কবিতা-উদাসীন মন|
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি উদাসীন মন নিয়ে একটি কবিতা লিখার চেষ্টা করেছি।জানিনা কেমন হয়েছে।তবুও নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছি।
উদাসীন মন:

Source
উদাসীন মন আমার,
থাকে না আর ঘরে।
ঘুরে ফিরে শুধু ,
তোমার কাছে ছুটে।
উদাসীন মন শুধু,
চায় তোমায় পাশে।
তুমি থাকলে সামনে,
চাইনা আর কোনো কিছু।
যখন তুমি থাকো,
আমার থেকে দূরে।
তখন শুধু চারিদিকে,
উদাসীন মন তোমায় খোঁজে।
তোমার দেখা না পেলে,
মন ছটফট করে।
ভাবী শুধু তোমার কথা,
এই বুঝি তুমি এলে নিরালায়।
আকাশ বাতাস জানে,
শুধু আমার হৃদয়ের কথা।
তোমার ভালোবাসা ছাড়া,
এই মন ভেঙে হবে বড়ই বেসামাল।
যখন ভালোবাসার মানুষ গুলো থাকে না পাশে তখন উদাসীন মন থাকে না ঘরে।ছুটে যায় ভালোবাসার মানুষটার কাছে।ভালোবাসার মানুষটি যখন পাশে থাকে তখন খুবই খুব ভালো লাগে।যখন থাকে না সে পাশে মন শুধু ছুটে যায় তারই খুঁজে।এই বুঝি এলো সে ফিরে।আপন মানুষ দূরে থাকলে কোনো কিছু ভালো লাগে না।মনটা তখন ছটফট করে তার কথা ভেবে।কখন সে আসবে ফিরে আমারই কাছে মন শুধু একটাই কথা ভেবে যায়।মন তখন উদাসীন হয়ে যায় প্রিয় মানুষ টির জন্য।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:
https://x.com/Maria182143171/status/1941851352180953568?t=mV4GD-kLA7OegXIUr7h4Zg&s=19
https://x.com/Maria182143171/status/1941858219691069717?t=BNgXViL9qXqh3Nq4xZ0Fjg&s=19
https://x.com/Maria182143171/status/1941858909591085511?t=YMNtauD_o0pClueRXBUpqA&s=19
https://x.com/Maria182143171/status/1941884376863924359?t=hS_xB-H8x99r6OrzGJ5FTA&s=19