জেনারেল রাইটিং-স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণা||

in আমার বাংলা ব্লগ9 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে ভালো লাগে। আবার মাঝে মাঝে নিজের কষ্টের অনুভূতিগুলো তুলে ধরতে পারবে ভেতরটা একটু হালকা লাগে। তাই আজকে আমি কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণা:

girl-1866959_1280.jpg

Source


কথায় আছে স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আসলে কথাটা একেবারে মিথ্যে নয়। আমরা আমাদের ছোট ছোট স্বপ্নগুলো নিয়েই বেঁচে থাকি। স্বপ্ন পূরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। কখনো সময়ের অপেক্ষা কখনো বা কারো অপেক্ষা। হয়তো স্বপ্নগুলো পূর্ণ করার চেষ্টায় আমরা মনের মাঝে হাজারো স্বপ্ন সাজাই। হাজারো আশা-আকাঙ্ক্ষা কোন একটা সময় গিয়ে রঙিন স্বপ্নে রূপ নেয়। কিন্তু যখন সেই স্বপ্ন শেষ হয়ে যায় কিংবা ভেঙ্গে যায় তখন বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যায়।


ছোট ছোট স্বপ্ন নিয়ে বাঁচতে ভালো লাগে। কিন্তু সেই ছোট ছোট স্বপ্ন গুলোর মাঝেও যখন বড় কালো মেঘ ঢেকে আঁধার করে দেয় তখন রঙিন স্বপ্নগুলো ফ্যাকাসে হয়ে যায়। আর সেই আঁধার কালো মেঘ থেকে আমরা কখনো আর আলোর দেখা পাই না। কখনো আর রঙিন স্বপ্ন এসে ধরা দেয় না। আর স্বপ্নের এই মায়াজালে তিলে তিলে শেষ হয়ে যেতে হয়। শেষ হয়ে যায় ভেতরটা। শেষ হয়ে যায় বেঁচে থাকার ইচ্ছে গুলো। স্বপ্ন ভাঙ্গার কষ্ট হয়তো কাউকে বোঝানো যায় না। কিন্তু তিলে তিলে ভেতরটাকে একেবারে ভেঙেচুরে শেষ করে দেয়।


জীবনে বেশি কিছু চাওয়ার নেই। তবুও কেন জানি বারবার ছোট ছোট চাওয়া গুলোই অপূর্ণ রয়ে যায়। ছোট ছোট ইচ্ছে গুলো বড্ড বেশি কষ্ট দেয়। ছোট ছোট ভালোলাগাগুলো বিষাদে রূপ নেয়। আর সেই ছোট ছোট কষ্ট গুলোই কোন একটা সময় এগিয়ে হৃদয়ে পাথর সমান কষ্টের সৃষ্টি করে। মনে হয় যেন ভেতরটা বড্ড ভারী লাগে। যেই কষ্টের ভার বহন করা কোন একটা সময়ে গিয়ে সাধ্যের বাইরে চলে যায়। তখন চাইলেও আর ভালো থাকা যায় না।


মাঝে মাঝে মনে হয় মৃত্যুর যন্ত্রণা যতটা কষ্টের স্বপ্ন ভাঙার কষ্ট তার চেয়ে কোন অংশে কম নয়। হয়তো মৃত্যুর যন্ত্রণা আমরা কেউ ভোগ করিনি। কিন্তু স্বপ্ন ভাঙার কষ্ট ভোগ করেছি। স্বপ্ন ভাঙার আর্তনাদ হৃদয়টাকে ভেঙ্গে চুরে শেষ করে দিয়েছে। বারবার যখন নিজের মনে লালিত স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যায় তখন ভাঙ্গা স্বপ্নের সাথে ভেতরটাও ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। আর মন ভাঙ্গা কিংবা অন্তরের ভেতর ভাঙ্গা টুকরো গুলো কাঁচের মতো বিধে।


ছোট ছোট স্বপ্নগুলো যখন পূর্ণ হয় তখন আমরা বেঁচে থাকার মানে খুঁজে পাই। আর ছোট ছোট ইচ্ছে গুলোর মাঝে আমরা ভালো থাকা খুঁজে নেই। কিন্তু যখন ছোট ছোট স্বপ্নগুলো ভেঙ্গে যায় আর ছোট ছোট ইচ্ছে গুলো অপূর্ণ থেকে যায়। তখন অপূর্ণতার ছায়ায় কোন একটা সময়ে আমরাও হারিয়ে যাই। আর ধীরে ধীরে হয়তো মৃত্যু আমাদেরকে কাছে ডাকে। হয়তো মৃত্যু দিয়েই আমাদের জীবনের সবকিছুর অবসান হবে। সব চাওয়া পাওয়া গুলো বিলীন হবে। সব অপূর্ন স্বপ্নগুলো হারিয়ে যাবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।