প্লাস্টিকের সেলফ কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি, বেচেঁ আছি আর সুস্থ আছি । আর বেচেঁ থাকাটাই হলো বড় পাওয়া। আমাদের চারপশে যা অবস্থা হচ্ছে বা শোনা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে সুস্থ ও বেচেঁ থাকাটাও হচ্ছে আল্লাহর একটি সবচেয়ে বড় নেয়ামত। আর সুস্থ আছি বলেই আপনাদের মঝে হাজারও সমস্যার মধ্য দিয়েও কোন না কোন ভাবে এসে হাজির নতুন নতুন ব্লগ নিয়ে। সেইরকম ভাবে আজও নতুন একটি ব্লগ নিয়ে এলাম ।আজ আমি আপনাদের মাঝে লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম। তাহলে চলুন কি নিয়ে আজ আমার লাইফস্টাইল ব্লগাটি দেখে আসি।

image.png

image.png

প্লাস্টিকের সেলফ কেনার অনুভূতি

image.png

image.png

বেশ কিছুদিন যাবৎ আমাদের রান্না ঘরের জিনিসপত্র রাখার সেলফটি ভেঙ্গে গেছে । আর তাই ভাবলামে একটি সেলফ কিনে আনি। মার্কেটে যাওয়ার ইচ্চে থাকলেও কেন যেন যাওয়া হয়ে উঠছিল না। সেই ভাঙ্গা সেলফ দিয়েই চালাছিলাম। দেখা যাচ্ছে যে জিনিসপত্র রাখলে রেক এদিক বেকে যায়, তো ওদিক বেকেঁ যায়। তারপরে ভাবলাম যে নাতো আর হচ্ছে না। কখন যে থালাবাসনগুলো সব ভেঙ্গে যায়। আর তা দেখে আমরাও ভেঙ্গে পড়ি। আর তাই এই চিন্তা মাথায় নিয়ে দৌড়ে গেলাম আপু আর আমি মার্কেটে সেলফ কেনার উদ্দেশ্যে

image.png

মার্কেটে গিয়েতো দেখি যে সকল কিছুর সাথে সেলফের দোকানেও দামের আগুন লেগেছে। যেই দোকানেই যাই সেলফ কোন রকম পছন্দ হলেও দাম পছন্দ হচ্ছে না। কারন আগের জিনিসগুলো ছিল মজবুত ধরলেই বোঝা যেত যে শক্ত। কিন্তু এখন এই ধরনের জিনিসগুলো মনে হচ্ছে যে পাতলা। একটু ভারি কিছু রাখলেই ভেঙ্গে পড়ে যাবে। কি আর করা নিতে তো হবেই। কিন্তু দামে বনছেনা।আর দেখা যাচ্ছে সব দোকানেই একি দাম চেয়ে বসে আছে।কেউ ছাড় দিতে চাচ্ছে না।

image.png

আমাদের সাথে আরও অনেক কাষ্টমার সেলফ কিনতে এসেছে। তাদের মধ্যে একটি আপুকে দেখলাম যে আমরা যেই দোকানে যাই সেও সেই দোকানে যাচ্ছে। আর সেলফ দাম করছে। দেখা যাচ্ছে যে তারও মনে হয় বনছে না বা পছন্দ হচ্ছে না। এইভাবে দেখতে দেখতে অবশেষে কয়েকটি সেলফ থেকে একটি দোকানের একটি সেলফ পছন্দ হয়ে গেলো । আর দাম সে তো আর কি বলবো। দোকানদার ভাইয়ার সাথে কথায় কথায় হঠাৎ দাম কমিয়ে দিল সেও ।হয়তো বুঝতে পেরেছে যে আমার জিনিস আর দাম সম্পর্কে ভালোই আইডিয়া আছে। হিহিহি।

image.png

এবার আসা যাক সেলফের কথায়। কিনেছি আরএফ। এল দামেও ভালো মানেও ভালো। পুরাটা ওয়ারেন্টি কিন্তু গ্যারান্টি নেই। কারন মানুষেরই তো কোন গ্যারান্টি নেই। তাই নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে সেলফ নিয়ে এলাম। অবশ্য এর আগে তার থেকে আরও অনেককিছু কিনেছি। ভালোই পেয়েছি। যাই হোক অবশেষে সেলফ কিনতে পেরেছি। আর ঐ আপুটাও আমাদের সাথে ঘুরে বুঝতে পেরেছে যে আমি সব জিনিস দামে কম আর মানে ভালোই জিনিস কেনাটাকা করতে পারি। তাই সেও বলল যে ভাই আপুদের সাথে আমাকেও একটি সেলফ দিয়ে দিয়েন। আর এইভাবেই কেনা হয়ে গেলো আমাদের শক্ত ও মজবুত একটি রান্না ঘরের জন্য সেলফ।

পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। এতক্ষন আমার এই ব্লগটি মনোযোগ সহকারে পড়ার জন্য সকল কে অনেক ধন্যবাদ।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে ঘুরতে যেতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে।❤️