জেনারেল রাইটিং:-"পবিত্র লাইলাতুল কদরের তাৎপর্য "II written by @maksudakawsarII
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। জীবন যেমনই যাক না কেন, জীবনে চাই একটু শান্তি আর প্রশান্তি। আর সেই প্রশান্তি যদি হয় মনের ভিতর থেকে তাহলে তো কোন কথাই নেই। মন হয়ে উঠে সতেজ এবং চাঙ্গা। আর মন কে চাঙ্গা রাখতে চাই একটু শান্তি আর সুন্দর কিছু সময়। যা কিনা আমাদের কে এনে দিবে প্রশান্তির ছোয়া। চলে আসলাম বন্ধুরা আজও আবারও আপনাদের মাঝে। আশা করবো আজও আমার লেখা দিয়ে আপনাদের মন কে জয় করতে পারবো।
প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ইবাদতের রাত হলো পবিত্র লাইলাতুল কদরের রাত। যা কিনা সমস্ত বিশ্বের মুসলমান গন উৎসাহ আর উদ্দীপনা নিয়ে পালন করে থাকে। লাইলাতুল কদর অর্থ হলো শ্রেষ্ঠ রজনী। এই রাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত, যা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে পড়ে। বিশেষ করে ২৭তম রাতকে লাইলাতুল কদর হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই রাতের বিশেষত্ব ও তাৎপর্য নিয়ে আল-কুরআন ও হাদিসে অসংখ্য বিবরণ পাওয়া যায়। যেখান এই রাত নিয়ে অসংখ্য বর্ণনা তুলে ধরা হয়েছে।
লাইলাতুল কদর হচ্ছে সেই রাত, যে রাতে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেন। পবিত্র কুরআনের মহান রাব্বুল আলামিন বলেন--"নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে।" তাহলে বোঝা যায় যে, কুরআনের প্রথম ওহি লাইলাতুল কদরে প্রেরণ করা হয়, যা সমগ্র মানবজাতির জন্য এক মহা নিয়ামত।আল্লাহ তায়ালা এই রাতকে এতটাই মহিমান্বিত করেছেন যে, তিনি বলেন-"লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম।" (সূরা কদর ৯৭:৩)। হাজার মাস প্রায় ৮৩ বছরের সমান। অর্থাৎ, এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান সওয়াব অর্জন করার সুযোগ এনে দেয়।
এ রাতের আরেকটি বিশেষত্ব হলো, এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আগমন করেন। এছাড়াও, হাদিসে বর্ণিত আছে যে, ফেরেশতারা মুমিনদের জন্য দোয়া করতে থাকেন এবং এ রাত শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীতে শান্তি বিরাজ করে। এই রাতে এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। কুরআনে বলা হয়েছে-"সে রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা হয়। মানুষের জীবন, রিজিক, মৃত্যু, সফলতা ইত্যাদি সম্পর্কিত সিদ্ধান্ত লাইলাতুল কদরের রাতে নির্ধারণ করা হয়।
রাসুলুল্লাহ (সা.) বলেন: "যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে ও সওয়াবের আশায় ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।তাছাড়া লাইলাতুল কদরের রাতে বেশী বেশী করে ‘’ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি, অর্থ: "হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন।" লাইলাতুল কদরে বেশি বেশি কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদ নামাজ, জিকির-আজকার ও নফল নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত হলো আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। এজন্য অনুতপ্ত হয়ে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা উচিত। লাইলাতুল কদর মুসলমানদের জন্য এক বিশেষ রহমত ও বরকতের রাত। এটি আত্মশুদ্ধি, গুনাহ থেকে মুক্তি ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। তাই আমাদের উচিত, এই রাতে যথাযথ ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তাঁর অনুগ্রহ লাভের চেষ্টা করা।
বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের লেখাগুলো? আশা করবো প্রতিদিনের মত করে আজও আপনারা আমার লেখা পড়ে মুগ্ধ হয়েছেন। আশা করবো মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
