আন্টির বিয়ের দাওয়াত

in আমার বাংলা ব্লগ2 days ago
আন্টির বিয়ের দাওয়াত

1000064487.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। আমাদের এদিকে সাধারণত বৃহস্পতিবার এ দিয়ে দাওয়াত হয় এবং শুক্রবারে বরযাত্রী আসে। মানে দুই দিনেই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেজন্যই আজকে কনে পক্ষ থেকেই ইনভিটেশন ছিল একটি। তার বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম। যেহেতু আমরা একই এলাকায় থাকি তাই আগে থেকেই তেমন কোন পূর্ব প্রস্তুতি ছিল না।

আমাদের বাসা থেকে অনুষ্ঠান খুব বেশি একটা দূরে নয়। পায়ে হেঁটেই যাওয়া যেত কিন্তু তারপরও আমরা অটোতে করেই সেখানে গিয়েছিলাম এবং সেখানে যেয়ে দেখি একেবারেই অনেক মানুষকেই দাওয়াত দিয়েছিল। যার কারণে অনেকটা গ্যাঞ্জাম লেগেছে এবং আজকে এদিকে দশমী পালিত হচ্ছে যার কারণে পুরো নীলফামারী এলাকায় একটি জমজমাট অবস্থা বিরাজ করছে এবং আনন্দঘন মুহূর্ত বিরাজ করছে।

1000064493.jpg

1000064488.jpg

যদিও আমি খুব বেশি একটা খাওয়া দাওয়া করতে পারি না। আজকেও অল্প একটু খাওয়ার চেষ্টা করছি কিন্তু দাওয়াত বাড়িতে খেতে গেলেই কেন জানি একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আমাকে যেতে হয়। কারণ বর্তমানে একটু স্বাস্থ্যসম্মত খাওয়ার চেষ্টা ভাবনা করছি এবং সে দিক থেকেই দাওয়াতের যে বিষয়গুলো হয়ে থাকে মাত্রা অতিরিক্ত তেল দিয়ে থাকে যেটা খেলে একটু আমার গ্যাসের সমস্যা হয়ে যায়।

আমাদের এদিকে বিয়ে বাড়িতে গুলোতে সাধারণত ১০০০.২০০০ কিংবা ৩০০০ মানুষের অনুষ্ঠান হয়ে থাকে। আজকের যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেটা প্রায় ৩০০০ মানুষের দাওয়াতের ব্যবস্থা করেছিল এবং এত বৃষ্টির মধ্যেও এত বড় একটি অনুষ্ঠান পরিচালনা করাটাও অনেকটা কষ্টসাধ্য একটি বিষয় হয়ে যায়। যেটা আজকে আমরা অনুষ্ঠানে গিয়ে দেখতে পেরেছি।

1000064486.jpg

সেখানে গিয়ে ভালোই সময় যাচ্ছিল যেহেতু বাসায় বিভিন্ন ধরনের মিস্ত্রি কাজ করছে তাই আমরা বেশিক্ষণ সেখানে আর থাকতে পারেনি। শুধুমাত্র খাওয়া-দাওয়া করে একটু তাদের সাথে দেখা-সাক্ষাৎ এবং কথাবার্তা বলে উপহার দিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেখান থেকে বাসায় আসতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লেগেছিল। এছাড়াও আজকে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছিল যার কারণে অবস্থা একেবারে শোচনীয় ছিল সব।

যাইহোক আজ আর তেমন কিছু লিখছি না। আমি শারীরিকভাবেও অনেকটা অসুস্থ বোধ করছি। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আন্টির বিয়ের দাওয়াত

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  

Wow, @alsarzilsiam, what a vibrant glimpse into a traditional Bangladeshi wedding invitation! The photos truly bring the atmosphere to life, from the bustling crowd to the delicious spread. It's fascinating to hear about the local customs surrounding weddings, like the Thursday invitations and Friday processions.

I can definitely relate to the struggle of navigating food at these events while trying to maintain a healthy diet! It sounds like quite the undertaking to host 3000 people, especially with the rain. Thanks for sharing this slice of Nilphamari life with us! It's also great to see how the দশমী festival added to the atmosphere. What's your favorite part about attending weddings in your community? I would also like to know more about দশমী festival. Keep up the great work, and I hope you feel better soon!