একটু অসতর্কতায় প্রাণ হারালো ছোট্ট শিশুটি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ সকাল থেকেই মনটা একটু খারাপ। কি লিখব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সকালবেলায় হঠাৎ করে ফোন বেজে উঠলো। জানতে পারলাম আমার এক রিলেটিভ এর ছোট্ট বাচ্চাটি মারা গেছে। শুনে কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছিলাম। সেই বিষয়টি আজকে শেয়ার করবো।
একটু অসতর্কতায় প্রাণ হারালো ছোট্ট শিশুটি:

Source
মাঝে মাঝে ছোট ছোট অসতর্কতা গুলো শিশুদের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আজকে সকাল বেলায় যখন ঘুম থেকে উঠলাম তখন হঠাৎ করে জানতে পারলাম আমার এক মামাতো ভাই রাতে মারা গেছে। বয়স তার মাত্র দেড় বছর। কেবলমাত্র হাঁটতে শিখেছে। গুটি গুটি পায় পুরো ঘর জুড়ে হেঁটে বেড়ায়। ছোট্ট দুটো পায়ে হাঁটতে হাঁটতে সে বাথরুমে চলে গিয়েছিল।
তার মা বিষয়টি খেয়াল করতে পারেনি। যেহেতু এটাস্ট বাথরুম ছিল তাই হঠাৎ করে রুম থেকে সে বাথরুমে চলে গিয়েছিল। বাথরুমের বালতিতে অল্প কিছু পানি ছিল। যদিও সামান্য পরিমাণে ছিল তবে সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো সে পানি ধরতে গিয়েছিল। এরপর বালতিতে পড়ে যায়। আর বাড়ির কেউ সেভাবে খেয়াল করেনি। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে যায়।
অল্প কিছুক্ষণের মধ্যে যখন তার মা তাকে খুঁজতে শুরু করে। আর বাথরুমে গিয়ে দেখে বাচ্চাটি বালতিতে পড়ে আছে। পানিতে পরেই দম বন্ধ হয়ে মারা গেছে। এরকম পরিস্থিতি কতটা কষ্টদায়ক সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। হয়তো সামান্য একটু অসতর্কতা আজ সেই বাচ্চাটির মৃত্যু কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেক সময় ছোট ছোট কিছু ভুল করি কিংবা আমাদের কিছু ছোট ছোট অসতর্কতা আমাদের পরিবারের প্রিয় মানুষদেরকে কেড়ে নেয়😭।
মাঝে মাঝে এরকম ঘটনা অনেক ঘটে। আর সেই ঘটনাগুলো থেকেও যদি আমরা সতর্ক না হই তাহলে হয়তো কোন একদিন আবারো আমরা এরকম ঘটনার সম্মুখীন হবো। আসলে ছোট বাচ্চাদের প্রতি সবসময় অনেক খেয়াল রাখা উচিত। যেই বিষয়গুলোতে ভয়ের কিছু আছে সেই বিষয়গুলো সব সময় সতর্কতার সাথে হ্যান্ডেল করা উচিত। সেই সাথে সবকিছু সাবধানে রাখা উচিত।
একটু অসতর্কতা একজন মানুষের প্রাণ কেড়ে নিল। যেই বাবা-মা তাদের এই অসতর্কতার কারণে ছোট আদরের সন্তানটিকে হারালো সেই বাবা-মা সারা জীবন ধরে এই কষ্ট ভোগ করবে। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা কারো জানা নেই। নিজের প্রিয় ছোট সন্তানটিকে হারিয়ে একজন বাবা-মা কতটা দিশেহারা হয়ে যায় সেটা শুধু সেই মানুষগুলোই জানে। তাই আমাদের সবাইকে আরো বেশি সতর্ক হতে হবে এবং নিজেদের পরিবারের ছোট ছোট বাচ্চাদের প্রতি অনেক বেশি খেয়াল রাখতে হবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1973743898825724193?t=b55UXnC5-Li_CtHy2pkNfA&s=19
https://x.com/Monira93732137/status/1973773776484802725?t=DrkpVpHeb23kDW5MEV9JmQ&s=19
https://x.com/Monira93732137/status/1973774134846083561?t=GqAcYTGUaJT0vd73R5E1Fw&s=19
https://x.com/Monira93732137/status/1973774505043775844?t=WtIWuSfNBCXTl-jtvprKqQ&s=19
আসলে এ ধরনের ঘটনা গুলো শুনলে খুবই খারাপ লাগে। আর একটু অসতর্কতার বাচ্চাটির প্রাণ কেড়ে নিলো। যে ঘরে ছোট বাচ্চা আছে এই বাসায় সব সময় বাথরুমের দরজা খোলা না রাখাই ভালো। দোয়া করি বাচ্চাটির মা-বাবাকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক।