বৈচিত্রময় রঙ্গন ফুলের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, রঙ্গন ফুলের সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000078568.jpg

IMG20250404093138.jpg

রঙ্গন ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল। আমাদের দেশে সর্বত্র রঙ্গন ফুল দেখতে পাওয়া যায়। রঙ্গন ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ। রঙ্গন ফুল বেশ সুপরিচিত ফুল আমাদের নিকট । রঙ্গন হচ্ছে সৌন্দর্যবর্ধক ফুল। রঙ্গন ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। রঙ্গন হচ্ছে গুল্মজাতীয় গাছ। রঙ্গন ফুল গাছের উচ্চতা এক থেকে তিন মিটার পর্যন্ত হতে পারে। রঙ্গন ফুল সাধারণত গুচ্ছাকারে ফোটে। রঙ্গন ফুল গাঢ় লাল, সাদা, কমলা, হলুদ, গোলাপি রঙের দেখা যায়।

IMG20250404093321 (1).jpg

IMG20241023141851.jpg

রঙ্গন ফুলের পাপড়ি গুলো ছোট হয়ে থাকে যা দেখতে তারার মতোন মনে হয়। গুচ্ছবদ্ধ অবস্থায় রঙ্গন ফুল অনেক আকর্ষণীয় দেখায়। রঙ্গন ফুল সারা বছর জুড়েই ফোটে থাকে । বিশেষ করে গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি দেখা যায়। অল্প ছায়াতেও রঙ্গন জন্মাতে পারে। রঙ্গন সহজে চাষযোগ্য ও দীর্ঘস্থায়ী ফুল হওয়ায় এটি বাসা, স্কুল, অফিস বা পার্কের বাগানে খুবই জনপ্রিয় ফুল।

IMG20241023135601.jpg

IMG20240726162426.jpg

IMG20241023135611.jpg

IMG20241023141849.jpg


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 yesterday 

এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়। আপনি অনেক ধৈর্য ধরে সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখেই বুঝতে পারছি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 yesterday 

আজকে আপনি বৈচিত্রময় রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে রঙ্গন ফুল আমার কাছে খুব ভালো লাগে। আর এই ফুলগুলোর মধ্যে ঘ্রাণ না থাকলেও সৌন্দর্য অসাধারণ। ধন্যবাদ বিভিন্ন কালারের রঙ্গন ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে করার জন্য।

 3 hours ago 

বৈচিত্রময় রঙ্গন ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। দারুন দারুন রঙ্গন ফুলের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাই চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।