জেনারেল রাইটিং-সময়ের সাথে সাথে বন্ধুত্বের মধ্যে দূরত্ব বেড়ে যায়।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি সময়ের সাথে সাথে বন্ধুত্বের মধ্যে দূরত্ব বেড়ে যায় এই টপিক নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
সময়ের সাথে সাথে বন্ধুত্বের মধ্যে দূরত্ব বেড়ে যায়:

Source
বন্ধুত্ব এমন একটা জিনিস যার নাম শুনলেই অন্যরকম এক ভালো লাগা কাজ করে। বন্ধু মানেই ভালোবাসা বন্ধু মানেই সকল আবদার।সকল অভিমান সকল ভালো মন্দের কথা শেয়ার করা। যাকে মন খুলে সবকিছু বলা যায়।যে সকল বিপদে-আপদে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। বিপদে কখনো ছেড়ে যায় না। বন্ধু মানেই আত্মার সম্পর্ক।বন্ধুত্বের সম্পর্ক খুবই মধুর একটি সম্পর্ক। যে সম্পর্কে থাকেনা কোন স্বার্থ।
এক সময় যেই বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করা হতো।এখনও সময়ের অভাবে টা হয়ে উঠে না।একসাথে খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো, সময় কাটানো,আড্ডা দেওয়া হত। প্রায় বলতে গেলে ২৪ ঘন্টার মধ্যে ১০ ঘন্টা বন্ধুদের সাথেই কেটে যেত।কিন্তু আজ হয়তো বা ২৪ ঘন্টার মধ্যে ১০ঘন্টা তো দূরে থাক।দশ মিনিটও তার সাথে পাশাপাশি থাকা হয় না।
সময়ের সাথে সাথে দূরত্বটাও বেড়ে গিয়েছে। হয়তোবা কথা হয় কিন্তু দেখা হয় না। কখনো বা কথা হয় দুই একদিন পরপর। অথচ আগে যে বন্ধুদের সাথে দেখা না হলে ছুটে যেতাম তার বাড়িতে। কিন্তু আজ সেই বন্ধু থাকে হাজার কিলোমিটার দূরে। দেখা হয় বছরে হয়তো দুই একবার।আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়।বন্ধুত্বের সম্পর্কটাও যেন সময়ের সাথে সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। মেয়েরা হয়তোবা সবসময় তাদের বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যেতে পারেনা। কিন্তু ছেলেদের বন্ধুত্বটা আজীবন থেকে যায়।
তারা চাইলেই পারে নিজেদের বন্ধুদের সাথে গিয়ে ঘুরতে। কিন্তু মেয়েদের জীবনটা একটা অন্য সূত্রে বাঁধা পড়ে যায়।তারা চাইলেও হয়তোবা তাদের বন্ধুদের সাথে যেতে পারে না কোথাও দূরে হারিয়ে যেতে। সত্যিই সময় গুলো বড় অদ্ভুত।আগে যাদের ছাড়া একটা ঘন্টা থাকলে মনে হতো কখন শেষ হবে বন্ধের দিন। আবারো শুরু হবে দুষ্টামি আড্ডা অনেক মজা করার সময়।কিন্তু এখন সময়ের সাথে দূরত্বটা বেড়ে গেছে অনেক। ছড়িয়ে ছিটিয়ে রয়েছি একেক জন একেক জায়গায়। বন্ধুদের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্ত গুলো আবারো ফিরে পাব কিনা জানিনা।তবে ভালো থাকুক সকল সবাই।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1966180208878432440?t=Ub-dZ9DOYc0x-f9F7SM7FA&s=19
https://x.com/Maria182143171/status/1966182160303628435?t=8etThF_bgylAXLQog6a-qg&s=19