পাসপোর্টের জন্য আবেদন ও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৫ ই মে, সোমবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন হল গ্রামের বাড়িতে এসেছি এখানে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। গ্রাম মানেই প্রকৃতি গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমি অনেক বেশি পছন্দ করি। ঢাকা শহরে থাকলে মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আবার গ্রামে ফিরে আসলে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। গ্রামীণ জীবন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকেই জানেন যে, আমি ভ্রমণ প্রিয় একজন মানুষ। আমাদের দেশের অনেক জায়গাতেই এখন পর্যন্ত ভ্রমণ করেছি। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে, নিজের মাতৃভূমিতে ভ্রমণের পাশাপাশি সারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করা। আর বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে প্রয়োজন হবে পাসপোর্ট আর ভিসার। এই কারণেই অনেকদিনের স্বপ্ন পূরণ করার জন্য আজকে পাসপোর্ট করতে দিলাম।
আমার যেহেতু বাইরের দেশে ভ্রমণ করার ইচ্ছা রয়েছে তাই অনেকদিনের ইচ্ছা পূরণ করার জন্য দুই তিন দিন আগে পাসপোর্ট এর অনলাইন আবেদন করলাম, তারপর সোনালী ব্যাংকের মাধ্যমে পাসপোর্টের টাকা জমা দিলাম। অনলাইন আবেদন যেহেতু খুবই সহজ প্রসেস তাই কাজটা বেশি তাড়াতাড়ি করে ফেলেছিলাম। এক দাদার কম্পিউটারের দোকান থেকে অনলাইনে আবেদন করেছিলাম মাত্র দেড়শ টাকা লেগেছিল।
আর তারপর ব্যাংকে পাসপোর্ট এর ফি জমা দিতে মোট খরচ হয়েছিল ৫৭৫০ টাকা। সোনালী ব্যাংকে পাসপোর্ট এর জন্য টাকা জমা দেয়ার পরে সব কাগজপত্র রেডি করলাম পাসপোর্ট এর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেয়ার জন্য। আমাদের কুষ্টিয়াতে যেহেতু পাসপোর্ট এর অফিস রয়েছে তাই আমাদের জন্য একটু সুবিধা হয়েছে। আগে পাসপোর্ট এর জন্য আমাদের কুষ্টিয়ার মানুষদের ঢাকাতে অথবা রাজশাহীতে যেতে হতো।
যাই হোক আমি কাগজপত্র গুলো রেডি করে আজকে সকালে ঘুম থেকে উঠে বাইক নিয়ে সকাল আটটার দিকে কুষ্টিয়া পাসপোর্ট অফিসের দিকে রওনা দিলাম। অনেক বড় সিরিয়াল পরে তাই একটু আগে আগেই বাড়ি থেকে বের হয়েছিলাম। আমি মোটামুটি কুষ্টিয়া পাসপোর্ট অফিসে নয়টার দিকে পৌঁছে গিয়েছিলাম। তারপর সেখানে গিয়ে কিছুটা সবাই লাইনে দাঁড়িয়ে কাগজপত্র গুলো জমা দেয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম।
অনেক সকালে গিয়েছিলাম তারপরেও প্রায় ২০ জনের পরে আমার সিরিয়াল ছিল। আমার সব কাগজপত্র ঠিকঠাক ছিল তাই আজকেই ফিঙ্গারপ্রিন্টের জন্য আলাদা একটি জায়গায় আমাকে অপেক্ষা করতে বলে। যাইহোক মোটামুটি বিশ মিনিটের মত অপেক্ষা করার পরে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিতে পারলাম। আহ্ এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে সত্যি কল্পনাতেও ভাবিনি।
বর্তমান সময়ে পাসপোর্ট করা আগে তুলনায় অনেক সহজ হয়ে গেছে। এখন শুধু পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায়।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১লা এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1919598089897173324?t=lPczTfOp2Ua-dftHQ99WFw&s=19
https://x.com/aongkonbd/status/1919598486535688224?t=gvGk5G8ZGSWCdGZqKEpsHg&s=19
https://x.com/aongkonbd/status/1919599196749103302?t=eh7EZ6dMJH_F2FwztTdKxg&s=19
আমাদের গ্রুপের সবাই দেখছি পাসপোর্ট করে ফেলছে। বাইরে যাওয়ার চিন্তা-ভাবনা সবার মধ্যেই উকি দিচ্ছে দেখতেছি। তাহলে আমি বাদ রইলাম দেখা যাক সামনে আমিও একটি পাসপোর্ট করে ফেলব। এখন তো সবকিছু অনেক সহজ হয়ে গিয়েছে।