কবিতা-মা|

in আমার বাংলা ব্লগ10 hours ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি মা কে ঘিরেই একটি কবিতা লিখতে যাচ্ছি। চেষ্টা করেছি কবিতাটি সুন্দরভাবে তুলে ধরার জন্য।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


মা:


ai-generated-7992787_1280.jpg

Source



মা কথাটি ছোট হলেও,
ছোট সে নয়।
সবার থেকে আপন তিনি,
যিনি হলেন মা।


নিজে না খেয়ে,
সন্তানকে খাওয়ান।
তিনি আর কেউ নয়
সবার প্রিয় মা।


শত হাজার কষ্ট,
রাখছে বুকে জমিয়ে।
তবু যে হাসছে মন খুলে,
সন্তানের মুখের পানে চেয়ে।


যদি হয় চোখের আড়াল,
তার প্রিয় সন্তান।
পুরো দুনিয়া অন্ধকার,
হয়ে যায় তার।


তার হয়না তুলনা,
তিনি যে সবার সেরা।
ভালোবাসায় ভরা,
সে যে আমার প্রিয় মা।


মা আমাদের অতি প্রিয় আপনজন।যদিও মা শব্দটি ততটা বড় নয় কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ মা শব্দটি। মা ছাড়া পৃথিবীতে সবকিছু শূন্য মনে হয়। মায়ের মত আদর যত্ন করে ভালোবাসা দিয়ে কেউ আমাদের আগলে রাখবে না। মা কখনো আমাদের চোখের আড়াল হতে দেয় না। সব সময় আমাদের নিজের জীবন দিয়ে আগলে রাখে। আমরা সবাই আমাদের মাকে ভীষণ ভালোবাসি।সব সময় চাই মা ভালো থাকুক হাসি মুখে। আজকে আমি মাকে ঘিরে একটা কবিতা লিখেছি। আশা করি আমার লেখা কবিতাটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 9 hours ago 

IMG_20250510_145410.png

IMG_20250510_145401.png

IMG_20250510_145348.png

 3 hours ago 

মা শব্দটি ছোট হলেও মায়ের প্রতি ভালোবাসা, আদর, স্নেহ সব কিছুর বিশালতা অনেক বেশি। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন কবিতা লিখেছেন আপনি।