জেনারেল রাইটিং:-টাকা ধার দেওয়া না সম্পর্ক নষ্ট করা? সিদ্ধান্ত নিন জেনে শুনে
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।
প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

জীবনে আমরা সবাই কমবেশি এমন পরিস্থিতির মুখোমুখি হই, যখন কোনো কাছের মানুষ, বন্ধু কিংবা আত্মীয় এসে বলে “একটু টাকা ধার দিবি?” আর আমরা তখন মানুষ হিসেবে সাহায্য করতে চাই । সম্পর্ক রক্ষা করতে, ভালোবাসা দেখাতে কিংবা সহানুভূতির জায়গা থেকে না বলতে কষ্ট হয়। কিন্তু সবসময় কি আমরা ঠিক করি? টাকা ধার দেওয়া মানেই শুধু টাকা দেওয়া নয়, সেখানে জড়িয়ে থাকে বিশ্বাস, প্রত্যাশা এবং সম্পর্কের সূক্ষ্ম এক সেতু। এই সেতুটা ভাঙে খুব সহজে, আর তখন শুধু টাকা নয়, ভেঙে পড়ে অনেক বছরের গড়ে তোলা সম্পর্কও।
সবাই যে টাকা ধার নিলে তা ফেরত দেবে, এমন নয়। কেউ কেউ সময়মতো দিতে না পারলেও লজ্জায় মুখ দেখায় না, আবার কেউ হয়তো ইচ্ছেকৃতভাবেই ভুলে যায়। এতে বিশ্বাস ভাঙে, আর শুরু হয় দূরত্ব। যে মানুষটিকে টাকা দেওয়া হয়, তার কাছ থেকে তা ফেরত চাওয়ার সময় মনে হয় যেন তাকে অপমান করা হচ্ছে। তখন এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আমরা হয়ত বারবার মনে করিয়ে দিতে চাই না, অথচ ভিতরে ভিতরে ক্ষোভ জমে ওঠে। আগে যেখানে ছিল হাসি-মজা, খোলামেলা কথা, সেখানে এসে পড়ে একটি চাপা টান। “আমি তো ওকে টাকা দিয়েছি, সে ফেরত দেয়নি” এমন ভাবনা সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট করে।
একবার যদি এ রকম খারাপ অভিজ্ঞতা হয়, পরবর্তীতে কাউকে সাহায্য করতে ভয় লাগে। আর সেই মানুষটিকেও আমরা আর আগের মতো বিশ্বাস করতে পারি না। না, বিষয়টি এত কঠোর নয়। জীবন তো একেবারে সাদাকালো নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে, যখন না বলাটাও অমানবিক হয়ে পড়ে। বিশেষ করে কেউ সত্যিই বিপদে থাকলে, আমাদের মানবিকতা সেখানে এগিয়ে আসে। তবে কিছু বিষয় মাথায় রাখলে ক্ষতি এড়ানো যায়।
যতটুকু দিলে নিজের ক্ষতি হবে না, ততটুকুই দেওয়া ভালো। কখনোই নিজের প্রয়োজন বা সঞ্চয়ের কথা ভুলে গিয়ে কারও জন্য সর্বস্ব দিয়ে দেওয়া ঠিক নয়। মন থেকে টাকা দিয়ে ভাবতে হবে যে এটা ফেরত না এলেও মানসিক শান্তি থাকবে। সবসময় “হ্যাঁ” বললেই যে ভালো মানুষ প্রমাণ পাওয়া যায়, তা নয়। কখনো কখনো "না" বলাটাই সম্পর্ক বাঁচানোর শ্রেষ্ঠ উপায়। শালীনভাবে, সরল ভাষায় “এ মুহূর্তে পারছি না” বললে অপর পক্ষও বোঝে।
হ্যাঁ, অবশ্যই। কিন্তু বাস্তব জীবনে আমরা দেখতে পাই, টাকার লেনদেনেই সবচেয়ে বেশি সম্পর্ক ভাঙে। এটা কেবল টাকা নিয়ে নয়, বরং সে টাকার পেছনে থাকা প্রত্যাশা, দায়িত্ব ও পারস্পরিক সম্মানের জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় বলেই সমস্যা হয়। অনেক সময় আমরা ভাবি, “ও তো আপনজন, একটু টাকা দিলেই বা কী!” কিন্তু যখন সেই আপনজন ফোন ধরা বন্ধ করে দেয়, মেসেজের উত্তর দেয় না, তখন অনুভব করি, কাছের মানুষ কত সহজেই দূরের হতে পারে। তখন শুধু টাকার কষ্ট নয়, সম্পর্ক হারানোর বেদনায় মন ভারী হয়ে ওঠে।
টাকা ধার দেওয়া মানেই সম্পর্কের ঝুঁকি নেওয়া। এটা বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সবার আগে নিজের সীমাবদ্ধতা চিনতে হবে। আর কারো কষ্টে সহানুভূতি দেখাতে গিয়ে যদি নিজের শান্তি হারিয়ে ফেলা হয়, তাহলে সেটা দয়া নয়, নিজের প্রতি অন্যায়। তাই "না" বলতে ভয় পাওয়া ঠিক নয়। সম্পর্ক, সময় ও মানসিক শান্তি, এগুলো অনেক দামী, টাকার থেকেও বেশি। স্মরণে রাখা ভালো যে টাকা ফেরত না পাওয়ার যন্ত্রণার থেকে, কাছের মানুষকে হারানোর যন্ত্রণা আরও গভীর। তাই কখনো কখনো, টাকা ধার না দেওয়াটাই সম্পর্ক বাঁচিয়ে রাখার সবচেয়ে সহজ উপায়।
বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের লেখাগুলো? আশা করবো প্রতিদিনের মত করে আজও আপনারা আমার লেখা পড়ে মুগ্ধ হয়েছেন। আশা করবো মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

টাকা সম্পর্ক নষ্ট করে। টাকা ধার দেয়ার পর অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা কারো বিপদ দেখলে এগিয়ে আসি। কিন্তু পরে সমস্যায় পড়তে হয়। আর সম্পর্ক খারাপ হয়ে যায়।
ধন্যবাদ আপু।
https://x.com/maksudakawsar/status/1920903982219661499
https://coinmarketcap.com/community/post/358676792
https://x.com/maksudakawsar/status/1920904935509500411
https://x.com/maksudakawsar/status/1920905220407558652