মন যেন আজ বড্ড অনুভূতিহীন||

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করবো। মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করি। মাঝে মাঝে নিজেকে বড্ড বেশি শূন্য মনে হয় আর অনুভূতিহীন মনে হয়। সেই কথাগুলো আজকে তুলে ধরবো।


মন যেন আজ বড্ড অনুভূতিহীন:

woman-4786974_1280.jpg

Source


এই ক্ষুদ্র জীবনে আমরা হয়তো অনেক কিছুই পেয়েছি। আবার অনেক কিছুই হারিয়েছি। আবার অনেক কিছুর প্রত্যাশা করতে করতে ব্যর্থ হয়ে পড়েছি। হয়তো জীবন চলছে জীবনের মত। কিন্তু মাঝে মাঝে মনে হয় এই জীবনে কোন কিছু আর পাওয়া হয়ে উঠলো না। এই ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছে গুলো অপূর্ণই থেকে গেল। নিজের ভালোলাগা কিংবা ছোট ছোট ইচ্ছে গুলো আর পূর্ণ হওয়ার সুযোগ পেল না।


আমরা আমাদের ছোট ছোট ইচ্ছে গুলো পূর্ণ করার জন্যই নতুনভাবে স্বপ্ন দেখি। কিংবা বেঁচে থাকার মানে খুঁজে পাই। কিন্তু মাঝে মাঝে সবকিছুই অর্থহীন হয়ে যায়। তখন বেঁচে থাকাটা আরও বেশি কঠিন হয়ে যায়। যখন আমরা কোন স্বপ্ন নিয়ে বাঁচি তখন বেঁচে থাকার অর্থ খুঁজে পাওয়া যায়। আর নতুন স্বপ্ন আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখায়। নতুন স্বপ্ন আমাদের ভেতরে নতুন আশার সঞ্চার করে।


কিন্তু মাঝে মাঝে অনুভূতি গুলোকে মৃত মনে হয়। মনে হয় যেন হৃদয়ের মাঝের অনুভূতিগুলো হারিয়ে গেছে কিংবা বেরঙিন হয়ে গেছে। তখন আর চাইলেও ভালো থাকা হয়ে ওঠে না। নতুনভাবে স্বপ্ন দেখা হয়ে ওঠেনা। স্বপ্নের দেয়ালটা যে বড্ড বেশি ভারী হয়ে যায়। তখন সেই দেয়াল ভেদ করে ভালো থাকা হয়ে ওঠে না। আর ভালো থাকার ইচ্ছে গুলো বিলীন হয়ে যায়। অনুভূতিহীন মানুষের জীবন সত্যিই অনেক কষ্টের।


মাঝে মাঝে মনে হয় জীবনের এই সময়টাতে এসে দাঁড়িয়ে সবকিছুই বড্ড বেশি শূন্য। কোন কিছুতেই যেন পূর্ণতা নেই। হাজারো অপূর্ণতার গল্প ঘিরে রেখেছে জীবনের প্রত্যেকটা অধ্যায়। আর জীবনের এই প্রত্যেকটা অধ্যায় যখন অপূর্ণতার গল্পে ছেয়ে যায় তখন ভালো থাকা বড্ড বেশি কঠিন হয়ে যায়। তখন চাইলেও আর ভালো থাকা যায় না। চাইলেও আর অনুভূতিগুলোকে বাঁচিয়ে রাখা যায় না।


এই ক্ষুদ্র জীবনে অনুভূতি গুলোই আমাদেরকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। কিন্তু যখন জীবনটা অনুভূতিহীন হয়ে যায় তখন বেঁচে থাকাটাও আরও বেশি কঠিন হয়ে যায়। মনে হয় যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। জীবনের অর্থ খুঁজে পাওয়া যেমন মুশকিল হয়ে পড়েছে তেমনি ভালো থাকার লড়াইয়ে বারবার হেরে যাচ্ছি। আর অনুভূতিগুলো শূন্যতায় ভরে উঠছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।