সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু।

in আমার বাংলা ব্লগ4 days ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয় এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20250713111048.jpg

বলা হয়ে থাকে, সত্যের বিজয় আসবে আজ না হয় কাল। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় সত্য বলা অপরাধে রূপান্তর হয়েছে। এখন আর সত্য বলা মানুষের পাশে কেউ থাকে না। সত্য বিষয়টা এখন সবার কাছে হাস্যকর মনে হয়। এখন আর সবখানে সব জায়গায় সত্য কথা বলা যায় না। সত্য কথা বলে বিপদের সম্মুখীন হতে হয়। সত্য কথা বললে, নিঃসঙ্গ একা থাকতে হয়। কিন্তু তারপরে সৎ মানুষ সমাজে সব সময়ই আলাদা হয়ে থাকে। কারণ তারা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয়।

যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ভালো কাজ করে বা সঠিক পথে চলার চেষ্টা করে, তখন অনেকেই তা মেনে নিতে পারে না। মেনে নিতে না পেরে ঐ ব্যক্তির প্রতি রাগান্বিত হয় এবং তাকে ক্ষতি করার চেষ্টা করা হয়। স্বার্থপর মানুষদের কাছে সত্য অস্বস্তিকর বোধ হয়। তাই তারা সৎ মানুষকে একা করে ফেলে বা, আক্রমণ করার চেষ্টা করে। বর্তমান সমাজে অসৎ মানুষের সংখ্যা অনেক বেশি। সৎ মানুষের পাশে কেউ থাকে না । এতে করে প্রায়ই নিঃসঙ্গ হয়ে পড়ে সৎ ব্যক্তি।

তবুও তারা নীতির সঙ্গে আপস করে না। তাদের এই দৃঢ়তা এবং সত্য নিষ্ঠা একদিকে যেমন সম্মানের যোগ্য, অন্যদিকে তা অনেক সময় তাদের জীবনে কষ্ট ও একাকিত্ব নিয়ে আসে।তবুও সৎ মানুষের শক্তি হলো তাদের অন্তরের প্রশান্তি, যা কোনো প্রকার সামাজিক আক্রমণেও নষ্ট করা যায় না। এখন সব জায়গায় সবখানে সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ হয়ে পড়ে, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে থাকে। সৎ ভাবে চললে জীবনের প্রতিটি পদে পদে বাঁধার সম্মুখীন হতে হয়।

সৎ মানুষ প্রায় নিঃসঙ্গ থাকতে হয় কারণ তারা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকে।তারা কখনো সমাজে অন্যায় ও মিথ্যার সাথে আপস করে চলতে চায় না। এই কারণে তাদের অনেক সময় একা হয়ে যেতে হয়। মানুষ সৎ ব্যক্তির স্পষ্ট কথা বা, ন্যায়ের অবস্থান সহজে মেনে নিতে পারে না, ফলে তাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এই নিঃসঙ্গতাই সৎ মানুষকে শক্তি দেয় এবং নৈতিকতায় দৃঢ় করে। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু।

সৎ মানুষের মূল্য পরিবার এবং সমাজে অবমূল্যায়িত হয়ে থাকে। সাধারণত যখন মানুষের চোখে লোভ লালসা, প্রতারণা ধোকা এবং স্বার্থপরতা বড় হয়ে ওঠে। সৎ মানুষ অন্যায়ের সঙ্গে কখনো আপস করে না এইটাই প্রকৃতি বাস্তবতা। কিন্তু বর্তমান সময়ে অনেকেই দ্রুত সাফল্য অর্জনের জন্য অসৎ পথকে বেছে নেয়। এর ফলে সৎ মানুষকে প্রায়ই দুর্বল বা, অক্ষম মনে করা হয়, সমাজের অনেক ক্ষেত্রে সৎ মানুষের যোগ্যতা ও অবদানকে গুরুত্ব দেওয়া হয় না, বরং তাদের সৎ সরলতা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা হয়। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Posted using SteemPro

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin