ডাই পোস্টঃক্লে দিয়ে বানানো ওয়ালমেট।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।
বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ডাইটি তৈরি করেছি এসো নিজে করি সপ্তাহের শেষ দিনের জন্য। আর ডাইটি হলো একটি ফুলের ওয়ালমেট। ওয়ালমেটটি বানিয়েছি ক্লে দিয়ে ।ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাই প্রায়ই ক্লে দিয়ে বানানো বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তারই ধারাবাহিকতায় আজ একটি ওয়ালমেট বানালাম। এ ধরনের ওয়ালমেট ঘর সাজাতে ব্যবহার করতে পারি। এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ওয়ালমেটটি বানাতে যদিও সময় লেগেছে ,তবুও বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। আজ আমি এই ওয়ালমেট বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের। ওয়ালমেট বানাতে আমি ব্যবহার করেছি কার্টুন বোর্ড ও ক্লে ,পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেই ওয়ালমেট তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ডাইটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১।কার্টুন বোর্ড
২।গাম
৩।বিভিন্ন শেডের পোস্টার রং
৪।বিভিন্ন সাইজের তুলি
৫।ক্লে টুলস
৬।বিভিন্ন রং এর ক্লে
৭।সাদা রং এর জেল পেন
৮।ওয়ান টাইম কাপ
ওয়ালমেট তৈরির ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে ওয়ালমেট বানানোর জন্য এক টুকরো কার্টুন বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের এক পাশের কাগজ তুলে নিয়েছি।এতে দেখতে ঢেউ ঢেউ মনে হবে ওয়ালমেটটি।
ধাপ-২
কেটে নেয়া কার্টুন বোর্ড এর এক পাশের কাগজ তুলে নেয়াতে বোর্ডটি পাতলা হয়ে গেছে। তাই এটিকে শক্ত করার জন্য একই সাইজের আরেকটি বোর্ড কেটে নিয়েছি। এবং তার সাথে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৩
এবার বোর্ডটিতে সবুজ ও আকাশী রং করে নিয়েছি। ফলে দু'রং এর শেডের মতো হয়েছে দেখতে।
ধাপ-৪
এবার গোলাপী রং এর ক্লে দিয়ে ৫টি পাপড়ি ও হলুদ রং এর ক্লে দিয়ে কেশর বানিয়ে নিয়েছি ফুলের। এবার প্রতিটি পাপড়িতে কেশরগুলো লাগিয়ে দিয়েছি। এবং পাপড়িগুলো পরপর লাগিয়ে একটি ফুল বানিয়ে নিয়েছি।একইভাবে আরও দু'টো ফুল বানিয়ে নিয়েছি বেগুনী ও পিচ রং এর।
ধাপ-৫
এবার পিচ রং এর ফুলটিকে হলুদ রং করে নিয়েছি। এবং লাল রং দিয়ে কিছু শেড দিয়ে নিয়েছি ফুলটিতে।
ধাপ-৬
এবার সবুজ রং এর ক্লে দিয়ে কিছু পাপড়ি বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার ওয়ান টাইম কাপ হাফ করে কেটে নিয়েছি ফুলদানি বানানোর জন্য। কাপটি সুন্দর করার জন্য কমলা রং এর ক্লে লাগিয়ে নিয়েছি কাপটিতে।
ধাপ-৮
এবার রং করা কার্টুন বোর্ডটিতে সবুজ রং এর ক্লে দিয়ে ডাল বানিয়ে লাগিয়ে দিয়েছি। সেই সাথে বানানো ফুল ও পাতাগুলো লাগিয়ে দিয়েছি গাম দিয়ে। এবং কাপ দিয়ে বানানো ফুলদানিটিও গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৯
এবার বিভিন্ন রং এর ক্লে দিয়ে কিছু কলি বানিয়ে লাগিয়ে দিয়েছি। সেই সাথে ফুলদানিটিতেও কিছু ডিজাইন করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে।সেই সাথে আরও কিছু ছোট ফুল বানিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-১০
এবার প্রজাপতির পাখা বানিয়ে নিয়েছি গোলাপী রং এর ক্লে দিয়ে। এবং কালো ক্লে দিয়ে প্রজাপতির শরীর বানিয়ে নিয়েছি। প্রজাপতিটি ফুলের কলির উপর বসিয়ে দিয়েছি। প্রজাপতিটি যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য পাখায় লাল রং করে নিয়েছি। এবং শরীরের সাদা রং এর জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবং চোখ এঁকে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো ক্লের ওয়ালমেটটি।
উপস্থাপন
আশাকরি ক্লে দিয়ে বানানো ওয়ালমেটটি আপনাদের ভালো লেগেছে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ধরনের ডাই পোস্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই |
---|---|
ক্যামেরা | Samsung A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপনার এই ওয়ালমেট বানানো দেখে আমি খুশি হয়েছি অনেক। ফুল আকৃতির হওয়ায় অনেক ভালো লেগেছে। বিশেষ করে বড় ফুলটা দেখতে একদম দুপুর মনি ফুলের মত হয়েছে। সব মিলে কিন্তু দারুণ লাগছে দেখতে।
দুপুর মনি ফুল আমি দেখিনি। তাবে আপনার কাছে নামটা শুনে বেশ ভালই লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ,
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1865418098037387701
ক্লে দিয়ে বানানো ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। এ ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।
আমরাও বেশ ভালো লাগে ক্লের ওয়ালমেটগুলো। তাই চেস্টা করি মাঝে মাঝে বানাতে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপু ওয়ালমেট টি অসম্ভব সুন্দর হয়েছে।ফুল গুলো দেখে জীবন্ত মনে হচ্ছে। আর তৈরি পদ্ধতি ও অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
বেশ সময় নিয়ে বানিয়েছি ওয়ালমেটটি। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট আজ তৈরি করলেন আপু।ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে।ফুল,ফুলের কলি সবকিছু মিলে মিশে দারুন একটি ডাই পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ধাপে ধাপে তুলে ধরার জন্য।
আমি চেস্টা করেছি ওয়ালমেটটি সুন্দরভাবে বানাতে। ধন্যবাদ আপু।
ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। এত সুন্দর একটি ওয়ালমেট ওয়ালে টাঙ্গিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখাবে। আপনি বিভিন্ন রঙের ফুলের কালার দিয়ে তৈরি করেছেন তাই খুবই সুন্দর দেখাচ্ছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।
জি আপু দেয়ালে টাঙ্গিয়ে রেখেছি। দেখতে বেশ সুন্দর লাগছে ।মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার কাছে ফুলের তৈরি করা ওয়ালমেট গুলো একটু বেশি ভালো লাগে।আর ক্লে ব্যবহার করে যে কোন ধরনের ওয়ালমেট তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে ব্যবহার করে একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা এতো সুন্দর একটি ওয়ালমেট দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
কি দারুণ বানিয়েছেন আপু ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট টি। দারুণ বানিয়েছেন। দেখতে খুব সুন্দর হয়েছে। ধাপে ধাপে ফুল পাতা ডাল বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্লে দিয়ে ওয়ালমেট টি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আমি চেস্টা করেছি ওয়ালমেট বানানোর প্রতিটি ধাপ শেয়ার করতে। আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ আপু।