জেনারেল রাইটিং: নিঃস্ব মেয়ে নীলা- ১ম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৩ শে এপ্রিল, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের বাস্তব জীবনের গল্প গুলো কখনো কখনো অনেক সুখের হয়ে থাকে আবার কখনো কখনো অনেক দুঃখের হয়ে থাকে। জীবন চলতে থাকে জীবনের গতিতে হেলে দুলে। আজকে আমি আপনাদের সাথে বাস্তবতার একটি জেনারেল রাইটিং শেয়ার করবো।
প্রতিটি মানুষের জীবন অনেক বিচিত্র হয়। কখনো সুখ কখনো দুঃখ সবকিছু নিয়েই জীবন চলতে থাকে জীবনের গতিতে। সময়টা ২০১৬ সাল তখন আমি সবে কুষ্টিয়া পলিটেকনিকে ভর্তি হয়েছি। যেহেতু কুষ্টিয়া পলিটেকনিকে ভর্তি হয়েছি তাই আমাকে কুষ্টিয়া থেকেই লেখাপড়া করতে হবে। এজন্য আমার প্রয়োজন ছিল একটি সুন্দর সাজানো গোছানো মেসের।
আমার দাদা আগে থেকেই কুষ্টিয়া শহরে থেকে লেখাপড়া করত সেই সুবাদে তাদের মেসেই আমিও উঠলাম। আমি আগে অনেক জায়গাতেই শুনেছিলাম যে মেসের খাওয়া-দাওয়া নাকি অনেক কষ্টের হয়। তাই আর কি একটু ভয়ে ছিলাম। কিন্তু আমাদের মেসে ওঠার পরে সেই ধারণাটা আমার পুরোপুরি মিথ্যা হয়ে গেল। আমাদের মেসে যে ব্যক্তি রান্না করত তিনি একজন হিন্দু মহিলা ছিলেন এবং আমাদের সবাইকে অনেক টেক কেয়ার করতো।
আমি আসার আরো অনেক আগে থেকে উনি আমাদের মেসে রান্না করতো। যাইহোক উনার রান্না ভালো এবং উনি অনেক টেক কেয়ার করে সবাইকে এজন্য সবাই অনেক সম্মানের চোখে দেখতো। আমরা নিজেরা মেসে থাকতাম সবাই উনাকে মাসি বলে ডাকতাম। আমাদের রান্না করা মাসির যে, হাজবেন্ড ছিল উনি সবজির আরতে সবজি সাপ্লাই দিত। তিনিও বেশ ভালো লোক ছিল।
আমি মেসে ওঠার কিছুদিন পরে জানতে পারলাম যে, মাসির একটা ছেলে এবং একটা মেয়ে আছে। তবে মাসির যে, ছেলে রয়েছে সে মাসিকে অনেক আগেই ত্যাগ করেছে। অর্থাৎ সেই ছেলে কোন না কোন কারণে মাসির সাথে আর থাকে না। এখন মাসির চেয়ে ছেলে বিয়ে করে অন্য একটি শহরে তার বউয়ের সাথে থাকে। তবে কুষ্টিয়া শহরে থেকে মাসি এবং মেসোর সংসার বেশ ভালই চলছিল।
তবে বয়স হওয়ার কারণে মাসি এবং মেসো মাঝেমধ্যে অসুস্থ থাকতো। যারা মেসে থাকতাম তারা তাদের দুজনকেই অনেক টেক কেয়ার করতাম। আমাদের মাসির একটা মেয়ে ছিল তার নাম নীলা সে, সময়ে হাইস্কুলে পড়তো। এখন সে এইচএসসি পরীক্ষার্থী আমরা যারা মেসে থাকতাম সবাই বোনের চোখেই দেখতাম। সবাই মিলে প্রতিবছর নীলার হ্যাপি বার্থডে উদযাপন করতাম।
কুষ্টিয়া পলিটেকনিকে লেখাপড়া শেষ করে ঢাকাতে বিএসসি করার জন্য চলে এসেছি। তারপরেও মাঝেমধ্যে বাড়িতে গেলে কুষ্টিয়া শহরে যাওয়া হয়। আমি যতবারই কুষ্টিয়া শহরে যাই ততবারই আমাদের সেই পুরনো মেসে গিয়ে ঘুরে আসি। সেই মাসির হাতের রান্না খেয়ে আসি। কিছুদিন আগেই হঠাৎ করে জানতে পারলাম মাসি অসুস্থ হয়ে মেসে রান্না করা বন্ধ করে দিয়েছে।
চলবে.........
পোস্টের বিবরন
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1915327951509610583?t=hy0Rcsed14yy9fOsY57azg&s=19
https://x.com/aongkonbd/status/1915330549843189903?t=fioNwJfECcIjYa1HdFg8Dg&s=19
https://x.com/aongkonbd/status/1915328413273121255?t=zKvTWUF9-gbxe6WYe_blPQ&s=19
আপনার পোস্ট পড়ে মাসীর জন্য অনেক খারাপ লাগলো। আসলে ভাইয়া মাসীর ছেলের মতো ছেলে না থাকাই উত্তম। যেহেতু মাসী অসুস্থ তাহলে মেয়েটার কষ্টের শেষ নেই। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।
হ্যাঁ আপু এরকম ছেলের মত কুলাঙ্গার ছেলে না থাকাই উত্তম। মেয়েটার কষ্টের কোন শেষ নেই। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।