মুজিবনগর ভ্রমণের অভিজ্ঞতা| |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @ABB-SCHOOL

আসসালামু আলাইকুম, অন্য ধর্মের ভাই বোনদের প্রতি শুভকামনা।

আজ আমি আমার মুজিবনগর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করবো।

মুজিবনগর যার (পূর্বনাম: বৈদ্যনাথতলা), পূর্বে এটি বৃহত্তর কুষ্টিয়া জেলার অধীনে ছিল। বর্তমানে এটি বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত, এটি একটি ঐতিহাসিক স্থান । এই স্থানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশেষভাবে সম্পৃক্ত। কারণ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার যা ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠন করা হয়, তা এই মুজিবনগরের আম্রকাননেই সংগঠিত হয়। তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলায় বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ এই অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।

IMG20210224114242.jpg

হঠাৎ করেই মুজিবনগর যাওয়ার প্লান, যেই ভাবনা সেই কাজ । ঘুরে আসলাম মুজিবনগর। এখানে , বাংলাদেশের মেহেরপুর জেলা বাসস্ট্যান্ড থেকে অটো গাড়িতে করে রওনা দিলাম।
মুজিবনগর নামটি শুনলেই মহান মুক্তিযুদ্ধের কথা মনে পরে যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এই মুজিবনগর।
IMG20210224113809.jpg

IMG20210224132235.jpg

মুজিবনগরের ইতিহাসকে ধরে রাখার জন্যে এখানে ১৯৮৭ সালে মুজিবনগর সৃতিসৌধ নির্মিত হয়। যার মোট ২৩ টি দেয়াল রয়েছে। এই ২৩ টি দেয়াল (আগস্ট ১৯৪৭ থেকে মার্চ ১৯৭১)- এই ২৩ বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত
IMG20210224132533.jpg

IMG20210224132530.jpg

এর পাশেই বিশাল আকৃতির বাংলাদেশের মানচিত্র আছে। যেখানে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের গুরুত্বপূর্ন স্থাপনা সমূহে কি ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল তা ফুটিয়ে তোলা হয়েছে।

IMG20210224135543.jpg

IMG20210224135304.jpg

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার বিশাল এক গুরুত্বপূর্ণ স্থান এই মুজিবনগর। যা এখানে বেড়াতে গিয়ে বুঝতে পারলাম।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই বাংলার মানুষ যে অন্যায় ও অত্যাচারের স্বীকার হয়েছিল, তা খুব সুন্দর ভাবেই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। সেই সাথে বাংলার মানুষের অত্যাচারের মোকাবেলা করা, এবং চূরান্ত বিজয় লাভের বিভিন্ন ঘটনাও এখানে তুলে ধরা হয়েছে।

সব মিলিয়ে মুজিবনগর ভ্রমণে এসে, খুব সুন্দর একটা সময় পার করলাম এবং ইতিহাসকে জানতে পারলাম।

আমার মুজিবনগর ভ্রমণের অভিজ্ঞতা পোস্টটি পড়ার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

অনেকদিন আগে আমি একবার মজিবনগর গিয়েছিলাম। মুজিবনগরে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শেখার আছে আর মুজিবনগরে রয়েছে বিশাল আকৃতির একটি মানচিত্র। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন মুজিবনগর জায়গা থেকে অনেক কিছু শেখার রয়েছে।

 3 years ago 

আমি মুজিবনগরের এই জায়গায় সেই ছোটবেলায় ঘুরতে গিয়েছিলাম। আপনার মুজিবনগর ভ্রমনের মুহূর্ত গুলো দেখে আমার ছোটবেলার ভ্রমণকাহিনীর কথা মনে পড়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মুজিবনগর ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

আপনাকে ধন্যবাদ ভাইয়া। আমি মনে করি বাংলাদেশের সকল ভ্রমণ পিপাসুদের একবার হলেও এই জায়গায় আসা উচিত। এখানে আসলে বাংলাদেশের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

 3 years ago 

আমিও কিছুদিন আগেই মুজিবনগর ভ্রমণ করেছিলাম। আপনি গিয়েছেন বেশ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর মুহূর্ত যাপন করেছেন। দারুণ দক্ষতায় সবগুলো বিস্তারিত আলোচনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল এবং আসলেই মুজিবনগর ঐতিহাসিক স্থান। আমিও তুলে ধরেছি। আশাকরি চেষ্টা করে দেখবেন আমার ফটোগ্রাফি গুলো

আপনি এসেছিলেন শুনে খুব ভাল লাগলো, আপনার প্রতিও শুভকামনা রইলো।

 3 years ago 

আপনার মুজিবনগর ভ্রমণের গল্প শুনে আমার খুব যেতে ইচ্ছে করছে। অনেক ছোটবেলায় একবার গিয়েছিলাম পরে আর কখনো যাওয়া হয়নি। আপনি সুন্দরভাবে আপনার ভ্রমণ কাহিনী আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

আগের থেকে এখন অনেক সুন্দর করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার অন্যতম স্থান এই মুজিবনগর।
আপনার প্রতিও শুভ কামনা রইল।

 3 years ago 

অনেকদিন আগে আমি মুজিব নগর ভবনে গিয়েছিলাম জায়গাটি আমার কাছে এত ভাল লেগেছে যে যেটা আমি সত্যিই বলে বোঝাতে পারবো না বিশেষ করে আম বাগানের ভেতরে দৃশ্যটি অনেক বেশি সুন্দর ছিল। আপনি মুজিবনগর ভ্রমণের অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

মুজিবনগর আসলেই অনেক সুন্দর, আপনার মন্তব্যের মাধ্যমে তা প্রকাশ করায় আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ, খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আজকে আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।

তবে ফটোগ্রাফি পোস্টে অবশ্যই লোকেশন দিতে হবে, নয়তো এই পোস্ট কিউরেশন করা হবে না। আপনি এখনই এডিট করে সঠিক করুন।
কিভাবে লোকেশন দিবেন লিংক 👇
https://steemit.com/hive-129948/@hafizullah/w3w-how-to-use-what3words-code

 3 years ago 

মুজিবনগরে আমি অনেকবার গিয়েছি কেননা মুজিবনগর আমার বাসা থেকে তেমন একটা বেশি দূর নয়। মুজিবনগর হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক ঐতিহ্যময় একটি জায়গা । মুজিবনগর ভ্রমণের অভিজ্ঞতাটি অনেক সুন্দর ভাবেই সম্পূর্ণ করেছেন আপনি পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ।