প্রত্যাশা এবং প্রাপ্তি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখতে অনেক ভালো লাগে। অনেক সময় আমরা অনেক কিছুর প্রত্যাশা করি আর প্রাপ্তির জায়গাটা অনেক সময় শূন্যতায় ভরে উঠে। কখনো বা পূর্ণতায় ভরে ওঠে। তাই সেই অনুভূতি থেকেই আজকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
প্রত্যাশা এবং প্রাপ্তি:

Source
আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে অনেক কিছুই প্রত্যাশা করি। হয়তো অনেক স্বপ্ন দেখি। হয়তো ভালো কিছুর প্রত্যাশা করি। কিন্তু দিনশেষে প্রাপ্তির জায়গাটা বড্ড বেশি শূন্য। আমাদের প্রত্যেকের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র আশা গুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে। নতুন স্বপ্ন দেখাতে সাহায্য করে। আসলে স্বপ্ন আমাদের নতুন ভাবে বাঁচতে শেখায়। স্বপ্ন আমাদের নতুনভাবে প্রত্যাশা করতে শেখায়। প্রত্যেকটা মানুষের জীবনেই হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা গুলো পূরণের লক্ষ্যই হয়তো আমরা এগিয়ে যাই।
যখন আমাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যাশা গুলো প্রাপ্তিতে পরিণত হয় তখন জীবনটা আনন্দে ভরে উঠে। আসলে ছোট্ট ছোট্ট ইচ্ছে গুলো যখন পূর্ণতা পায় তখন আনন্দের সীমা থাকে না। কিন্তু আমাদের জীবনের ছোট ছোট প্রত্যাশা গুলো যখন অপূর্ণতায় ভরে উঠে তখন জীবনটা সত্যিই বিষিয়ে ওঠে। জীবনে বেঁচে থাকার ইচ্ছে গুলো যেমন বিলীন হয়ে যায় তেমনি বেঁচে থাকার আশা-আকাঙ্ক্ষা কিংবা নতুনভাবে স্বপ্ন দেখার ইচ্ছেটাও হারিয়ে যায়। মনে হয় যেন এই ক্ষুদ্র জীবনে আর কিছুই চাওয়ার নেই। সবকিছুই শুধু অপূর্ণতায় ভরা।
আমরা অনেক সময় আমাদের জীবনের সাথে লড়াই করতে করতে কোন একটা সময় গিয়ে ক্লান্ত হয়ে পড়ি। জীবনের এই লড়াইয়ে কোনো একসময় হয়তো পরাজয় মেনে নিতে বাধ্য হই। আমরা সবাই জীবনের লড়াইয়ে জিততে চাই। কিন্তু পরিস্থিতি মাঝে মাঝে আমাদেরকে হারিয়ে দেয়। হয়তো পরিস্থিতির কারণে আমরা জীবন যুদ্ধে হেরে যাই কিংবা হার মেনে নিতে বাধ্য হই। এভাবেই হয়তো আমাদের প্রত্যাশাগুলো অপূর্ণতার ভিড়ে হারিয়ে যায়। হয়তো হাজার চেষ্টা করলেও সেই প্রত্যাশা গুলো পূর্ণ করা সম্ভব হয়ে ওঠে না। এটাই হয়তো জীবনের সমীকরণ।
সময়ের সাথে সাথে আমাদের জীবনের প্রত্যাশা গুলো যেমন রং বদলায় তেমনি প্রত্যাশা গুলো ছোট হয়ে আসে। তখন মনে হয় ছোট ছোট ইচ্ছে গুলোর মাঝেই বড্ড বেশি পূর্ণতা খুঁজে পাবো। কিন্তু কোন একটা সময় গিয়ে ছোট ছোট পূর্ণতাগুলোও হারিয়ে যায়। হারিয়ে যায় নিজের ভালোলাগাগুলো। বিলীন হয়ে যায় জীবনে বেঁচে থাকার ইচ্ছে গুলো। হয়তো হাজারো অপূর্ণতার ভিড়ে জীবন বিষন্নতায় ভরে ওঠে। কিংবা হাজারো অপূর্ণতার ভিড়ে প্রত্যাশা গুলো স্বপ্ন দেখতে ভুলে যায়। এভাবেই হয়তো পাল্টে যায় জীবনের ধারা
আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা আমাদের ছোট ছোট প্রত্যাশা গুলোকে যখন পূর্ণ করি তখন মনে হয় আমরাই হয়তো জীবনের সবচেয়ে সুখী মানুষ। কিন্তু ছোট ছোট খুশি গুলো যখন বিসর্জন দিতে হয় কিংবা অপূর্ণতায় ভরে উঠে তখন বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। প্রত্যাশা এবং প্রাপ্তি জীবনের দুই সমীকরণ। প্রত্যাশা যেমন আমাদের মনে নতুন আলোর আশা জাগায় তেমনি প্রাপ্তি আমাদেরকে পূর্ণতা এনে দেয়। কিন্তু কখনো কখনো প্রাপ্তি গুলো শূন্য থেকে যায়। তখন প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে জীবন পাড়ি দিতে হয়। এভাবেই হয়তো কোন একদিন জীবনের শেষ দিন চলে আসে। আর শেষ হয়ে যায় সব প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গা গুলো।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1911043131023523911?t=S7QfeF0ZMMvX-8_V-kFzJw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1910945199620317503?t=cp39KZi0uHoz8mFzYWLJJA&s=19
https://x.com/Monira93732137/status/1910945914908512641?t=4ytGKcF8YvHHGRmeVyiQuA&s=19
https://x.com/Monira93732137/status/1910985326241464747?t=7s97tVUL5T4JYW8HVYkfuA&s=19
https://x.com/Monira93732137/status/1911074154771800365?t=z80QkAEUVOibOtlaGNQgew&s=19
https://x.com/Monira93732137/status/1911074554233200953?t=nX5wvakSdFuJJo1qByL1ew&s=19
https://x.com/Monira93732137/status/1911074998401503663?t=smFbz-RxvqPor_5iFW3gQw&s=19
https://x.com/Monira93732137/status/1911076613690921226?t=1mT4nL8ES3iVOqjJ87GBAA&s=19
আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের প্রত্যেকের জীবনে ছোট-বড় অনেক প্রত্যাশা থাকে তবে তা কিছু কিছু পূর্ণতা পায় কিছু অপূর্ণই থেকে যায়। তবে দিনশেষে দেখা যায় জীবনে প্রত্যাশা যা থাকে তার তুলনায় প্রাপ্তির সংখ্যা অনেক কম থাকে।