আমার প্রথম মটো ভ্লগ || বিজয় রাইডিং || #Vlog 1
হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি অবস্থা সবার। বৃষ্টি হচ্ছে তাই পরিবেশটা একটু ঠান্ডা। সকালে অফিস যেতে বেগ পেতে হয়না। নাইলে রোদে জ্বলে যাই। এর জন্য উইন্ডব্রেকার কিনেছিলাম। এটা ভালোই সুবিধা দেয়। নাইলে আমার হাত দুইটা জ্বলে কালো হয়ে গিয়েছিলো কয়দিন আগে। তো প্রথম বারের মতন আপনাদের মাঝে ভ্লগ নিয়ে হাজির হলাম। এটি একটি মটোভ্লগ।
আমার প্রথম মটোভ্লগে আপনাদের স্বাগতম। আপনারা অনেকেই জানেন আমার বাইক রয়েছে। আর আমি সেই বাইক রাইড করতে অনেক পছন্দ করি। আমার বাইকের মডেল হচ্ছে হোন্ডা সিবি হর্নেট সিবিএস ১৬০ সিসি। এটি আমার রেড ভেলভেট। যাকে রাইড করতে আমি খুব আরাম বোধ করি। তো আর কথা না বাড়িয়ে ভ্লগ নিয়ে একটু আলোচনা করা যাক তার আগে দেখে নেন আমার ভ্লগ টি -
আমার ভ্লগ -
এটি গত ৫ আগষ্ট এর ভ্লগ। সেদিন আমি বিজয় উৎযাপন করতে বেরিয়েছিলাম। আগেই বলে রাখি আমার এই ভ্লগ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। এমন কি আমি কোনো রাজনৈতিক দলের নাম ও উল্লেখ করিনি। হাজার হাজার মানুষের মতন আমিও সেদিন বিজয় উল্লাসে বাইক রাইড করতে বের হয়েছিলাম। তো দুপুরের কিছুক্ষিন পর আমার বন্ধু কল দিয়ে বললো বাইক নিয়ে বের হ। আমি তখন বাসায় হেলমেট এর ভিতর আমার কেনা নতুন মাইক ও ক্যামেরা সেটাপ করায় ব্যস্ত ছিলাম। সব কিছু রেডি করে আমি বের হয়ে যাই। সাথে একটি ছোট পতাকা নেই। যেটি গত বছর বিজয় দিবসে বাইকে নিয়ে রাইড করেছিলাম। সেটি লুকিং গ্লাসে সেট করে বাজারে চলে যাই। সেখান থেকে আমার বন্ধুকে পিক করে নেই। এরপর চলতে থাকে আমাদের বিজয় রাইডিং।
সেদিন প্রথম বারের মতন এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও উঠি। এতোদিন বাইক নিয়ে উঠা যেতোনা। তবে এখন সবাই উঠতেছে দেখে আর আমি লোভ সামলাতে পারিনি। প্রথমবারের মতন বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেস এ ঘুরে বেড়াই। আমরা সেখান থেকে হাতিরঝিল গিয়েছিলাম। এরপর সেখান থেকে আবার বাসায় ব্যাক করি। কারণ বাসা থেকে চিন্তা করছিলো। এইতো এই ছিলো আমার প্রথম ভ্লগ এ। জানিনা কেমন হয়েছে। জানাবেন আপনারা।
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

VOTE @bangla.witness as witness

OR