আত্মহত্যা কোন সমাধান নয়||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। সমসাময়িক বিষয়গুলো নিয়ে লিখতে সবসময়ই ভালো লাগে। তবে কিছু কিছু বিষয় নিয়ে লিখতেও মন খারাপ হয়ে যায়। তেমনি একটি বিষয় নিয়ে আজকের লিখবো। আপনারা হয়তো ইতিমধ্যেই পলাশ সাহার মৃত্যুর বিষয়টি জেনেছেন। সেই প্রেক্ষাপটেই কিছু কথা আজকে লিখবো।
আত্মহত্যা কোন সমাধান নয়:

Source
আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ভালো থাকতে চাই। ভালো থাকার লড়াইয়ে সব সময় জিততে চাই। সফলতা, নাম, খ্যাতি সবকিছুই আমরা চাই। কিন্তু কোন একটা সময় গিয়ে হয়তো সবকিছুই জীবনে আসে কিন্তু ভালো থাকাটা হারিয়ে যায়। ভালো থাকার জন্যই যখন আমাদের জীবনে এত লড়াই তখন মৃত্যুকে বেছে নেওয়া মোটেও কাম্য নয়। আমি বলছি পলাশ সাহার কথা। তিনি জীবনে সফল একজন মানুষ। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। একদিকে যেমন তিনি ছিলেন অনেক মেধাবী অন্যদিকে ছিলেন পরিশ্রমী একজন মানুষ।
মেধাবী পলার সাহার জীবনে সফলতা ধরা দিয়েছিল। নিজের স্বপ্ন পূরণ করেছিলেন তিনি। নিজের স্বপ্নের চাকরি পেয়েছিলেন। কিন্তু তার জীবনে সুখ বলে কিছু ছিল কিনা জানিনা হয়তো তিনি জীবনটাকে ব্যালেন্স করে চলতে পারেননি। আসলে বাস্তব জীবন বড়ই বিচিত্র। অনেক সময় সফলতা থাকে ঠিকই কিন্তু ভালো থাকাটা আর হয়ে উঠে না। হয়তো উনার ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। জানিনা উনার ব্যক্তিগত জীবন কেমন ছিল। তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্যের মাধ্যমে এতোটুকু বুঝতে পারছি উনি ব্যক্তিজীবনে অসুখী ছিলেন। এখন সুখ বলতে আসলে আমরা কোনটাকে বুঝি সেটা হয়তো অনেক সময় ভেবে পাইনা। আমরা কোন একটা সময়ে সফলতার পেছনে ছুটি। কোন একটা সময়ে ভালো কিছুর পিছনে ছুটি। কিন্তু সবকিছু পাওয়ার পরেও কোন না কোন অপূর্ণতা থেকে যায়।
আমাদের জীবনে যা কিছুই হয়ে যাক না কেন যতই হতাশা কিংবা অশান্তি আসুক না কেন আমার মনে হয় আত্মহত্যার পথ বেছে নেওয়া মোটেও কাম্য নয়। আত্মহত্যা যদি সমাধান হতো তাহলে আমাদের সমাজের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আত্মহত্যার পথ বেছে নিতো। নিজের জীবন দিয়ে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলত। কিন্তু সেটা সবসময়ই ভুল সিদ্ধান্ত। আত্মহত্যা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। আমাদের জীবনে হয়তো আমরা সবকিছু পেয়ে সুখী নই। আবার অনেকে আছে যাদের কিছু নেই তবুও সুখে দিন পার করছে। সবকিছুর মাঝে যদি আসলে সুখ খুঁজতে যাওয়া হয় তাহলে অপূর্ণতার হাহাকার ভেতরটাকে শেষ করে দিবে। মানসিক শান্তি হারিয়ে যাবে।
আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে হয়তো সুখী কিংবা অসুখী। কখনো হয়ত বিষয়গুলো আমরা কারো কাছে প্রকাশ করতে পারি না। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও পলাশ সাহা হয়তো নিজের অনুভূতিগুলো কাউকে বোঝাতে পারেননি। নিজের মাকে বলতে পারেনি কিন্তু নিজের সহধর্মিনীকে বোঝাতে পারেনি। তিনি সমাজের কাছে হয়তো সফল মানুষ ছিলেন। কিন্তু ব্যক্তি জীবনে নানার সমস্যার মধ্য দিয়ে দিন পার করছিলেন। নিজের সাথে নিজে যুদ্ধ করছিলেন। আসলে নিজের সাথে নিজে যুদ্ধ করে বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন। হয়তো শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। জীবনে যা কিছুই হয়ে যাক না কেন করো আত্মহত্যা কখনোই আমরা মেনে নিতে পারি না।
একজন মানুষের জীবনে কষ্ট দুঃখ কিংবা অনেক খারাপ লাগা থাকতেই পারে। তাই বলে কখনো আত্মহত্যা করা উচিত নয়। আত্মহত্যা কোন সঠিক সমাধান নয়। এর জন্য নিজেকে শক্ত রাখা উচিত। সবকিছুর মোকাবেলা করা শেখা উচিত। যখন সবকিছু থেকে কেউ ব্যর্থ হয়ে যাবে তখন নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত। তাই বলে নিজের জীবন দিয়ে অন্যকে বোঝানো উচিত নয় যে সে কতটা অপারগ ছিল। আত্মহত্যা কখনো কোনো সঠিক সমাধান নিতে পারেনা। আমার মনে হয় নিজের জন্য বাঁচা উচিত। নিজেকে বাঁচিয়ে রাখা উচিত। কারণ জীবন একটাই। একবার শেষ হয়ে গেলে কখনো ফেরানো যায় না। সবশেষে একটি কথাই বলতে চাই নিজের জন্য বাঁচুন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1920382940309082166?t=kOnNfUkg6xnVNF7qKAR23A&s=19
https://x.com/Monira93732137/status/1920495786598805602?t=rVOoh_29riLf_ZQzY06Pow&s=19
https://x.com/Monira93732137/status/1920496232331366507?t=lD7q4chOALDw94HgPFpsMg&s=19
আপু আপনার পুরো পোষ্টটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো।আপনার সাথে আমিও একমত।কারণ সব কিছুর সমাধান কিন্তু আত্মহত্যা হতে পারে না।আপনি যখন দেখবেন যে এই জিনিসটা আমার দ্বারা হচ্ছে না বা আমাকে বুঝতেছে না তখন সেখান থেকে সরিয়ে আসা ভালো।কিন্তু আত্মহত্যা কোনদিন কোন সমস্যার সমাধান হতে পারে না।যাই হোক আমাদের সকলের উচিত এই ধরনের কাজ গুলো থেকে বিরত থাকা।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া সবকিছুর সঠিক সমাধান আছে। ভেবে সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত।
ঘটনাটা দেখার পর থেকেই মনে হচ্ছে আমাদের জীবনে মানসিক শান্তিটাই সবচাইতে বড়। নিজের মায়ের এবং বউয়ের মধ্যে এমন ঝামেলার জন্য একটা মানুষ আত্মহত্যা করল। যদিও এটা কোন সমাধান না। কিন্তু তিনি এটা করে হয়তো দুইজনকেই বুঝিয়ে গেলেন তারা কেমন অসহনীয় করে তুলেছিল তার জীবন।।
ঠিক বলেছেন ভাইয়া জীবনে মানসিক শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আত্মহত্যা কখনই কোন সমাধান নয়।