General Writing: “স্বপ্ন দেখতে ভয় পাবেন না। স্বপ্নই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।”
ABB 8 মে ২০২৫
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
স্বপ্ন এমন একটা জিনিস যেটা পূরণ করার জন্য আমরা প্রতিনিয়ত অনেক বেশি চেষ্টা করে থাকি। তবে অনেকেই রয়েছে যারা কিনা স্বপ্ন দেখতে অনেক বেশি ভয় পায়। কারণ তারা ভাবে যদি স্বপ্ন দেখে তাহলে ওই স্বপ্ন তারা কখনো পূরণ করতে পারবে না। কিন্তু স্বপ্ন দেখতে কখনো ভয় পাওয়া আমাদের কারোরই উচিত না। কারণ আমাদের দেখা সেই স্বপ্ন আমাদেরকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। তবে আমরা আমাদের আশেপাশে তাকালে অবশ্যই দেখতে পাবো, গরিব মানুষরা স্বপ্ন দেখতে অনেক বেশি পরিমাণে ভয় পায়।
কারণ তারা হচ্ছে গরিব। তারা তাদের স্বপ্ন নিয়ে অনেক বেশি ভয়ে থাকে। আর এই জন্যই স্বপ্ন দেখতে ভয় পায়। আমাদের স্বপ্ন যত বেশি বড় হবে, আর সে অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে সেই স্বপ্নটা আমাদেরকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। কিন্তু আমরা যদি স্বপ্ন দেখে সেই স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা না করি, তাহলে সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারব না। আর নিজেরাও এগিয়ে যেতে পারবো না। আমাদেরকে এগিয়ে নিয়ে যায় একমাত্র আমাদের দেখা স্বপ্ন।
আপনি যদি স্বপ্ন দেখা বন্ধ করে দেন, তাহলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। স্বপ্ন আমাদেরকে বড় হতে সাহায্য করে। একটা মানুষ যদি স্বপ্ন দেখতে না জানে, তাহলে তার জীবনটা ওখানেই বন্ধ হয়ে যাবে। আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত অনেক অনেক স্বপ্ন দেখে থাকি। নিজেকে ভালো একটা পর্যায়ে দেখার জন্য স্বপ্ন দেখি। তাছাড়াও আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা স্বপ্ন দেখে থাকি। স্বপ্ন দেখতে টাকা লাগেনা। আমরা স্বপ্ন দেখবো ঠিক আছে, তবে নিজের পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করতে হবে।
যারা বলে, "স্বপ্ন পূরণ করতে পারবে না তো স্বপ্ন কেন দেখো" আমি মনে করি এই ধরনের মানুষগুলো নিজেরাই স্বপ্ন দেখতে জানেনা। আমাদের মধ্যে যদি স্বপ্ন দেখার বিষয়টা না থাকে, তাহলে আমরা স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ করতে পারব না। স্বপ্নই একমাত্র বিষয় যেটার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। স্বপ্ন পূরণ অবশ্যই একদিন হবে। আর এর জন্য আমাদেরকে স্বপ্ন প্রতিনিয়ত দেখে যেতেই হবে। সেটা পূরণ করার পেছনে যদি আমরা সময় ব্যয় করি, চেষ্টা করি, পরিশ্রম করি, তাহলে অবশ্যই তা পূরণ হয়ে যাবে।
তাই আমি মনে করি নিজের মতো করে আমাদেরকে স্বপ্ন দেখা উচিত। স্বপ্ন যতই বড় হোক না কেন, দেখতে ভয় পেলে চলবে না আমাদেরকে। আমাদেরকে নিজের মতো করে স্বপ্ন দেখতে হবে, নিজের মতো করে বাঁচতে হবে। অন্যের মত করে বাঁচতে গেলে দেখা যাবে নিজের মতো করে বাঁচাতেই আমরা ভুলে গিয়েছি। তাই আমি এটাই মনে করি, কখনোই আমাদের উচিত নয় স্বপ্ন দেখতে ভয় পাওয়া। স্বপ্ন আমাদেরকে দেখতে হবে, আর আমরা যত বড় স্বপ্ন দেখবো ততই ভালো। আজ আমি এই পর্যন্তই লিখলাম। পরবর্তীতে আপনাদের সবার মাঝে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

যে স্বপ্ন দেখতে জানে সে স্বপ্ন গড়তেও জানে।চেষ্টা থাকলে স্বপ্নও একদিন বাস্তবে রূপান্তর করা যায়। স্বপ্ন দেখা কোন অন্যায় নয়।অন্যের কথা শুনে নিজের স্বপ্নকে কখনোই বিসর্জন দেওয়া ঠিক নয়। কখনোই আমাদের স্বপ্ন দেখতে ভয় পাওয়া উচিত নয়। বরং সেটিকে সামনে রেখে লক্ষ্যভেদ করে এগিয়ে যাওয়া উচিত। অসাধারণ ছিল আপনার লেখাগুলো। পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
0.00 SBD,
5.59 STEEM,
5.59 SP
আমার লেখা গুলো অসাধারন ছিল শুনে ভালো লাগলো।
https://x.com/NARocky4/status/1920427002982482409?t=Lw2dfKI8_JnZVJ8ux726Sg&s=19
@tipu curate
https://x.com/NARocky4/status/1920476861194514645?t=RYWYjemYQVGk2ikIc68Y-Q&s=19
https://x.com/NARocky4/status/1920477633554624827?t=rspBE4DoFEQppvwM6pv0_Q&s=19
আপনার পোষ্টের সাথে আমি একমত। কারণ স্বপ্ন দেখলে মানুষ স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। যেই মানুষ স্বপ্ন দেখে না সেই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কারণ স্বপ্ন দেখলে মানুষ চেষ্টা করে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য। আর স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আগামী দিন সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে মূল্যবান একটি পোস্ট করার জন্য আমাদের মাঝে।
আমার পুরো পোস্টটা সুন্দর করে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।