রঙিন কাগজ দিয়ে একগুচ্ছ শুভেচ্ছা ফুল তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন। সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও।
যাইহোক আজকে কাগজ দিয়ে শুভেচ্ছা ফুল তৈরি।। এই কাজ গুলো সহজেই তৈরি করা সম্ভব। একটু খেয়াল করলেই কাজ অনেক সুন্দর হবে। এই ধরনের কাজগুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। যদিও এই কাজগুলো তৈরি করতে অনেক সময় অধৈর্যের প্রয়োজন। এখন দিন অনেক ছোট হওয়ায় কাজের সাথে তাল মিলিয়ে সময় পাওয়া যায় না।
যাইহোক কাজে ফেরা যাক। আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে।

আমি নিচে নকশা টি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
কাজটির ফাইনাল লুক

IMG-20231213-WA0153.jpg

IMG-20231213-WA0151.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙ্গিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • সবুজ সাইন পেন
প্রথম ধাপ
  • প্রথমে আমি একটি সাদা কাগজকে বৃত্ত করে কেটে নিলাম। তারপর নীল রঙিন কাগজ দিয়ে নিচের ছবির মতো করে তৈরি করলাম ও আঠার সাহায্যে লাগিয়ে নিলাম।

IMG-20231213-WA0156.jpg

দ্বিতীয় ধাপ
  • এখন একটি সবুজ মার্কার দিয়ে গাছের ডালপালা তৈরি করলাম।

IMG-20231213-WA0147.jpg

তৃতীয় ধাপ
  • এখন বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে হাত দিয়ে মুছরে ছোট ছোট করে তৈরি করলাম।

IMG-20231213-WA0157.jpg

চতুর্থ ধাপ
  • তারপর আঠার সাহায্যে লাগানো শুরু করলাম।

IMG-20231213-WA0154.jpg

পঞ্চম ধাপ
  • এভাবে সবগুলো ফুল লাগিয়ে নিলাম।

IMG-20231213-WA0155.jpg

সর্বশেষ ধাপ
  • এখন একটি লাভ কার্ড তৈরি করে নিলাম নিজের ছবির মত করে। ও কাগজে নিচের দিকে লাগিয়ে নিলাম।

IMG-20231213-WA0152.jpg

কাজটি এখন সম্পূর্ণ তৈরি।

IMG-20231213-WA0149.jpg

IMG-20231213-WA0148.jpg

IMG-20231213-WA0150.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 2 years ago 

আপনার শুভেচ্ছা ফুলের তোড়া দেখে খুব ভালো লাগলো। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে একগুচ্ছ শুভেচ্ছা ফুল তৈরি করেছেন ‌ বেশ দুর্দান্ত হয়েছে। শুভেচ্ছা ফুলের তোড়া দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে একগুচ্ছ শুভেচ্ছা ফুল তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সত্যিই এই ধরনের কাজগুলো করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন। আপনি চমৎকার একটি ডাই প্রজেক্ট নিয়ে আজকে হাজির হয়েছেন। একগুচ্ছ শুভেচ্ছা ফুল ভীষণ সুন্দর ছিল তবে ফুলগুলো ছোট ছোট হওয়াতে তৈরি করতে বেশ কষ্ট হয়েছে আপনার বোঝাই যাচ্ছে। হাতের কাজটি শেষ করার পর ফাইনাল লুকটা দারুন দেখাচ্ছে। সত্যি বলতে অসম্ভব সুন্দর একটি ডাইপ্রজেক্ট তৈরি করে ফেলেছেন। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ফুলগুলো ছোট ছোট হওয়াতে তৈরি করতে বেশ কষ্ট হয়েছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে একগুচ্ছ শুভেচ্ছা ফুল তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আশা করি সব সময় এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 2 years ago 

অনেক সুন্দর একটি অরিগামি করেছেন।এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।এটা দেখেতে সত্যিই খুব সুন্দর লাগছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে মুগ্ধ করাতে পেরেছি শুনে খুব ভালো লাগছে আপু ধন্যবাদ।

 2 years ago 

বেশ সময় নিয়ে কাজটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। এ ধরনের কাজ করতে বেশ সময় লাগে। কিন্তু করার পর দেখতে বেশ সুন্দর লাগে।বেশ গুছিয়ে কাজটি করেছেন বলে, দেখতে বেশ সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ একটি সুন্দর ডাই শেয়ার করার জন্য।

 2 years ago 

যে আপু কাজটি করতে সময় লেগেছিল।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে একগুচ্ছ শুভেচ্ছা ফুল তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙ্গিন কাগজের তৈরি ফুলগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। বিভিন্ন কালার দেওয়াতে দেখতে আরো বেশি চমৎকার হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে সত্যিই অনেক কিছু তৈরি করা যায় আর দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

করতে অনেক সময় লেগেছিল আপু। তাই হয়তো সুন্দর হয়েছে।

 2 years ago 

আপনি চমৎকার একগুচ্ছ রঙিন কাগজের ফুল নিয়ে হাজির হয়েছেন।আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে এগুলো তৈরি করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রঙিন কাগজ দিয়ে শুভেচ্ছা ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি এগুলো তৈরি করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন হয়।

Hi, @naimuu,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @msharif.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

আপনার এত সুন্দর ক্রিয়েটিভিটি গুলো আমাকে সব সময় মুগ্ধ করে আপু। আপনার আজকের তৈরি করা রঙিন কাগজের শুভেচ্ছা ফুল আমার খুব ভালো লেগেছে দেখতে। আপনি এত সুন্দর করে কালার ম্যাচিং করে তৈরি করলেন সত্যি অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ধাপ গুলো খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

কালার ম্যাচিং করতে গিয়ে আমি অনেক চিন্তাভাবনা করে এটাই চয়েজ করলাম । তবে রিভিও দেখে এখন বেশ ভালো লাগছে।