"ধানমন্ডির আড়ং শপিংমলে ঘোরাঘুরি"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১১ই মে, রবিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকেই জানেন যে, আমি পুরো মন প্রিয় মানুষ আমি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ঘুরে বেড়াতে সবথেকে বেশি পছন্দ করি। গ্রামগঞ্জে কিংবা শহরের বিভিন্ন জায়গাতে বন্ধু-বান্ধব কিংবা বড় ভাই ছোট ভাইদের কে নিয়ে ঘুরে বেড়ায়। কিছুদিন আগে আমি আর সুমন ভাই ধানমন্ডির আড়ংয়ের শপিংমলে ঘুরতে গিয়েছিলাম সে মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করবো।
আমাদের বাংলাদেশের ভেতরে আড়ংয়ের যতগুলো শপিংমল বা আউটলেট রয়েছে সবথেকে বড় শপিংমল হচ্ছে ধানমন্ডিতে। এই শপিংমলটা ধানমন্ডি পপুলার হাসপাতালের পাশেই। অত্যাধুনিক ডিজাইনের এই শপিংমল টা দেখতে ভীষণ ভালো লাগে।
বাইরে থেকে দেখতে যেমন সৌন্দর্য তেমনি ভেতরেও অনেক চাকচিক্য রয়েছে। আড়ংয়ের শপিংমলের বিল্ডিং এর ডিজাইন টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। এই কারণে আমি সুমন ভাইকে একদিন বললাম ভাই চলেন আড়ংয়ের শপিংমলে গিয়ে ঘুরে আসি।
কিছুদিন আগেই ভাই ডাক্তার দেখাতে এসেছিল তারপর ডাক্তার দেখানো শেষ করে আমি আর সুমন ভাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম আড়ংয়ের শপিংমলে। যদিও এসব জায়গাগুলোতে আমাদের মত মানুষের যাওয়া সাজে না তারপরও গিয়েছিলাম দেখার জন্য।
কারণ আরংয়ের প্রত্যেকটা প্রোডাক্ট এর দাম আকাশ ছোঁয়া। বাংলাদেশের বর্তমান বেশ কিছু ভাল ব্র্যান্ডের ভেতরে আড়ং অন্যতম। তবে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার কাছে ভালো না লাগলে কি হবে ! ঢাকার মানুষের কাছে আড়ং সেরা।
সেদিন আড়ং শপিংমলের ভেতরে প্রবেশ করতেই দেখলাম যে, অনেক মানুষ শপিং করার জন্য এসেছে। শপিং মলের ভেতরে যতই যাচ্ছিলাম তত এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেয়ালের কারুকাজ।
আমি আর ভাই অনেকটা সময় শপিংমলের ভেতরে ঘোরাফেরা করে তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। তবে শপিংমলের ভেতরে দুজনের কাটানো মুহূর্তটা অনেক সুন্দর ছিল।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1921734780757975161?t=3kpGmRZopOOwkdiFGmz5sQ&s=19
https://x.com/aongkonbd/status/1921735337253982385?t=abuWlqOKVGi0pNhQGDQ5UA&s=19