ছোট ছোট দুঃসাহসিক অভিযান

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। তবে মনমানসিকতা ভালো নেই। আর মনমানসিকতা যদি ভালো না থাকে তাহলে শরীর মন অচল হয়ে পড়ে। তারপরেও আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি শৈশবের কিছু কথা নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার শৈশবের কিছু স্মৃতির অনুভূতি জেনে আসি।

image.png

ছেলেবেলা মানেই ছিল সাহসিকতার শুরু। আমাদের সরকারি কোয়ার্টারের চারপাশে অনেক ছোট ছোট জায়গা ছিল যেগুলো আমরা দুঃসাহসিক অভিযানে পরিণত করতাম। ছোট বড় গাছ, ঝোপঝাড়, খোলা মাঠ—এসব জায়গা আমাদের জন্য ছিল একধরনের অ্যাডভেঞ্চার স্পট, যেখানে আমরা নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করতাম, নতুন কিছু আবিষ্কার করতাম। আমাদের দুঃসাহসিক অভিযান শুরু হতো খুব সাধারণ কিছু বিষয় দিয়ে। যেমন গাছের ডালে চড়া, গলির শেষ প্রান্তে গিয়ে লুকোচুরি খেলা, কখনোবা এমন জায়গায় যাওয়ার চেষ্টা করা যেখানে আগে কেউ যায়নি। এই ছোট ছোট কাজগুলো আমাদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস গড়ে তুলত।

একবার আমরা একটা পুরনো বাগানে গিয়েছিলাম যেখানে অনেক বড় বড় গাছ আর ঝোপ ছিল। আমরা সেখানে গোপনে ঢুকে নানা ধরনের খেলা খেললাম। আমরা নিজেকে একদম রোমাঞ্চকর অভিযাত্রী মনে করতাম। সেই সময় আমাদের মনেই ছিল না কোনো ভয়, শুধুই ছিল কৌতূহল আর দুঃসাহস।আমরা মাঝে মাঝে রাতে অল্প আলো নিয়ে ছোট ছোট অভিযান করতাম। অন্ধকারে গাছপালার শব্দ শোনা, মাটির গন্ধ নেয়া—এসব ছিল আমাদের জন্য বড় ধরনের মজা। তখন আমরা মনে করতাম আমরা একদল অনুসন্ধানকারী, যারা নতুন দুনিয়া আবিষ্কার করতে বেরিয়েছি।

একবার আমরা একটা পুরনো বাগানে গিয়েছিলাম যেখানে অনেক বড় বড় গাছ আর ঝোপ ছিল। আমরা সেখানে গোপনে ঢুকে নানা ধরনের খেলা খেললাম। আমরা নিজেকে একদম রোমাঞ্চকর অভিযাত্রী মনে করতাম। সেই সময় আমাদের মনেই ছিল না কোনো ভয়, শুধুই ছিল কৌতূহল আর দুঃসাহস।আমরা মাঝে মাঝে রাতে অল্প আলো নিয়ে ছোট ছোট অভিযান করতাম। অন্ধকারে গাছপালার শব্দ শোনা, মাটির গন্ধ নেয়া—এসব ছিল আমাদের জন্য বড় ধরনের মজা। তখন আমরা মনে করতাম আমরা একদল অনুসন্ধানকারী, যারা নতুন দুনিয়া আবিষ্কার করতে বেরিয়েছি।

আমাদের অভিযানের মাঝে দুষ্টুমি ও মজার অনেক ঘটনা ঘটতো। যেমন কেউ লাফ দিয়ে নিচে পড়ে গেলে হালকা চোট পেত, কেউ গাছের ডালে আটকে যেত, আবার কেউ ভুল করে অন্য দলের গোপন জায়গায় ঢুকে যেতো। এসব ঘটনা আমাদের মাঝে হাসির ঝড় তোলে।এই ছোট ছোট দুঃসাহসিক অভিযান আমাদের জীবনকে আরও রঙিন করে তুলেছিল। এসব অভিজ্ঞতা আমাদের শেখায় কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয় এবং কিভাবে নতুন কিছু শিখতে হয়। আজও যখন এইসব স্মৃতি মনে পড়ে, মনে হয় সেই ছোট ছোট অভিযানগুলো ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যেখানে আমরা শিখেছিলাম সাহস, বন্ধুত্ব আর একতার মূল্য।ছেলেবেলার এই দুঃসাহসিক অভিযানগুলো আমাদের জীবনের শক্তি হিসেবে থেকে গেছে, যা আজও আমাদের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে।

কেমন লেগেছে আপনাদের সবার কাছে আজ আমার শৈশবে ফেলে আসা সুন্দর কিছু স্মৃতি নিয়ে পোস্টটি। আশা করছি আপনাদের সবার কাছে আমার পোস্টটি পড়েও অনেক ভালো লেগেছে সবাই ভালো ও সুস্থ থাকবেন সে পর্যন্ত আগামীতে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ আল্লাহাফেজ।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png