পড়ন্ত বিকেলে নদীর পাড়ে সময় কাটানোর মুহূর্ত।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, পড়ন্ত বিকেলে নদীর পাড়ে সময় কাটানোর মুহূর্তে অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
চলার পথে জীবন কখনো হাসিমুখে থাকে কখনো আবার দুঃখে মুখ কালো হয়ে থাকে। তবুও জীবন এগিয়ে যায় অজানা গন্তব্যের দিকে। সময় হচ্ছে এক কঠিন বাস্তবতা। জীবনের কিছু মুহূর্ত পার হয় যা অপ্রত্যাশিত। কর্ম ব্যস্ততার মাঝে ইট পাথরের শহরে জীবন যখন থমকে যায় তখন মন খুবই ছটফট করে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। পরিবেশ পরিস্থিতি দিন দিন অস্বাভাবিক হয় উঠছে। জীবন সংসারে কখনো পুরোপুরি শান্তি পাওয়া যায় না। কোন না কোন সমস্যা লেগেই আছে জীবনের গতিপথে। জীবনে একমাত্র প্রশান্তি পাওয়া যায় প্রকৃতির মাঝে প্রকৃতির সৌন্দর্যতা উপভোগ করার মাধ্যমে।
তাইতো শত ব্যস্ততার মাঝেও ছুটে চলি প্রকৃতির মাঝে। সময় পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির কাছাকাছি আসার জন্য। প্রকৃতিকে হৃদয় খুলে উপভোগ করার জন্য। প্রকৃতির মাঝে হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। প্রাকৃতিক পরিবেশে নিজেকে কিছুক্ষণ বিলীন করে দিতে পারলে জীবনের সজীবতা ফিরে আসে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের মাঝে কিছুক্ষণ সময় ব্যয় করতে পারলে জীবনের সার্থকতা। জীবনের গতি পথের সম্পর্ক গুলো কখনো রঙ্গিন হয় কখনো আবার সাদা কালো হয়ে থাকে। সম্পর্ক গুলো কখনো হৃদয়কে আনন্দ দেয় আবার কখনো গোলাপের কাঁটার মতোন কষ্ট দেয় হৃদয়ে।
কিন্তু প্রকৃতির মাঝে কখনো অশান্তি খুঁজে পাওয়া যায় না। সব সময় শান্তি খুঁজে পাওয়া যায়। প্রাকৃতিক নান্দনিক অপরূপ সৌন্দর্যের ছোঁয়াতে মন উল্লাসিত হয়ে ওঠে। আজ বিকেলে নদী দেখতে বের হলাম। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করার পর বাসা থেকে বেরিয়ে পড়লাম নদী দেখার উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে পৌঁছে গেলাম। পড়ন্ত বিকেলে নদীর পাড়ে গিয়ে ভালো লাগলো। নদীর প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার উপভোগ করতে পেরেছি। এখন যেহেতু গ্রীষ্মকাল তাই নদীর পানি একে বারে শুকিয়ে গিয়েছে। নদীর পাড়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। পড়ন্ত বিকেলে প্রকৃতির মাঝে থাকতে পেরে খুব ভালো লাগলো।
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের মাঝে নিজের জন্য কিছুক্ষণ সময় ব্যয় করেছি। সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত নদীর পাড়ে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। আমার কাছে ভীষণ ভালো লাগলো নদীর পাড়ে কাটানো মুহূর্ত গুলো।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1922640463900668202?t=bsiJjbwTwlwExmn3X3fs9A&s=19
https://x.com/MdAgim17/status/1922530228120817978?t=6p_TckGfsKOkVEo7QkridQ&s=19
https://x.com/MdAgim17/status/1922531017358721026?t=4QG0bawNnAob5OLIKyxKtw&s=19
https://x.com/MdAgim17/status/1922531617030975676?t=Ux71NSA-Zywh9jlV_9_Hwg&s=19
https://x.com/MdAgim17/status/1922544673022718328?t=WV54iiFOQ_XarO7QIQBb-A&s=19
https://x.com/MdAgim17/status/1922545203711238523?t=PhDAmK6om_YOB4nwXWPx5Q&s=19
বিকেল টা নদীর পাড়ে কাটালে এককথায় অন্যরকম লাগে। বেশ দারুণ সময় কাটিয়েছেন আপনি। আপনার ধারণ করা নদীর ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল ভাই। সবমিলিয়ে সুন্দর ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।
জি ভাই, নদীর পাড়ে সময় কাটানো অনুভূতি বেশ দারুণ । ধন্যবাদ আপনাকে ভাই।