গ্রামীণ জীবনের বিভিন্ন চিত্র।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে বেশ কিছু গ্রামীণ জীবনের ফটোগ্রাফি শেয়ার করবো। গ্রামীণ জীবনের প্রাকৃতিক চিত্র আমার কাছে সব সময় ভালো লাগে। আমি কোন সময় গ্রামে গেলে তাদের জীবনধারার চিত্র ফটোগ্রাফি করার চেষ্টা করি।
গত মাসে ঈদে যখন বাড়িতে গিয়েছিলাম তখন দুইদিন যাবত গ্রামের বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করে বেশ কিছু গ্রামীণ জীবনের চিত্র ক্যাপচার করেছি। গ্রামের কিছু কিছু জায়গা আছে খুবই ভালো লাগে। এই যে এখন ভীষণ গরম এই গরমের মধ্যে গ্রামের কিছু জায়গাতে বসলে এসির বাতাসের মত ঠান্ডা হাওয়া গায়ে লাগে। যে বাতাস একেবারে প্রাকৃতিক। যেটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর শহরের আবহাওয়া তো দূষিত। যেটা আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকর। তারপরেও জীবিকার তাঁদের শহরে থাকতে হয়। আমাদের শহর কবে যে দূষণমুক্ত হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কারণ আমাদের দেশের মানুষ নিয়ম শৃঙ্খলা মানে না। যার যেটা মন চায় সে সেটাই করে। যাই হোক আজকের গ্রামীন পরিবেশের চিত্রগুলো আশা করি সবার ভালো লাগবে।
এখানে আমি আপনাদের সাথে দুটি ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রথম ফটোগ্রাফিটা হলো একটি পুকুর পাড়ের ফটোগ্রাফি। যখন দিনের বেলা প্রচন্ড রোদ থাকে তখন এই পুকুর পাড়ে গাছের ছায়ার নিচে বসলে খুবই সুন্দর একটি বাতাস শরীরে এসে লাগে। যার মাধ্যমে স্বর্গীয় সুখ অনুভব হয়। আর দ্বিতীয় ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন দুই পাশে জমি মাঝখান দিয়ে একটি রাস্তা গিয়েছে। বিকাল বেলা যখন পশ্চিম আকাশে সূর্য ডুবন্ত অবস্থায় চলে যাই, তখন এসব রাস্তার পাশে বসে আড্ডা দিতে খুবই ভালো লাগে। জীবনের অনেক সময় কাটিয়েছি এ রাস্তা গুলোর মধ্যে।
এই জায়গাটা গত মাসে ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে প্রথম আবিষ্কার করেছি।এই জায়গাটা এত সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে। যখন প্রচন্ড রোদ থাকে তখন এই কাঠ বাগানের নিচে ছোট বাচ্চারা মার্বেল খেলে। আমি অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে বসে কাটিয়েছি। আপনার ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন ছোট চিকন চিকন গাছ। চারপাশে প্রচুর গাছ রয়েছে দেখতে জঙ্গলের মত মনে হয়। এই জায়গাটা দেখলে যে কোন মানুষের পছন্দ হয়ে যাবে। পাশে রয়েছে ধানের জমি, কৃষকরা জমিতে কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন এই গাছের নিচে এসে বিশ্রাম নেয়। পাশেই একটি রয়েছে গভীর নলকূপ, সেখান থেকে ঠান্ডা পানি পান করে তৃপ্তির ডেকুর তুলে।
আর এই চিত্রগুলো দেখলে মনটা আরো বিশাল হয়ে যায়। সামনের দিকে তাকিয়ে বড় শ্বাস নিতে মন চায়। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখতে কতই না ভালো লাগে। শহরের মানুষ যখন হঠাৎ করে এই চিত্রগুলো দেখে তখন ফেল ফেল করে তাকিয়ে থাকে। কত সুন্দর আমাদের সোনার বাংলা। গত মাসে বাড়িতে গিয়ে মোটামুটি অনেক জায়গায় হাটাহাটি করেছি। অনেক বছর পরে আমাদের গ্রামটা কে ভালোভাবে অবলোকন করেছি। আমাদের গ্রাম কত পরিবর্তন হয়ে গেছে। উপরে যে বাগানের তিনটা ফটোগ্রাফি দিয়েছি, সেগুলোতে এক সময় ধান চাষ করতো। যত দিন যাচ্ছে মানুষ তত বাড়ছে, আর সেই সাথে ধানের জমিতে বসতভিটা তৈরি করছে। সেই সাথে ফসলের জমিও কমে যাচ্ছে।
এখন মনে হয় গ্রামে পুরোপুরি ভাবে ধান কাটা পড়েছে। যে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়েছে। তারা এখন সোনালী ধান ঘরে তুলে হাঁসবে। এখন গ্রামে গেলে প্রত্যেক বাড়িতে নতুন ধান দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটা গ্রাম নতুন ধানের ঘ্রানে মাতোয়ারা হয়ে যাবার অবস্থা। যাইহোক বন্ধুরা যতটা সম্ভব চেষ্টা করেছি গ্রামীণ জীবনের কিছু চিত্র তুলে ধরার জন্য। সেই সাথে যতটা সম্ভব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছি। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। এই সুন্দর গ্রামীন পরিবেশ সব সময় মিস করি।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ২৫-০৩-২০২৫ |
সময় | দুপুর -১১.৩০ মিনিট |
স্থান | সৈয়দাবাদ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া , ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা এমন সুন্দর সুন্দর চিত্র গুলো আমার কাছে সব সময় অনেক অনেক বেশি ভালো লাগে। আমি মনে করি এই জাতীয় পোস্টগুলো আমাদের দেশের সৌন্দর্যকে তুলে ধরতে পারে সবার মাঝে।
জী ভাই গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে দারুণ লাগে। ধন্যবাদ।
https://x.com/RamimHa74448648/status/1913905397150388384?t=gI4ueFNBr0WHhIbugtjQ9A&s=19
https://x.com/RamimHa74448648/status/1913906288817475953?t=r4JV88aM93a2Wzs6Dqvsaw&s=19
প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাদেরকে মুগ্ধ করে। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম।অনেক ধন্যবাদ পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জী আপু প্রাকৃতিক পরিবেশ সবসময় আমাদের আকৃষ্ট করে।
গ্রামীণ প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আর এই ধরনের পরিবেশে সময় কাটাতেও ভালো লাগে। ভাইয়া আপনার উপস্থাপন করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।
চেষ্টা করেছি গ্রামের সুন্দর্য ফুটিয়ে তুলার জন্য।
গ্রামীণ জীবনের সরলতা ও প্রকৃতির নৈকট্য সত্যিই অনন্য। মাঠেঘাটে শিশুদের উচ্ছ্বলতা, কৃষকের পরিশ্রম, আর সন্ধ্যায় গল্পের আসর—এগুলো আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। আপনার পোস্টে এই চিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।গ্রামীণ সমাজের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির চিত্র আজকাল শহুরে জীবনে কম দেখা যায়। আপনি এই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। গ্রামের মানুষদের মধ্যে এই সহমর্মিতা আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক। সর্বোপরি ধন্যবাদ ভাইয়া আপনাকে
জী ভাইয়া গ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।
বাংলাদেশের প্রায় প্রতিটা গ্রামের চিএ এমন। দেখে বেশ চমৎকার লাগল। সেই পুকুর ঘাট সেই ফসলের মাঠ। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
জী ভাই পুরো গ্রামের চিত্র ফুটিয়ে তুলার চেষ্টা করেছি। ধন্যবাদ।