চারপাশে যেন শুধুই শূন্যতা||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি পোস্ট শেয়ার করবো। আসলে মাঝে মাঝে নিজের অনুভূতি গুলো শেয়ার করার চেষ্টা করি। আর সেই সুন্দর অনুভূতিগুলো কখনো আপনাদের ভালো লাগে কখনো বা মন্তব্যের মাধ্যমে প্রশংসা করেন। তবে মাঝে মাঝে কিছু অনুভূতি লিখতে গিয়েও দুচোখে পানি চলে আসে। আবার কিছু কিছু অনুভূতি লিখতে গিয়ে আনন্দে মন ভরে ওঠে। তেমনি আজকে আমি একটি পোস্ট শেয়ার করবো।


চারপাশে যেন শুধুই শূন্যতা:

people-2565169_1280 (1).jpg

Source


জীবনের এই সময় গুলো বড্ড বেশি অদ্ভুত। সময় যত যাচ্ছে শূন্যতার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। শূন্যতার মাঝে বিলীন হয়ে যাচ্ছি। মনে হয় যেন চারপাশে শুধুই শূন্যতা। যেই শূন্যতা একাকীত্বকে আরো বেশি বাড়িয়ে তুলছে। যেই শূন্যতা হৃদয়টাকে ভেঙে চুড়ে শেষ করে দিচ্ছে। আসলে আমরা এই ক্ষুদ্র জীবনে হয়তো একটু ভালো থাকতে চাই। কিন্তু অনেক সময় সেই ছোট্ট চাওয়া গুলো পূর্ণ হয় না।


শূন্যতা শব্দটি আসলে অনেক বেশি গভীর। যখন মানুষ ভেতর থেকে একা হয়ে পড়ে তখন শূন্যতাটা বেশি ঘিরে ধরে। শূন্যতার এই ঘিরে ধরার মাঝে একজন মানুষ আসলে কিভাবে বেঁচে থাকে সেটা শুধু সেই জানে। পৃথিবীতে হাজার লোকের ভিড়েও যখন নিজেকে শূন্য লাগে তখন বারবার মনে হয় এই পৃথিবী থেকে চলে যেতে পারলে জীবনটা বেঁচে যেত। কিংবা একটু ভালো থাকতে পারতাম।


শূন্যতা যখন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে তখন হতাশা জীবনে নেমে আসে। আর হতাশার মাঝে ভালো থাকা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। হতাশা আর শূন্যতা দুটো মিলে মিশে যখন একাকার হয়ে যায় তখন জীবনের বেঁচে থাকার মানে হারিয়ে যায়। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া পাওয়া গুলো হারিয়ে যায়। সেই সাথে বিলীন হয়ে যায় ভালো থাকা। কারণ হতাশা জীবনটাকে একেবারে গ্রাস করে দেয়।


আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা হয়তো অল্পতেই ভালো থাকতে চাই। কিন্তু সেই ভালো থাকাটা আর হয়ে উঠে না। জীবনের সাথে লড়াই করতে করতে কোন একটা সময়ে গিয়ে ভেতরটা একেবারে শেষ হয়ে যায়। ভেতরের সব ইচ্ছে আকাঙ্ক্ষা গুলো তিলে তিলে কেঁদে ওঠে। আর শেষ হয়ে যায় ভালো থাকার চেষ্টা। মনে হয় যেন একাকীত্ব জীবনটাকে শেষ করে দিয়েছে।


একাকীত্ব কিংবা শূন্যতা সত্যি অনেক বেশি ভয়ংকর। শূন্যতার মাঝে একজন মানুষ মৃত্যুর স্বাদ খুঁজে পায়। বেঁচে থেকেও যেন তার জীবনে মৃত্যু নেমে আসে। আর ভালো থাকা তো অনেকটা বিলাসিতার মত। এই শূন্যতার মাঝে কখনো ভালো থাকা যায় না। কিংবা ভালো থাকার চেষ্টা করেও আমরা বারবার ব্যর্থ হয়ে যাই। তবুও জীবন কেটে যায় হয়তো কষ্টে কিংবা অভিমানে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।