গ্রামীন প্রকৃতিতে ঘোরাঘুরি।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১০ ই মে, শনিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। সপ্তাহখানেক আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে এসে বেশ ভালোই ব্যস্ততার মাঝে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। গ্রামীণ প্রকৃতি খুবই ভালো লাগে তাই তো সুযোগ পেলেই ছুটে আসি গ্রামীন প্রকৃতি উপভোগ করার জন্য। কয়েকদিন আগে বাইক নিয়ে সবাই মিলে গ্রামীন প্রকৃতিতে ঘুরাঘুরি করেছিলাম সেই মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব।
গ্রামের বাড়িতে আসার পর প্রতিটা দিন বন্ধু-বান্ধবদের সাথে বাইক নিয়ে ঘুরতে বের হই। গ্রামীণ প্রকৃতিতে বাইক নিয়ে বিকালের দিকে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। আমরা প্রতিদিন কোথায় ঘুরবো কিভাবে ঘুরব সেটার কোন রুটিন থাকে না, হঠাৎ করেই যখন যেখানে যেতে ইচ্ছা হয় সেখানে চলে যায়।
এইতো দুই তিন দিন আগে বিকালের দিকে সবাই মিলে ভবানীগঞ্জ বাজারে একসাথে হলাম। তারপর আমি সবাইকে বললাম যে আজকে বাইক নিয়ে গ্রামীণ রাস্তা দিয়ে ঘুরে বেড়ালে কেমন হয়! এরপর আমার বন্ধু রাজু বলল যে, আমার পরিচিত গ্রামের মাঠের ভেতর দিয়ে মাটির রাস্তা রয়েছে সেই রাস্তাতে গেলে বেশ দারুন হবে।
তখন আমরা বন্ধু রাজুর কথায় সবাই সম্মতি দিয়ে বললাম যে, তাহলে চলো সেই সুন্দর রাস্তা থেকে ঘুরে আসি। আমরা খুবই আস্তে আস্তে বাইক নিয়ে সেই গ্রামের রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম সেখান থেকে গ্রামীণ মাঠের ভেতরের এই রাস্তার দূরত্ব মোটামুটি ১০ কিলোমিটার মত।
অনেকটা সময় ধরে খুবই আস্তে আস্তে বাইক চালিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এর আগে কখনো আমার আসা হয়নি। তবে আমাদের ভিতরে যারা গিয়েছিল তাদের ভিতরে অনেকেই এখানে এসেছিল। এমন সুন্দর জায়গাতে আসতে পেরে সত্যিই ভীষণ আনন্দ লাগছিল।
রাস্তার দুপাশে কলা গাছ আর তার পাশে বিস্তর বড় বড় সবুজ ফসলের মাঠ। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মনটা ভরে যায়। যেহেতু আমরা বিকালের দিকে গিয়েছিলাম সূর্যমামা ও পশ্চিম আকাশে অস্ত্র যাওয়ার জন্য ব্যস্ত ছিল। সবকিছু মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ ছিল।
আমরা গ্রামীন রাস্তায় অনেকটা সময় দাঁড়িয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। সবাই মিলে আড্ডা দিলাম গ্রুপ ফটো তুললাম তারপর আবার অন্য একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামীণ প্রকৃতিতে সবাই মিলে কাটানো সুন্দর মুহূর্তটা অনেক চমৎকার ছিল।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৭ ই মে ২০২৫ খ্রিঃ
লোকেশন: খোকসা, কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1921732201311596886?t=dOEeEPp05bQOx30XEAfx-w&s=19
https://x.com/aongkonbd/status/1921733015207653555?t=QmuKbcoRRmNKW7RhMIpbsg&s=19
https://x.com/aongkonbd/status/1921733364253352317?t=16d1DvcoJ1bj7W-TxTYHcw&s=19
কি সুন্দর অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের মাঝে।আপনার লেখার ভঙ্গি এত সহজ ও প্রাণবন্ত যে মনে হলো আমিও যেন আপনাদের সাথে গ্রামীণ রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ছবিগুলোও দারুণ! প্রকৃতির এই নিসর্গ মুহূর্তগুলো সত্যিই স্মরণীয়। আশা করছি এমন আরও মনোমুগ্ধকর পোস্ট পাবো আপনার কাছ থেকে।
অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি দেখছি গ্রামের বাড়িতে গিয়ে বন্ধুদের সাথে ভালোই ঘোরাঘুরি করেছেন। আর গ্রামের সৌন্দর্য এমনিতে সবার কাছে ভালো লাগে। আপনার বন্ধু রাজু বলার কারণে পরিচিত গ্রামে ঘুরে ভালই সময় কাটিয়েছেন। নিশ্চয়ই তিন দিনে বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরলেন এবং ভালো সময় কাটালেন। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।
হ্যাঁ আপু বন্ধু আর বড় ভাইদের কে নিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম গ্রামীণ প্রকৃতিতে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।