সুমন ভাইয়ের জন্য সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১২ ই এপ্রিল, শনিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কলম দিয়ে আমার নিজের হাতে আঁকা সুমন ভাইয়ের ছবি।
ছবি অঙ্কনের তারিখ: ১৫-০৯ ২০২২ খ্রিস্টাব্দ।
আপনারা হয়তো অনেকেই জানেন যে, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় এডমিন সুমন ভাই কিছুদিন যাবত অসুস্থ রয়েছে। আমাদের সুমন ভাই হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়বে আমরা আসলে কেউই কল্পনা করতে পারিনি। এ বছরে ঈদের দুই-তিনদিন পরেই হঠাৎ করে জানতে পারলাম সুমন ভাই গ্যাসের সমস্যা এবং অতিরিক্ত পেট ব্যথার কারণে অসুস্থ হয়ে কুমারখালী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়টাতে অবশ্য আমি সিলেটে আমার পিসিমণির বাসায় ছিলাম। এমতাবস্থায় ভাইয়ের সাথে থাকাটা অসম্ভব ছিল। তারপরও সব সময় ফোন করে খোঁজখবর নিচ্ছিলাম। যেদিন ভাই অসুস্থ হয়ে কুমারখালীতে ভর্তি ছিল সেদিনও রাতে ফোন করে ভাইয়ের সাথে কথা বললাম। কিন্তু সেই রাতেই ডাক্তারের ভুল চিকিৎসার কারণে অসুস্থতা বেড়ে গেল। স্যালাইনের ভেতরে ভুল ইনজেকশন দেয়া হয়েছিল তারপর সেটা ভাইয়ের শরীরে পুশ করার পরে আস্তে আস্তে ভায়ের হাত-পা ঠান্ডা হয়ে আসে, হাত পায়ের আঙ্গুলগুলো বাঁকা হতে শুরু করে, আর পুরো শরীর ঝিনঝিন করতে শুরু হয়। এরকম কঠিন পরিস্থিতিতে আবারও ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার জানায় এখানে এই রোগীর চিকিৎসা সম্ভব নয় তাড়াতাড়ি কুষ্টিয়াতে নিয়ে যেতে হবে। তারপর খুব দ্রুত ভাইকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে রাতে ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়ার পরে ভাই কিছুটা সুস্থ হয়। তারপরের দিন ডাক্তার আলট্রাসনোগ্রাফি এবং ইসিজি সহ কয়েকটি টেস্ট দেয়। এসব টেস্টগুলো করার পরে নিশ্চিত হওয়া যায় ভাইয়ের পিত্তথলিতে পাথর ও আলসার হয়েছে। এমন রোগের কথা শুনে আমরা সবাই হতাশ হয়ে ছিলাম। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হওয়ার পরে ভাইয়ের সাথে কথা বললাম। ভাই আমাকে জানালো যে, খুব তাড়াতাড়ি ঢাকাতে এসে চিকিৎসা নিবে কারণ কুমারখালী সদর হাসপাতালে চিকিৎসা এবং কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা ভাইয়ের পছন্দ হয়নি। আমিও ভাইকে এটাই বললাম যে, ঢাকাতে এসে চিকিৎসা নিলেই সব থেকে বেশি ভালো হবে। তারপর আমি তাড়াতাড়ি সিলেট থেকে ঢাকাতে চলে আসলাম। আমি ঢাকাতে আসার পরের দিনই ভাই ঢাকাতে আসলো। তারপর ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার বিশেষজ্ঞ ডাক্তার দেখালাম। আসলেই পিত্তথলিতে পাথর হয়েছে কিনা এটা নিশ্চিত করার জন্য ডাক্তার আবার আলট্রাসনোগ্রাফি করতে বলেন এবং সাথে আরো কয়েকটি টেস্ট দেয়। তারপর পরের দিনে ভাইয়ের আলট্রাসনোগ্রাফি থেকে জানতে পারি ছোট বড় দিয়ে মোট তিনটির অধিক পাথর পিত্তথলিতে রয়েছে। এমতাঅবস্থায় ডাক্তার সাহেব আমাদেরকে জানায় যে, পিত্তথলিতে পাথর হলে একমাত্র সমাধান