ঈদ যাত্রা কখনো আনন্দের কখনো কষ্টের||

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। বিশেষ করে সমসাময়িক বিষয়গুলো নিয়ে লিখতে বেশি ভালো লাগে। যেহেতু কয়েকদিন আগেই ঈদ পার করে ফেলেছি তাই ঈদ যাত্রার কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি কথাগুলো আপনাদের ভালো লাগবে।


ঈদ যাত্রা কখনো আনন্দের কখনো কষ্টের:

black-4706959_1280.jpg

Source


ঈদ যাত্রা হয়তো কখনো কখনো অনেক বেশি আনন্দের আবার কখনো কখনো কষ্টের। আমরা আমাদের আপন মানুষের কাছে যাওয়ার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসি। অনেক কষ্ট করে নিজের গন্তব্যে যাওয়ার চেষ্টা করি। ঈদ যাত্রা যখন আনন্দের হয় তখন সময়টা ভালোই কাটে। আসলে যখন আমরা আপন ঘর কিংবা আপন মানুষদের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি তখন হাজার কষ্ট কখনো কষ্ট মনে হয় না। তখন আনন্দে কষ্টগুলো বিলীন হয়ে যায়।


যারা দূর-দূরান্ত থেকে পরিবারের সাথে ঈদ করার জন্য ছুটে আসে তাদের অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য হাজার কষ্টকে পেছনে ফেলে সবাই চলে আসে নিজের আপন মানুষগুলোর কাছে। কিন্তু এই যাত্রা পথে অনেক সময় আমরা অনেক ভোগান্তির শিকার হই। যাত্রা পথে বিভিন্ন রকমের ভোগান্তি লেগেই থাকে। বাড়তি ভাড়া থেকে শুরু করে নানান রকমের হয়রানি জটিলতা লেগেই রয়েছে। একদিকে যেমন বেশি ভাড়া দিয়ে নিজের গন্তব্যে যেতে হয় অন্যদিকে ঘন্টার পর ঘন্টা যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়।


অনেকেই নিজের প্রিয় মানুষগুলোর জন্য যখন উপহার নিয়ে ঘরে ফেরার জন্য বেরিয়ে পড়ে তখন হঠাৎ করে ছিনতাইকারীর কবলে পড়ে সবকিছু হারিয়ে ফেলে। আর সেই যাত্রাটাই হয় অনেক বেশি কষ্টের। আসলে এরকম পরিস্থিতে একজন মানুষের কতটা অসহায় লাগে সেটা যদি ছিনতাইকারী বুঝতো তাহলে তারা কখনোই এই কাজটি করতো না। সেই সময় একজন মানুষ কতটা নিরুপায় হয়ে যায় সেটা আসলে বলে বোঝানোর মত নয়। নিজের পছন্দের মানুষগুলোর জন্য কেনা উপহারগুলো হারিয়ে যাওয়ার সাথে সাথেই তার ঈদ আনন্দ মাটি হয়ে যায়।


আবার তো মাঝে মাঝে দেখা যায় অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টির কবলে পড়ে অনেকে নিজের সবকিছুই হারিয়ে ফেলে। এমনকি সেই অসহায় মানুষটি মৃত্যুর মুখে পতিত হয়। হয়তো কারো সাহায্যে তার জীবনটা বেঁচে যায় কিন্তু হারিয়ে ফেলে তার নিজের শেষ সম্বলটুকু। যারা সেই অসহায় মানুষটির শেষ সম্বলটুকু নিয়ে গেছে তারা একবারও ভাবেনা সেই মানুষটির কথা। আসলে সেই অসহায় মানুষটির ঈদের আনন্দটা আর ঈদ যাত্রার আনন্দটাই একেবারে বিলীন হয়ে যায়। নিজের ঘরে ফেরাই তার কাছে কঠিন হয়ে পড়ে।


পত্র পত্রিকা কিংবা খবরের কাগজ খুললেই এরকম অনেক সংবাদ আমরা পাই। আর এই সংবাদগুলো শুনে মন খারাপ হয়ে যায়। কিন্তু যারা এরকম পরিস্থিতিতে পড়ে কিংবা এরকম সমস্যার সম্মুখীন হয় তাদের কথা ভাবতে গেলে সত্যিই অনেক খারাপ লাগে। ঈদের আনন্দ শেষ হয়ে যায়। আনন্দের ঈদ যাত্রা সময়ের সাথে সাথে কষ্টে পরিণত হয় কিংবা বিষাদের ছায়া নেমে আসে । অনেক কষ্টে ভোরে উঠে তাদের মন। হয়তো অনেকে এরকম পরিস্থিতিতে পড়েছেন। তাই এই লেখাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 3 days ago 

আপু আপনি ঠিক বলেছেন ঈদ সবার জন্য এক নয়। আসলে আপনজনের জন্য কোন কিছু নিয়ে গেলে তা যদি হারিয়ে যায় তাহলে ঈদ মাটি হয়ে যায়। তাই আমাদের সবার উচিত একটু সাবধানে থাকা। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

ঈদ যাত্রা কখনো আনন্দের কখনো কষ্টের।আপনি কিন্তু ঠিক কথাই বলেছেন।বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে খুব সুন্দর ভাবে বিষয়টি তুলে ধরেছেন। আর কথাগুলো একদম সত্যি। ধন্যবাদ আপু।

 yesterday 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলেই ঈদ যাত্রা অনেকের জন্য আনন্দের হয়৷ আবার অনেকের জন্য কষ্টের হয়৷ কারণ আমরা প্রতিনিয়তই অনেকগুলো খবর দেখে আসছি৷ প্রতিনিয়ত আমরা অনেক খবর গুলো দেখে অনেক কিছু জানতে পারছি৷ আর আজকে আপনি সব কিছুর মধ্য থেকে অনেক সুন্দর ভাবে সবকিছু আপনার এই পোস্টের মধ্যে শেয়ার করেছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