZwp9tES-6MJ0Csgg&s=19
https://x.com/NARocky4/status/1910193324549685518?t=EY0z7q-yuwtIX4p9i9GeMQ&s=19
https://x.com/NARocky4/status/1910386917134172568?t=R6FBgAdUvveKTrFwnCLTGQ&s=19
https://x.com/NARocky4/status/1910387349218812329?t=SfUdns6JHHivwGs2Kmd5qA&s=19
https://x.com/NARocky4/status/1910387647777751493?t=qeEqws2gNuxNY5bHbh_vkQ&s=19