জেনারেল রাইটিং- টাকা ধার দিলে সম্পর্ক খারাপ হয় যে কারনে

in আমার বাংলা ব্লগ11 hours ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো "টাকা ধার দিলে সম্পর্ক খারাপ হয় যে কারনে "

banknotes-7850299_1280.jpg

source

টাকা মানুষের জীবনের খুবই মূল্যবান একটি সম্পদ। এই টাকার জন্যই পৃথিবী জুড়ে যত অশান্তি। টাকার জন্য যে কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে সেটা বলার নয়। টাকা মানুষকে স্বার্থপর করে তোলে। টাকা ছাড়া আমাদের জীবন অচল। আর এই টাকা যখন যার হাতে যায় তখন তার কথাই বলে। আমরা অনেক সময় আমাদের চারপাশের মানুষদের কে বিপদে টাকা ধার দিয়ে থাকি। কিন্তু সেই টাকাই যখন ফেরত চাইতে যাই তখন কতই না বিপদ নেমে আসে আমাদের জীবনে। আর তখন আমাদের সম্পর্কের মাঝে নেমে আসে ফাটল।যার কিছু কারন নিচে তুলে ধরা হলো-

সবচেয়ে সাধারণ সমস্যা হলো, সময়মতো বা একেবারেই টাকা ফেরত না দেওয়া। হয়তো তিনি ইচ্ছে করে দিচ্ছেন না, অথবা বাস্তবেই সমস্যায় পড়েছেন — যেকোনো কারণেই হোক, ফেরত না পাওয়ার কারণে মন খারাপ হয়, হতাশা তৈরি হয় এবং একটা সময়ের পর বিরক্তি জমে। অনেক সময় দেখা যায়, যিনি টাকা ধার নিয়েছেন, তিনি ধার দেওয়ার পর থেকে অদ্ভুত আচরণ করতে শুরু করেন। ফোন ধরেন না, দেখা করতে চান না বা বিভিন্ন অজুহাত দেন। এতে বোঝা যায়, হয় তিনি বিব্রত, না হয় তিনি ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করছেন।
যখন আপনি কাউকে ধার দেন, তখন কেউ কেউ আপনাকে "সহজ টার্গেট" ভাবতে শুরু করতে পারেন। পরবর্তীতে বারবার টাকার জন্য এসে বিরক্ত করেন, বা মনে করেন আপনি সবসময় সাহায্য করবেন। এতে আপনাকে অনেকে দুর্বল ভাবতে শুরু করেন। কিছু সময় ধার নেওয়া-দেওয়ার বিষয়টি অন্যদের মাধ্যমে জানাজানি হয়ে যায়। তখন সমাজ বা পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি নিয়ে কথা বলেন, যার ফলে সম্পর্কের উপর বাড়তি চাপ পড়ে।

আপনার বন্ধুর আর্থিক সমস্যা ছিল, আপনি তাঁকে সাহায্য করলেন। তিনি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাসখানেকের মধ্যে টাকা ফিরিয়ে দেবেন। ছয় মাস কেটে গেলেও টাকা ফেরত পাননি, এখন তিনি আপনার ফোন এড়ান। আপনি কি এখনও আগের মতো বন্ধু ভাবতে পারেন? এক আত্মীয় বারবার টাকা ধার নিচ্ছেন, কিন্তু কোনোদিন সময়মতো ফেরত দেন না। আপনি এখন তাঁকে দেখলে এড়িয়ে চলেন — সম্পর্ক আগের মতো নেই। তাহলে কি কাউকে সাহায্য করা যাবে না?

অবশ্যই সাহায্য করতে হবে। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, বিপদে একে অপরের পাশে দাঁড়ানো। তবে সাহায্য করার একটা সীমা থাকা উচিত। কিছু বিষয়ে খেয়াল রাখলে আপনি সম্পর্কও রক্ষা করতে পারবেন, আবার নিজের স্বার্থও বজায় রাখতে পারবেন। সবশেষে বলি, সম্পর্কের চেয়ে টাকা বড় নয়। তবে টাকা যদি সম্পর্ক ভাঙার কারণ হয়, তাহলে সাবধান হওয়া দরকার। প্রয়োজনে "না" বলা কখনো অন্যায় নয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে সম্পর্ক রক্ষা করতে।

টাকা ধার দেওয়া অনেক সময় আবেগের জায়গা থেকে করা হয়, কিন্তু তার ফলাফল যদি কষ্টের হয়, তাহলে সেটা নিয়ে ভাবা জরুরি। কারো সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইলে, টাকার ব্যাপারে পরিষ্কার থাকা জরুরি। মনে রাখবেন — টাকা একবার চলে গেলে ফেরত আসতেও পারে, কিন্তু সম্পর্ক একবার ভাঙলে তা জোড়া লাগাতে অনেক সময় লাগে। তাই বলি, টাকা ধার দেওয়ার আগে একবার না হয় ভেবেই নিই — সম্পর্কটা কি এতটাই মজবুত, না কি এক টাকাতেই সে ভেঙে পড়বে?

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png