ফেলে আসা সোনালী দিনগুলো||

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি শৈশব স্মৃতি নিয়ে একটি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো। শৈশবের দিনগুলোর কথা যখন মনে পড়ে তখন অন্য রকমের অনুভূতি তৈরি হয়। আর সেই অনুভূতি থেকেই আজকে আমি একটি পোস্ট শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


ফেলে আসা সোনালী দিনগুলো:

child-5505755_1280.jpg

Source


শৈশব হলো আমাদের জীবনের সোনালী অধ্যায়। শৈশবের সময় গুলো যেমন রঙিন ছিল তেমনি ছোট্ট মনে রঙিন স্বপ্ন বুনেছিলাম আমরা। ছোট্ট ছোট্ট আশা গুলো পূর্ণ হলে অনেক খুশি হয়ে যেতাম। ছোট ছোট চাওয়া গুলোর মাঝে অনেক প্রশান্তি লুকিয়ে থাকতো। অল্প কিছুতেই মন আনন্দে ভরে উঠতো। কোন দুঃখ ব্যথা কিংবা আঘাত হৃদয়ে ছিল না। সব সময় যেন আনন্দে উল্লাসে মেতে উঠতো এই অবুঝ মন। হয়তো শৈশবের সময় গুলো এরকমই।আর সেই সময়গুলো আমাদের জীবন থেকে কখন যে হারিয়ে গেল বুঝতেই পারলাম।


শৈশবের দিনগুলোতে ছিল না কোন পরাধীনতা কিংবা কোন কষ্ট। শৈশব মানেই যেন আনন্দের প্রাচুর্য। শৈশব মানেই যেন বন্ধু-বান্ধবীদের সাথে দলবেঁধে ঘুরে বেড়ানো। শৈশব মানেই যেন বিভিন্ন রকমের খেলার আয়োজন। শৈশবের বিকেল বেলা যেন খেলাধুলায় জমে উঠতো পরিপূর্ণভাবে। আর সেই খেলাধুলার মাঝে নিজেকে যখন বিলিয়ে দিতাম তখন মনে হতো আমি হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এখন আর হয়তো সেই সুখটা লাখ টাকার বিনিময়েও কেনা যাবে না।


শৈশবের প্রথম পড়তে শিখা কিংবা লিখতে শেখার যে আনন্দটা ছিল সেই আনন্দ এখনো মনে পড়ে। প্রথম স্কুলে যাওয়ার সেই আনন্দের অনুভূতিটার কথা এখনো মনে পড়ে। হয়তো কিছুটা ভয় কাজ করেছিল। কিন্তু যখন নিয়মিত স্কুলে যাওয়া হয়েছে তখন ধীরে ধীরে ভয়টা কেটে গিয়েছিল। আর ধীরে ধীরে সবাই স্কুলে যাওয়ার মাঝেও আনন্দ খুঁজে নিয়েছিল। হয়তো আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। এখনো স্কুলের সেই সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে যায়। মনে হয় আবার যদি স্কুল জীবনে ফিরে যেতে পারতাম তাহলে বড্ড বেশি ভালো হতো।


শৈশবের খেলার সাথীদের কথা অনেক মনে পড়ে। সবার সাথে পুতুল খেলা, হাড়ি পাতিল দিয়ে রান্না বান্না করা সবকিছুই আজ অতীতের পাতায় স্মৃতি হয়ে আছে। কিন্তু সুন্দর সেই সময় গুলোর মাঝে অন্য রকমের অনুভূতি ছিল। অন্য রকমের ভালোলাগা ছিল। শৈশবের সেই সুন্দর সময় গুলো এখনো অনেক মনে পড়ে। মনে হয় ছোট ছোট সেই খুশি গুলোই হয়তো জীবনের শ্রেষ্ঠ পাওয়া ছিল। আর কখনোই হয়তো সেই সুন্দর দিনগুলো আসবে না।


শৈশবের প্রত্যেকটা মুহূর্তই আনন্দে কেটেছে। আনন্দের মাঝেও যেন অফুরন্ত সুখ লুকিয়ে ছিল। যেই সুখ এখন আর খুঁজে পাওয়া যায় না। যেই সুখ আমাদেরকে শৈশবের স্মৃতির মাঝে ফিরিয়ে নিয়ে যায়। সেই সুখ আমাদেরকে অন্য রকমের অনাবিল আনন্দ প্রদান করে। শৈশবের সেই সোনালী দিনগুলোর কথা যখন মনে পড়ে তখন মনের অজান্তেই অন্য রকমের ভালোলাগা কাজ করে। মনে হয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া গুলো সেই শৈশবের মাঝেই লুকিয়ে ছিল।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 12 days ago 

1751120068222.png

 10 days ago 

শৈশবের আনন্দ কোন কিছুতেই খুঁজে পাওয়া যায় না। তখন সব কিছুতেই আনন্দ পেতাম তা হোক খেলাধুলা বা বন্ধুদের সাথে আড্ডা দেয়া। এখন মনে হয় সেই সকল আনন্দ আর কোথাও নেই। শৈশব মানেই আনন্দ আর শৈশব মানেই খুশি।