"পড়ন্ত বিকাল"

in আমার বাংলা ব্লগ22 days ago

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন।
আমি আলহামদুলিল্লাহ, ভালো আছি।নতুন একটি টপিক নিয়ে আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম।আবারো আপনাদের সামনে গ্রাম বাংলার কিছু রূপ তুলে ধরতে চাই।আজ কথা বলবো "পড়ন্ত বিকাল "নিয়ে।

"পড়ন্ত বিকাল"

এই দুটি শব্দ আমরা সচারাচর সবস্থানে ব্যবহার করে থাকি।আজ এই দুটি শব্দ নিয়ে পর্যালোচনা করি।পড়ন্ত কথাটির বাংলা অর্থ পড়তে থাকা।পড়ন্ত বিকেল বলতে সাধারণত বুঝায় সূর্যাস্তের আগের মুহুর্তোগুলো।

a.jpg

কর্মব্যস্ত জীবন,শত ব্যস্ততার মাঝে মানুষ তার আনন্দ টুকু খুজতে ব্যস্ত থাকে।ঠিক সমস্ত দিন ব্যস্তসম্পন্ন কাজ শেষ করে সূর্য তার গন্তব্যে পৌছায়।পশ্চিমে হেলে পড়ে দেখিয়ে দেয় তার সাত রং মিশ্রিত লাল আভা।শত কষ্টে থাকা মানুষ গুলোর দীর্ঘ নিশ্বাস জানান পড়ন্ত বিকাল এর গভীর মূহুর্তেগুলো।

গ্রামীন জীবন আর শহুরে জীবনে ২ রকম অনুভুতি উপলব্ধি হয়।আজ আমি গ্রামীন জীবন নিয়ে লিখি।কৃষকেরা মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরতে শুরু করে।গরুর পালকে সাথে নিয়ে,লাঙল কাঁধে বেঁধে নিজ গন্তব্যে রওনা হয়।গ্রামের হাট-বাজার গুলো সন্ধ্যার আগ মূহুর্তে থেকে জমজমাট হতে শুরু করে।গ্রামের বড় বড় গাছের নিচে চায়ের টং থাকে।ছোট বড়, বৃদ্ধ সকলে বসে টং এ।এক কাপ চা চুমুক দিয়ে যেন সবচেয়ে বড় তৃপ্তি পায়।সন্ধ্যায় পর সারা দিনের ক্লান্তি ভুলে সুখ দুঃখের আলোচনা করতে বসে।

b.jpg

দেখা মিলবে ছোট্ট শিশু,কিশোর-কিশোরী সবাই দল বেঁধে খেলাধুলা মগ্ন।কেও খেলছে ফুটবল, কেও আবার ক্রিকেট,আবার কেও গোলাচ্ছুট।সন্ধ্যার আজান(মাগরিবের আজান) পর্যন্ত চলবে তাদের এই খেলাধুলা।মারামারি দুষ্টামি মধ্যে দিয়ে শেষ করে বিকালের সময় টুকু।

c.jpg

আসলে বয়সের সাথে পড়ন্ত বিকাল এর ও পরিবর্তন আসে।সবাই নিজের মূল্যবান সময়টুকু উপভোগ করে।যেমন:শিশুরা-মাঠে,কিশোর-কিশোরী- পড়াশুনোয়,পুরুষমহিলা-
জীবিকার তাগিদে ছুটতে থাকে।

logo (bangla blog).png

arif red.jpg

আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার।