পানি দিয়ে গোসল করলে শরীর পরিষ্কার হয় আর গাম দিয়ে গোসল করলে মন পরিষ্কার হয়।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, পানি দিয়ে গোসল করলে শরীর পরিষ্কার হয় আর গাম দিয়ে গোসল করলে মন পরিষ্কার হয় এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আমরা সকলে প্রতিনিয়ত গোসল করি শরীর পরিষ্কার হওয়ার জন্য। শরীরের কোথায় ময়লা জমে থাকলে পানি দিয়ে গোসল করলে তা চলে যায় এইটাই স্বাভাবিক। গোসল করার পরে আমাদের শরীর পরিষ্কার হয়। শরীরের সতেজ এবং চাঙ্গা ভাব দেখা দেয়। কিন্তু আমরা প্রতিনিয়ত গোসল করার পরেও কি আমাদের খারাপ অভ্যাস পরিবর্তন করতে পেরেছি? আমরা শুধু প্রতিনিয়ত আমাদের শরীর পরিষ্কার করেছি কিন্তু মন পরিষ্কার করি নাই। দেখা যায় আমরা গোসল করার পরে আবার অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়, অন্যকে দোষারোপ করি, অন্যের সম্পদ জোর করে দখল করি বিভিন্ন রকম অন্যায় অত্যাচার অবিচারের আমরা নিয়োজিত থাকি।
আমরা যদি পানিতে গোসল করার পাশাপাশি ঘাম দিয়ে গোসল করতে পারি তাহলে আমাদের মন পরিষ্কার হবে। আর মন পরিষ্কার হলে অন্যের ক্ষতি করা কোনভাবে সম্ভব হবে না। মন পরিষ্কার করতে হলে সৎ ভাবে পরিশ্রমের মাধ্যমে গাম দিয়ে গোসল করতে হবে। গাম দিয়ে গোসল করতে পারলে বুঝা যায় কাজ করতে কত কষ্ট? সৎ ভাবে টাকা উপার্জন করতে কত পরিশ্রম হয়। তখন অন্যের টাকা পয়সা ধন সম্পদ জোর করে ভক্ষণ করা থেকে বিরত থাকা যায়।
আমরা যখন গাম দিয়ে গোসল করতে পারবো তখন আমাদের মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা অন্যের প্রতি অত্যাচার নির্যাতন জুলুম করা অন্যের সম্পদ আহরণ করা কোনভাবে সম্ভব হবে না। তখন আমরা বুঝতে পারবো আমরা যার টাকা পয়সা, সম্পদ জোর করে অন্যায় ভাবে হাতিয়ে নিয়েছি বা, নিবো সেই ও খুব কষ্ট পরিশ্রম করে তার ধন সম্পদ অর্জন করেছে। তার এই ধন সম্পদ অর্জন করতে তারও খুবই কষ্ট হয়েছে। মাথার ঘাম পায়ে ফেলেছে ধন সম্পদ টাকা পয়সা অর্জন করেছে। আর আমরা তা অনায়াসে গায়ের জোরে ধন সম্পদ হাতিয়ে নিচ্ছি এবং তার ক্ষতি করছি।
আমরা যখন গাম দিয়ে গোসল করবো তখন আমাদের মনের মধ্যে পরিবর্তন আসবে। অন্য সম্পদের উপর লোভ কমে যাবে। পরিশ্রম করে সম্পদ অর্জন করার আসল মূল্য বুঝতে পারবো। মন পরিবর্তন করার জন্য সৎ ভাবে পরিশ্রম করার মাধ্যমে গাম দিয়ে শরীর ভেজাতে পারলে আমাদের মন পরিষ্কার এবং সুন্দর হবে। প্রত্যেক মানুষেরই মন পরিষ্কার করার প্রয়োজন। মন পরিষ্কার থাকলে জীবন সুন্দর এবং সুখময় হয় জীবনে প্রশান্তি বয়ে যায়। আর মন পরিষ্কার না থাকলে মনের মধ্যে সবসময় অন্যের ক্ষতি করার চিন্তা-ভাবনা তৈরি হয়।
এতে করে জীবনে সুখ আসে না জীবনে আনন্দ পাওয়া যায় না । জীবন দুঃখ কষ্টের দিকে ধাবিত হয়। মন পরিষ্কার থাকলে মনে প্রশান্তি আসে। টাকা পয়সা না থাকলেও মনের মধ্যে সুখ অনুভূত হয় কিন্তু যদি মন খারাপ থাকে তাহলে মনের মধ্যে প্রশান্তি আসে না সব সময় মনের মাঝে অশান্তি বিরাজ করে। মন পরিষ্কার করতে হলে গাম দিয়ে গোসল করতে হবে।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1924209104819728760?t=yMyFF7Ok-Pz50WzlNewoZg&s=19
https://x.com/MdAgim17/status/1923815597273747932?t=PoOLmYHFQPauwFaNVxKARg&s=19
https://x.com/MdAgim17/status/1923816178453221858?t=XihK7pNz96-15AacxQvknA&s=19
আমরা প্রতিদিন শরীর পরিষ্কার করি, কিন্তু মন পরিষ্কার করার কথা ভুলে যাই। প্রকৃত পবিত্রতা আসে তখনই, যখন আমরা ঘামের বিনিময়ে জীবিকা অর্জন করি এবং অন্যের কষ্টের মূল্য বুঝতে শিখি। ‘ঘামে গোসল’ শুধু পরিশ্রমের কথা নয়, এটা আত্মিক শুদ্ধতার প্রতীক। এই লেখাটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, সমাজ পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজেকে বদলানো—মনের অন্ধকার দূর করে সততার আলো জ্বালানো।
জি ভাই আপনি ঠিক বলেছেন, মনের অন্ধকার দূর করে সততার আলো জ্বালানো। ধন্যবাদ আপনাকে ভাই।
https://x.com/MdAgim17/status/1924516767860441544?t=6bLSNCFCIz0p-0BBqYw5EQ&s=19