থাকে অপারেশন। আর পিত্তথলির পাথর যেহেতু বড় হয়ে গিয়েছে তাই অপারেশন করে নেয়ায় একমাত্র সমাধান। অনেক চিন্তা ভাবনা করে সুমন ভাই নিজেও অপারেশনের সিদ্ধান্তে রাজি হয়। তারপর ডাক্তার সাহেব একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে বলে। ঐদিনই রাতের আমরা একজন সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হলাম। তিনি আমাদেরকে জানালে যে, অপারেশনের আগে আরো কয়েকটি টেস্ট করতে হবে, এসব টেস্টের রিপোর্ট যদি ঠিক থাকে তাহলে অপারেশন খুব দ্রুতই করা যাবে। আমরা পরের দিনেই অন্যান্য টেস্ট গুলো করিয়ে নিই। তারপরে সব রিপোর্টগুলো নিয়ে আবার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলাম। তিনি আমাদেরকে জানালো যে, সব রিপোর্ট ঠিক আছে এখন আপনি অপারেশন করাতে পারেন। তারপর আমরা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে শনিবারে ডেট ফিক্সড করি। আজকে সকালে সুমন ভাইয়ের পিওথলির পাথর অপারেশন করানোর জন্য হাসপাতালে এসেছি।
একটু পরেই আমাদের শ্রদ্ধেয় সুমন ভাইয়ের পিত্তথলির অপারেশন করা হবে মহান সৃষ্টিকর্তার কাছে সুমন ভাইয়ের জন্য প্রার্থনা করুন।
পোস্টের বিবরন
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


ভুল চিকিৎসার কারণে অনেক মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সুমন ভাই কিছুদিন ধরে অসুস্থ সেটা শুনেছিলাম। কিন্তু এতো বাজে পরিস্থিতির শিকার হয়েছিল, সেটা জানা ছিলো না। তবে সুমন ভাইয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। আশা করি দ্রুত সুস্থ হয়ে সুমন ভাই আমাদের মাঝে ফিরে আসবেন। সুমন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো।
0.00 SBD,
0.61 STEEM,
0.61 SP
ভুল চিকিৎসা যে কতটা ভয়ংকর সেদিনে বোঝা গিয়েছিল। গতকালকে অপারেশন সম্পন্ন হয়েছে। আপনাদের সবার দোয়াতে সুমন ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
সুমন ভাইয়ার এত অসুস্থতার কথা শুনে অনেক কষ্ট লাগলো। ভাই একজন অনেক ভালো মানুষ। ভাইয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তাকে খুব দ্রুত সুস্থ করে দেয় এবং আমাদের মাঝে ফিরে আসে।
0.00 SBD,
0.60 STEEM,
0.60 SP
হ্যাঁ আপু সুমন ভাইয়া অনেক ভালো মানুষ। সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুমন ভাইয়ের সুস্থতা কামনা করছি। সুমন ভাইয়ের পাশে আপনি আছেন জেনে ভালো লাগলো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।
0.00 SBD,
0.59 STEEM,
0.59 SP
অবশ্যই দিদি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন সুমন ভাই খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিষয়টা আসলেই কষ্টদায়ক। হঠাৎ অসুস্থতা তার মাঝে আবার ভুল চিকিৎসা এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আসলে ভাইয়ার এই অবস্থার কথা শুনে খুবই খারাপ লাগছে।আর এটা ভালো হয়েছে যে খুব দ্রুত ভালো ডাক্তার দেখিয়ে অপারেশন ডেট নেয়া হয়েছে শুনে।আপনি এই সময়টায় ভাইয়ার পাশে ছিলেন এটা শুনেই ভালো লাগলো। ভাইয়ার দ্রুত সুস্থতা কামনা করছি।
