গ্রামীণ ফুটবল খেলা দেখা।

in আমার বাংলা ব্লগ5 hours ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৭ ই জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000214343.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগেই ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বর্ষাকালীন সময়ে গ্রামের সৌন্দর্য অনেক বেশি সৌন্দর্যমন্ডিত থাকে তাই দেখতে ভীষণ ভালো লাগে। আমি এমনিতেও গ্রাম তো অনেক বেশি পছন্দ করি তাই তো একটু সময় সুযোগ হলেই গ্রামে ছুটে যায়। গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সব সময় মুগ্ধ করে।

1000214341.jpg

অনেকদিন পরে ফুটবল খেলা দেখতে যাওয়ার সুযোগ হলো। কয়েকদিন আগেই জানতে পেরেছিলাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম ফুলবাড়ী এবং শ্যামপুরের মধ্যকার ফুটবল ম্যাচ রয়েছে। সেদিন আমার সাথে ছিল আমার পাড়ার প্রতিবেশী শ্যামলদা। গ্রামের বাড়িতে গেলে বেশিরভাগ সময়ই শ্যামলদার সাথেই কাটে। আমরা একসাথে হাঁটি, গল্প করি, ঘোরাঘুরি করি। সেদিনও তার ব্যতিক্রম ছিল না।

1000214342.jpg

সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। মনে হচ্ছিল আজকের খেলা বুঝি আর দেখা হবে না। মনের মধ্যে একরকম হতাশা কাজ করছিল। কিন্তু বিকেল গড়াতেই আকাশ পরিষ্কার হতে শুরু করল। মেঘ কেটে সূর্যের মুখ দেখা গেল। তখনই আমরা দুজনে ঠিক করলাম, এখনই বেরিয়ে পড়তে হবে। আমরা ছাতা নিয়ে ধীরে ধীরে হেঁটে রওনা দিলাম আমাদের জয়ন্তী হাজরা খেলার মাঠের দিকে।

1000214340.jpg

মাঠে গিয়ে অবাক হয়ে গেলাম! এত দর্শক দেখে মনটাই ভরে গেল। মাঠে যেন মেলার পরিবেশ। ছোট-বড় সবাই মাঠে এসে ভিড় করেছে। এটা ইউনিয়ন পর্যায়ের খেলা হওয়ায় আশপাশের অনেক গ্রামের মানুষজন জড়ো হয়েছিল। বৃষ্টির ভিতর যে, এত দর্শক হবে সেটা কল্পনা করতে পারিনি।

1000214339.jpg

সেদিন খেলা ছিল ফুলবাড়ি বনাম শ্যামপুর গ্রামের মধ্যে। দুই গ্রামই আমাদের পার্শ্ববর্তী গ্রাম হওয়ায় দর্শকদের আগ্রহ একটু বেশিই ছিল। আমি নিজেও অনেকদিন পরে এমন খেলা দেখতে পেয়ে একরকম নস্টালজিয়ায় ভুগছিলাম। খেলার শুরু থেকেই মাঠে টানটান উত্তেজনা। দুই দলই সমান শক্তির, ফলে বল একবার এদিকে তো একবার ওদিকে।

1000214338.jpg

ফুটবল খেলা চলাকালীন হঠাৎ আবার শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যেই সবাই যার যার মত দাঁড়িয়ে খেলা দেখতে লাগল। খেলোয়াড়রাও থামল না। এই দৃশ্যটা যেন আরও বেশি আনন্দ এনে দিল। একটা সময় খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানেই শ্যামপুর দল জয়লাভ করে। দর্শকদের মধ্যে উল্লাস আর হাততালিতে মাঠ মুখরিত হয়ে ওঠে।

1000214337.jpg

সম্পূর্ণ খেলাটা সুন্দরভাবে উপভোগ করে তারপর আমি আর শ্যামলদা বাড়ির দিকে রওনা দিলাম। অনেকদিন পরে গ্রামীণ ফুটবল উপভোগ করতে পেরে ভীষণ ভালো লাগছিল।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১লা এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

@aongkon, this post is absolutely delightful! Your passion for your community, "আমার বাংলা ব্লগ", shines through, and your genuine love for your homeland is infectious. The photos of the football match, even in the rain, beautifully capture the spirit and energy of village life. It's wonderful how you shared the excitement and nostalgia you felt. The details, like the crowd and the neighboring village rivalry, really painted a vivid picture. The cover photo is also a nice touch! Keep up the fantastic work. Your dedication to creating quality content will surely inspire others. What a vibrant slice of life! I will share it on Twitter.