শৈশবে ফেলে আসা স্মৃতি- ডুবতে ডুবতে ফিরে আসা

in আমার বাংলা ব্লগ21 hours ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। দিন যায় কথা থাকে। দিন কিন্তু সত্যি সত্যি চলেই যাচ্ছে। চলে যাচ্ছে সময়। সময় কখন আসে আর কখনই বা যায় সেটা টেরই পাই না। তাই ব্যস্ততার পরিমানও দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আজকাল যেন জীবনের সাথে যুদ্ধ করেই জীবন পার করতে হচ্ছে। তবুও সময় করে বসে পড়লাম আপনাদের জন্য একটু লেখালেখি করার জন্য। আমি আশা করি আজকের ব্লগ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। সব সময় চেষ্টা করি ভালো ভালো ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

image.png

প্রতিটি মানুষের জীবনে ছেলেবেলা হলো একটি স্বর্ণযুগ। আমরা কেউ কিন্তু আমাদের ছেলেবেলাকে ভুলতে পারি না।জীবনের প্রতিটি পদে পদে আমাদের কাছে আমাদের ছেলেবেলা ধরা দেয় স্মৃতি হয়ে। ছেলেবেলার সেই আনন্দঘন দিনগুলো আমাদের জীবনে মাঝে মাঝে মধুর স্মৃতি বিলিয়ে দেয়। নিয়ে যায় সেই শৈশবের কিছু সুন্দর মূহূর্তে। যেখান থেকে ফিরে আসাটাই বেশ মুশকিল। তবুও আমরা ফিরে আসি। আমাদের কে ফিরে আসতে হয়। তাই তো আজ আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার সেই ছেলেবেলার আরও কিছু স্মৃতি ভাগাভাগি করে নেওয়ার জন্য।

ছোটবেলার স্মৃতিগুলো সবসময়ই আলাদা রকম অনুভূতি জাগায়। সেসব দিনে আমরা ছিলাম অনেকটাই নির্ভার। কোন দুশ্চিন্তা ছিল না, কোন হিসাব নিকাশ ছিল না। শুধু বন্ধুদের সাথে মজা করা আর সময় কাটানোই ছিল জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমি আজ যে ঘটনার কথা লিখতে যাচ্ছি তা আমার ছোটবেলার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখনও সেই দিনের কথা মনে পড়লে শরীর কেঁপে ওঠে। মনে হয় কত বড় বিপদ থেকে আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। আমি আর আমার কয়েকজন বন্ধু ঢাকার রমনা পার্কে প্রায়ই যেতাম। রমনা পার্কের প্রকৃতি ছিল আমাদের কাছে এক স্বর্গের মতো। স্কুল শেষে প্রায়ই আমরা সেখানে সময় কাটাতাম। পার্কের ভেতরের গাছপালা, খোলা জায়গা, আর চারপাশের শান্ত পরিবেশ আমাদের অনেক আনন্দ দিত। সেই সময়ের আমাদের আনন্দ মানে ছিলো হাসি খুশি আর দৌড়ে বেড়ানো। আমরা যখনই একসাথে হতাম তখন আর সময়ের হিসাব রাখতাম না।

রমনা পার্কে একটা সুন্দর লেক আছে। আমরা ছোটবেলায় সেই লেককে একধরনের রহস্যময় জায়গা ভাবতাম। দূর থেকে দেখলে মনে হতো পানির ওপরে এক অদ্ভুত সৌন্দর্য ভেসে বেড়াচ্ছে। লেকের চারপাশে হাঁটার পথ ছিল, যেখানে মানুষজন হাঁটাহাঁটি করতো। আমরা বন্ধুরা মাঝে মাঝেই লেকের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম আর পানির দিকে তাকিয়ে থাকতাম। তখন আমাদের মনে হতো কত মজা হতো যদি আমরা পানিতে নেমে খেলতে পারতাম। একদিন আমরা সত্যিই এমন একটি সিদ্ধান্ত নিলাম যা পরে ভয়াবহ হয়ে দাঁড়ায়। আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে রমনা পার্কের লেকে গোসল করবো। তখন আমাদের বয়স খুবই কম। আসলে তখন আমরা বুঝতেই পারতাম না যে লেকের পানিতে নামা কতটা বিপজ্জনক হতে পারে। শুধু মনে হয়েছিল এটা একটা মজার খেলা হবে।

সেদিন আমরা সবাই একসাথে লেকের পানিতে নামলাম। প্রথমে খুব ভালো লাগছিল। বন্ধুরা পানিতে ছিটাছিটি করছিল, হাসছিল, মজা করছিল। আমি যদিও সাঁতার জানতাম না, তবুও নামতে দ্বিধা করিনি। ভেবেছিলাম হাতে পায়ে নাড়লেই হয়তো টিকে থাকতে পারবো। প্রথম দিকে তেমন সমস্যা হয়নি। কিনারার কাছাকাছি থাকায় খুব একটা অসুবিধা বুঝতে পারিনি। কিন্তু সমস্যাটা তখনই শুরু হলো যখন অজান্তেই আমি কিনারা থেকে দূরে চলে গেলাম। পানি পা টানতে টানতে আমি লেকের মাঝের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর টেরও পাচ্ছিলাম না। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। পানি তখন আমার মাথার ওপরে চলে গেছে। আমি চেষ্টা করছিলাম হাত পা নাড়িয়ে ভেসে থাকার কিন্তু পারছিলাম না।