0.00 SBD,
0.57 STEEM,
0.57 SP
হ্যাঁ আপু ভুল চিকিৎসা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। এখন অপারেশন করানোর পরে মোটামুটি সুস্থ আছে। সম্পূর্ণ সুস্থ হতে একটু সময় লাগবে।
সুস্থ হয়ে উঠুক সুমন ভাই, ফিরে আসুক আগের সেই চঞ্চলতা-মুগ্ধতা ছড়িয়ে জাগ্রত থাকুক হৃদয়ের ভালোবাসা। অনেক অনেক দোয়া রইল সুমন ভাইয়ের জন্য।
0.00 SBD,
0.56 STEEM,
0.56 SP
আপনাদের সবার দোয়ায় সুমন ভাইয়ের অপারেশন সফলভাবে হয়েছে। আমাদের সবার প্রিয় সুমন ভাই চঞ্চলতা আর মুগ্ধতা ছড়িয়েই আবার ফিরে আসবে সবার মাঝে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ♥️
ডাক্তারের ভুল চিকিৎসা যে কোন রোগীর জন্যই মারাত্মক হতে পারে! সুমন ভাই এর অপারেশন যে সাকসেসফুলি হয়েছে, সেটা ফিচার্ড পোস্ট পড়ে জানতে পারলাম। অবশ্যই সুমন ভাই এর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। ভাইয়ার দ্রুত সুস্থতা কামনা করি।
0.00 SBD,
0.55 STEEM,
0.55 SP
হ্যাঁ দিদি ডাক্তারের ভুল চিকিৎসা যে, কোন রোগের জন্য অনেক মারাত্মক হতে পারে। ভুল চিকিৎসা কতটা ভয়ঙ্কর হয় সেটা সুমন ভাইয়ের কথা শুনে বুঝতে পেরেছিলাম। অবশ্যই সুমন ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
সুমন ভাইয়ের কথা শুনে সত্যি অনেক কষ্ট লাগছে। এরকম পরিস্থিতিতে কেউ পরুক এটা কখনো চাই না। পিত্তথলিতে পাথর হলে অপারেশন করতেই হয়। ভাইয়ার দ্রুত সুস্থতা কামনা করছি।
0.00 SBD,
0.53 STEEM,
0.53 SP
আপনাদের দোয়ায় সুমন ভাইয়ের অপারেশন সঠিকভাবে সম্পন্ন হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সুমন ভাইয়ার এমন অসুস্থতার খবর শুনে খুব খারাপ লাগলো। উনার জন্য অনেক অনেক দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।
0.00 SBD,
0.52 STEEM,
0.52 SP
আপনাদের সবার দোয়ায় অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
হঠাৎ সুমন ভাই এর অসুস্থতার খবর শুনে বেশ খারাপ লাগলো। ডাক্তারের ভুল চিকিৎসা কখনই কাম্য নয়। ভাইয়া ঢাকায় এসে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয়া একদম ঠিক করেছেন। পিত্তথলির অপারেশন তেমন ঝুঁকির অপারেশন নয়। খুব সহজ একটা অপারেশন। দোয়া করি তার অপারেশন যেনো সফল হয়। সেই সাথে দোয়া করি তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে উঠেন।
0.00 SBD,
0.51 STEEM,
0.51 SP
ডাক্তারের ভুল চিকিৎসা মারাত্মক প্রভাব ফেলে। আপনাদের দোয়ায় অপারেশন সঠিকভাবে সম্পন্ন হয়েছে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুমন ভাইয়া হঠাৎ এতোটা অসুস্থ হয়ে গেলেন শুনে খারাপ লাগলো। আসলে ঢাকায় আসাই ভালো হয়েছে।পিত্তে পাথর আজকাল অহড়হ ই শোনা যায়। অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে ভালো ই করেছে।আল্লাহ ভরসা।দোয়া করি আল্লাহ সুস্থতা দান করুন,আমিন।
0.00 SBD,
0.50 STEEM,
0.50 SP
সুমন ভাইয়ের অপারেশন সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।