মেহেদী গাছের পাতা চুলের জন্য খুবই উপকারী।

in আমার বাংলা ব্লগ20 hours ago

মেহেদী পাতার নাম শুনলে মনে পড়ে হাতে দেওয়ার কথা কিন্তু মেহেদী পাতা অনেক উপকারী একটি পাতা এটা আপনি মাথায় দিতে পারেন চুলের জন্য খুবই উপকারী আমি যখনই সময় পাই বা আমার সামনে যখনই মেহেদী পাতা পায় তখনই আমি চেষ্টা করি মাথায় দেওয়ার জন্য।

1000436657.jpg

1000436658.jpg

1000436659.jpg

1000436660.jpg

1000436661.jpg

সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে মেহেদী পাতার কিছু গুরুত্ব নিয়ে কথা বলতে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদী পাতার কথা যখনই মনে ওঠে তখন আমাদের মনে হয় সেই ছোটবেলার কথা বা বিভিন্ন গায়ে হলুদের কথা ছোটবেলায় কতই না এই মেহেদী পাতা হাতে দিয়েছি কিন্তু এটা যে চুলের জন্য কতটা উপকারী সেটা সম্পর্কে আমার ততটা বেশি ধারণা ছিল না।

অনেক মানুষ চুলের জন্য বিভিন্ন কালার ব্যবহার করে আমি তাদের জন্য বলব আপনারা কেমিক্যাল জাতীয় কোন কালার চলে ব্যবহার না করে সর্বদা চেষ্টা করবেন গাছের পাতা বা মেহেদী পাতা ব্যবহার করার জন্য এটা চুলের জন্য খুবই উপকারী।

1000341820.jpg

1000341823.jpg

কারণ কোন কেমিক্যালি স্বাস্থ্যের জন্য উপকার হয়ে উঠতে পারে না আমরা আমাদের শখের বসে বিভিন্ন ধরনের কালার করে থাকি চলে তবে অনেকে এখনো পর্যন্ত আছে যারা চুলের জন্য বা দাড়িতে শুধুমাত্র মেহেদী পাতা ব্যবহার করে।

আমার মাথার চুল সাদা হয়ে গেছে অনেক আগে থেকে তবে সবগুলো না তবে আমি যখনই সময় পাইবা আমার সামনে যখনই দেখতে পায় মেহেদী গাছ তখনই কিছু পাতার সংগ্রহ করে রাখি এবং সেগুলো আমি নিজে ভালো করে নিপিস করে বেটে তার সাথে একটু হালকা লেবুর রস ও এলোভেরা ব্যবহার করে চুলে দিই।

এটা ফলে চুলগুলো খুবই নরম থাকে ও মাথাটা অনেক ঠান্ডা হয়ে যায় এবং চুলের কালার গুলো পরিবর্তন হয়ে আসে এজন্য আমি আমার বন্ধুদের বলবো আপনারা কেমিকেল জাতীয় কোন কালার ব্যবহার না করে চেষ্টা করবেন গাছের পাতা বা মেহেদী গাছের পাতা ব্যবহার করার অবশ্যই উপকার দেখতে পাবেন।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।