শরতের কাশফুলের সৌন্দর্য।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, শরতের কাশফুলের সৌন্দর্য সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আজ পড়ন্ত বিকেলে স্কুল মাঠে বসে ছোটদের ফুটবল খেলা উপভোগ করছি। তার সাথে সাথে নিজের মোবাইলে অ্যালবামে প্রবেশ করলাম। অ্যালবামে বেশ পুরাতন কিছু ছবি ছিলো। পুরাতন ছবি গুলো দেখে অতীতের অনেক স্মৃতি মনে পড়ে গেলো। কিছু মুহূর্তের ছবি গুলো দেখে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়লাম। ছবি গুলো দেখে খুব ইচ্ছে করছে অতীতের মুহূর্ত গুলোর মাঝে ফিরে যেতে। অ্যালবামে কিছু কাশফুলের ছবি ছিলো। ছবিগুলো মাঝে শরতের দিনের কাশফুলের সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। শরতের কোন এক দিনে এই ছবি গুলো তুলেছিলাম হয়তো দুপুর বা, পড়ন্ত বিকেল বেলা।
যখন ছবিগুলো দেখি ঐ মুহূর্তে মনে মনে ভাবছি আজ আপনাদের মাঝে শরতের কাশফুলের প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপন করবো। যেমন ভাবনা তেমন কাজ তাই আপনাদের মাঝে আজকের এই কাশফুলের সৌন্দর্যের পোস্ট টি উপস্থাপন করছি। শরতের প্রাকৃতিক সৌন্দর্য খুবই দারুণ হয়ে থাকে। বিশেষ করে নীল আকাশে সাদা মেঘের ভেলা তার মাঝে সবুজ প্রকৃতি এবং শরতের কাশফুলের নান্দনিক সৌন্দর্য। সব মিলে প্রাকৃতি নতুন রূপে সেজে থাকে। প্রকৃতির এমন অন্য রকম রুপ উপভোগ করতে সত্যি খুব ভালো লাগে।
শরৎ কালে বেশ চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আসলে শরতের প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে বা, লিখে প্রকাশ করা সম্ভব নয়। শরতের প্রাকৃতিক সৌন্দর্য নিজ চোখে উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। বিশেষ করে শহরের তুলনায় গ্রামের শরতের প্রাকৃতিক সৌন্দর্য খুবই দারুণ হয়ে থাকে। মাঠে-ঘাটে কাশফুলের বাগানের চার পাশের সুন্দর প্রকৃতির দৃশ্য ফুটে ওঠে। এমন নীল আকাশে সাদা মেঘের ভেলাতে কাশফুলের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে।
অসাধারণ কাশফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় সবাই। বলতে গেলে, দৃষ্টিনন্দন কাশফুলের সৌন্দর্য সবাই হৃদয় ছুঁয়ে যায়। কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে সবাই খুবই পছন্দ করে থাকে। মানুষ পড়ন্ত বিকেলে ছুটে আসে কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। সুনীল নীল আকাশ তার মাঝে তুলোর মতোন ভেসে যায় সাদা মেঘের ভেলা। মাঠে-ঘাটে দক্ষিণে বাতাসে সবুজের মাঝে সাদা পালকের মতোন কাশ ফুল দোল খায় যা দেখতে খুবই সুন্দর লাগে। কাশফুল সাধারণত নদীর ধারে জন্মে থাকে। শরৎ কালে কাশফুলের সৌন্দর্য এবং নদীর নান্দনিক সৌন্দর্য একই ভাবে উপভোগ করা যায়।
সৌন্দর্যে অপরূপ শরতের কাশফুল যা আমাদের হৃদয়কে রাঙিয়ে তলে। শরৎ কালে নদী ঘেষা জমিনে যতো দূর চোখ যায় ততো দূর সাদা সাদা কাশফুল চোখে পড়ে। কাশফুলের সৌন্দর্যতা শরতের ছোঁয়া লাগে মনেতে। গুচ্ছ সাদা কাশফুলের মতো নীল আকাশে সাদা মেঘের ভেলা কেড়ে নেয় মন। কাশফুলের স্নিগ্ধতা সত্যি খুব দারুণ। তাইতো কাশফুল সৌন্দর্য উপভোগ করতে বারবার মন চায়।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1923083042924462096?t=r2vPSbpdvVlTwCplj5N5TQ&s=19
https://x.com/MdAgim17/status/1923084434057633961?t=7rCCUB61e8QB6rkIsvFJWQ&s=19
https://x.com/MdAgim17/status/1923085241696104806?t=dx1mHaguxNynf-UWsuamQw&s=19
https://x.com/MdAgim17/status/1923085760732737607?t=qjAlHXYNvu2FOM8RiCWRFw&s=19
https://x.com/MdAgim17/status/1923086123120656666?t=eXmsk9n8uSmrzimapkRF6Q&s=19
https://x.com/MdAgim17/status/1923086354063175961?t=1Y8REZ4BU_8IIfuSEhp5PA&s=19
https://x.com/MdAgim17/status/1923086647245123817?t=zLvgOs-TtcR1vMbx6Bmcpg&s=19
https://x.com/MdAgim17/status/1923086901772271640?t=u8PWzpDGmhVagThBAx5wMQ&s=19
আপনার কাশফুল নিয়ে উপস্থাপনাটি ছিলো সত্যিই দারুণ।প্রকৃতির সৌন্দর্য যেন লেখার প্রতিটি লাইনে জীবন্ত হয়ে উঠেছে।ছবিগুলো চোখে শান্তি ও মনে প্রশান্তি এনে দেয়।আপনার স্মৃতিময় বর্ণনা পাঠককে ভাবনার জগতে নিয়ে যায়।শরতের নীল আকাশ আর সাদা কাশফুলের মিলন নিঃসন্দেহে মনকাড়া।এমন সৌন্দর্য ভাগ করে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।
শরৎ এর নীল আকাশের সাথে এমন সাদা কাঁশফুল সত্যি অসাধারণ লাগে। এটা একেবারে মন জুড়িয়ে দেয়। আহ কী চমৎকার দৃশ্য। দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। দারুণ করেছেন কাঁশফুলের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।
আপনাকে ধন্যবাদ দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনুভূতি শেয়ার করার জন্য।