একটা সময় মনে হলো আমি ডুবে যাচ্ছি। চারপাশে শুধু পানি আর পানি। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বুকের ভেতর পানি ঢুকে যাচ্ছিল। আমি জোরে চিৎকার করতে চাইলাম কিন্তু মুখ খুললেই পানি ভেতরে ঢুকে যাচ্ছিল। সেই কয়েক সেকেন্ড আমার কাছে যেন কয়েক ঘণ্টার মতো লাগছিল। মনে হচ্ছিল এই তো শেষ, আমি আর বাঁচবো না। ঠিক তখনই আমার বন্ধুরা আমাকে দেখে ফেলে। তারা জোরে চিৎকার করে অন্যদের ডাকছিল আর নিজেরাও আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। তাদের মধ্যে দুজন দেরি না করে পানিতে ঝাঁপ দিল। অনেক কষ্ট করে তারা আমাকে ধরে টেনে আনলো। আমি তখন প্রায় অচেতন হয়ে পড়েছিলাম। তারা আমাকে কিনারায় তুলে আনলো। আমি তখনও শ্বাস নিতে পারছিলাম না ঠিকমতো। অনেক পানি খেয়ে ফেলেছিলাম। বুকের ভেতর ভারি হয়ে ছিল। বন্ধুদের প্রচেষ্টা আর সেদিন তাদের তৎপরতাই আমাকে নতুন জীবন দিল। যদি তারা একটু দেরি করতো তবে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না।

সেই ঘটনার পর আমি বুঝতে পারলাম জীবন কতটা মূল্যবান। এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত কত বড় বিপদ ডেকে আনতে পারে। আমি সত্যিই সেদিন এক নতুন করে জন্ম নিয়েছিলাম বলা যায়। সেদিনের ভয় আর যন্ত্রণা আজও ভুলতে পারিনি। এরপর থেকে আর কোনোদিন পানিতে নামার সাহস করিনি। লেক দেখলেই মনে হয় আমি আবার ডুবে যাচ্ছি। ভেতরে ভেতরে এক ধরনের ভয় কাজ করে। যদিও অনেকে বলে সাঁতার শিখে নেওয়া উচিত, কিন্তু আমার মনে সেই ভয় এতটাই গভীরভাবে গেঁথে গেছে যে আর কখনো চেষ্টা করিনি। তবে একটা ব্যাপার আমি শিখেছিলাম, আর তা হলো বন্ধুত্বের মূল্য। আমার বন্ধুরা যদি সেদিন আমার পাশে না থাকতো তবে আমি আজ জীবিত থাকতাম না। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। বন্ধুত্বের প্রকৃত মানে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম।

এখন যখন আমি সেই দিনের কথা মনে করি তখন ভয় আর কৃতজ্ঞতা একসাথে অনুভব করি। ভয় হয় কারণ আমি মৃত্যুর এত কাছে গিয়েছিলাম। কৃতজ্ঞতা হয় কারণ আমার বন্ধুরা আমাকে নতুন জীবন উপহার দিয়েছিল। রমনা পার্ক এখনও আছে, এখনও অনেক মানুষ সেখানে যায়, লেকের পাশে বসে গল্প করে। মাঝে মাঝে আমি দূর থেকে সেই লেকের দিকে তাকাই কিন্তু কাছে যাই না। মনে হয় সেই লেকের ভেতরে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিটা আজও লুকিয়ে আছে। আমি বুঝেছি জীবনকে হেলাফেলা করা উচিত নয়। ছোটখাটো সিদ্ধান্তও কখনো কখনো বড় বিপদের কারণ হতে পারে। সেই একদিনের অভিজ্ঞতা আমার গোটা জীবনের চিন্তাভাবনা বদলে দিয়েছে।

শৈশবের সেই দুষ্টুমি আজ আমার কাছে এক শিক্ষার মতো। আমি এখন সবকিছুর আগে নিরাপত্তা নিয়ে ভাবি। কোনো কাজ করার আগে অনেক ভেবে নিই। হয়তো সেই ভয়াবহ অভিজ্ঞতাই আমাকে আজকের আমি বানিয়েছে। বন্ধুদের সাথে কাটানো সেসব দিনগুলো অবশ্যই আমার কাছে অমূল্য স্মৃতি হয়ে আছে। তবে রমনা পার্কের লেকের সেই ঘটনা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। জীবনের দাম যে কত

জানিনা কেমন লাগলো আমার আজকের টপিকটি। আশা করি আপনাদের কাছে আজকের পোষ্টটি বেশ ভালা লাগলো। ভালো থাকবেন, সুখে থাকবেন। আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️