কবিতা-নীরবতা|

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি কবিতা লিখতে যাচ্ছি।আশা করি সকলের কাছে কবিতাটি ভালো লাগবে।


নীরবতা:


girl-7488739_1280.jpg

Source



নীরবতা বড়ই অদ্ভুত,
কখনও হাসায় মোদের।
আবার কখনও নীরবতা,
কেড়ে নেয় সেই হাসি।


এমন দুনিয়ায় আছি,
যেইখানে নেই কোনো প্রতিবাদ।
চুপ থাকলে হয়ে,
যায় জীবন বরাবর।



যত জ্বালা যন্ত্রণা,
আছে এই হৃদয়ে।
গেঁথে রাখি সব,
গোপন করে নীরবে।



যেই যন্ত্রণা দেখেনা।
কেউ প্রিয় মানুষ ছাড়া।
বুঝে না কেউ,
কষ্টে মন আমার ভরা।



শুধু দেখে মুখের হাসি,
অন্তরে যে কান্নার তৈরী।
যে কান্নায় ভেসে,
যায় প্রিয়জনের বুক।


তবুও জীবন আমার,
চলুক নিজের মত করে।
শুধু প্রিয়জনের সঙ্গে,
নীরবতায় থেকে।


আমার জীবনের যতই কষ্ট থাকুক না কেনো সব কষ্ট দূর হয় প্রিয় মানুষ টার বুকে মাথা রাখলে।যতই যন্ত্রণা থাকুক মনে পুরো পৃথিবী হাসি মুখ টাই শুধু দেখে।কেউ দেখে মনের ব্যথা।কেউ বুঝে না কেনো এই নীরবতা। শুধু দেখে হাসি।জানে না তো হাসির আড়ালে লুকানো কষ্ট রেখেছি চেপে নীরবতায়।আজকে আমি কবিতায় এমন কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি।আসলে আমাদের মনে যায় কিছু থাকুক সকলের সামনে হাসি মুখে থাকি।এইটাই বুঝাতে চেয়েছিলাম কবিতাটির মাধ্যমে।আশা করি আমার লেখা কবিতাটি সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 16 days ago 

IMG_20250810_090044.jpg

 15 days ago 

বাহ খুব সুন্দর একটি কবিতা লিখেছেন তো আপু।নীরবতা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আপনার। আসলে অনেক মানুষ দেখা যায় শত কষ্টে মুখে হাসি রাখে। আরে হাসির মধ্যে থাকে নীরবতা। খুব সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখেছেন আমাদের মাঝে।

 14 days ago 

নীরবতা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই চমৎকার কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি যেভাবে এত চমৎকারভাবে সবকিছু ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি একের পর এক খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