ছুটি শেষে সবাই নিজের গন্তব্যে ছুটছে||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি রাইটিং পোস্ট সবার মাঝে শেয়ার করবো। মাঝে মাঝে নিজের অনুভূতি থেকে কিছু কথা লেখার চেষ্টা করি। তেমনি আজকে একটি পোস্ট সবার মাঝে শেয়ার করবো। আশা করছি আমার এই পোস্ট আপনাদের ভালো লাগবে।
ছুটি শেষে সবাই নিজের গন্তব্যে ছুটছে:

Source
পূজোর ছুটিতে সবাই নিজের বাড়ি ফিরেছিল। পরিবার-পরিজন সবার সাথে একসাথে সময় কাটিয়েছে। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। পূজোর ছুটিতে সবাই বাড়িতে এসেছিল। পুরো বাড়ি যেন একেবারে ভরপুর ছিল না। পূজার ছুটি শুরু হতে না হতেই বাড়ি ভর্তি মানুষজন আর উৎসবমুখর পরিবেশ সব কিছুই যেন সেই চিরচেনা বাড়ির চিত্রটি বদলে দিয়েছিল।
এভাবে উৎসবের মধ্য দিয়ে কেটে গেল পূজোর ছুটিগুলো। সবাই একসাথে অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি, খাওয়া-দাওয়া করেছি। সবকিছু মিলিয়ে সময়গুলো কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে আমরাও পিছিয়ে গেলাম। মনে হচ্ছে এই তো সেদিন পুজোর ছুটি শুরু হয়েছিল। কিভাবে যে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল বুঝে ওঠার আগেই বিদায়ের ঘন্টা বেজে উঠলো।
যেহেতু পুজোর ছুটি শেষ তাই কারো ক্লাস শুরু হয়ে যাবে কেউবা কর্মস্থলে যাবে। তাই তো সবাই আবারও নিজেদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। যে যার মত নিজের গন্তব্যে চলে যাচ্ছে। হয়তো এখন আর চাইলেও সবাই একসাথে হতে পারবো না। সত্যি কথা বলতে যখন আমরা বাড়ি ফিরি তখন অনেক আনন্দ মনের মাঝে তৈরি হয়। কিন্তু যখন আমরা আবার নিজের গন্তব্যে ফিরে আসি তখন বিষন্নতায় ছেয়ে যায় পুরো মন।
দেখতে দেখতে কিভাবে যে সময়টা কেটে গেল আমরা কেউ বুঝতেই পারিনি। আর সেই সময়ের শেষ প্রান্তে এসে সবাইকে বিদায় নিতে হচ্ছে। একে একে সবাই নিজেদের গন্তব্য বেরিয়ে পড়ছে। পুরো বাড়ি সেই আগের মত আবারও খালি হয়ে যাচ্ছে। যেই বাড়িতে ভরপুর মানুষ ছিল সেই মানুষগুলো একে একে অন্য কোথাও চলে যাচ্ছে।
উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পূজোর ছুটি সত্যিই দারুণ কেটেছে। তবে সবাইকে চলে যেতে দেখে অনেক খারাপ লাগছে। মনে হচ্ছে আর কয়টা দিন ছুটি হলে ভালোই হতো। সবার সাথে আরো কিছুটা সময় কাটানো যেত। আমাদের জীবন বড়ই অদ্ভুত। যে যার প্রয়োজনে ব্যস্ত থাকি আমরা। কিংবা যে যার প্রয়োজনে আলাদা থাকতে হয়। হয়তো আবারও কোন এক উৎসবে সবাই একত্রিত হব। হয়তো আরো ভালো সময় কাটবে। আর ধীরে ধীরে মনে জমা বিষন্নতা দূর হয়ে যাবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1974447816346137058?t=2WoU7at6D-nHH0Xa3QEauQ&s=19